এবার বাংলাদেশ বিমানের বোয়িং ৭৮৭ ড্রিমলাইনার-১০ বিমানটি শাহজালালের রানওয়েতে পার্কিং করার সময় ৮ নম্বর বোর্ডিং ব্রিজে লাগিয়ে দেয়ার ফলে বিমানটি বোর্ডিং ব্রীজে উঠে ক্ষতিগ্রস্ত হয়। মঙ্গলবার সকাল পৌণে ৯টায় শাহজালাল বিমানবন্দরের রানওয়েতে এ ঘটনা ঘটে।

বিমান প্রকৌশলী শমসের জানান, বিমানটি পার্কিং করার সময় ৮ নম্বর বোর্ডিং ব্রীজে উঠে ক্ষতিগ্রস্ত হয়।

সিভিল এভিয়েশনের এক কর্মকর্তা জানান, সকাল ৮টা ৪৫ মিনিটের সময় শাহজালালের রানওয়েতে অবস্থান করা ডিমলাইনার-১০ বিমানটি রানওয়েতে পার্কিং করার সময় অপারেটরের অদক্ষতায় বিমানটি ৮ নম্বর বোর্ডিং ব্রীজে লাগিয়ে দেয়।

ফিচার বিজ্ঞাপন

Premium Villa

মূল্য: ১৩,৫০০ টাকা/রাত

বিমান বাংলাদেশ এয়ারলাইনসের জনসংযোগ বিভাগের প্রধান তাহেরা খন্দকার এভিয়েশন নিউজকে জানান, বোর্ডিং ব্রীজ পরিচালনার দায়িত্ব পালন করে সিভিল এভিয়েশন। রানওয়েতে পার্কিং করার সময় সিভিল এভিয়েশনের অপারেটরের অদক্ষতায় বিমানটি ৮ নম্বর বোর্ডিং ব্রীজে লাগিয়ে দেয়। এতে বিমানটি সামান্য ক্ষতিগ্রস্ত হয়। বিমানটি ছাড়ার নির্ধারিত সময় ছিল বেলা ১১টা। মেরামত শেষে বিমানটি দুপুর ২টার পরে যাত্রী নিয়ে উড্ডয়ন করে।

প্রাসঙ্গিক কথাঃ “ঢাকা বৃত্তান্ত”প্রচলিত অর্থে কোন সংবাদ মাধ্যম বা অনলাইন নিউজ সাইট নয়। এখানে প্রকাশিত কোন ফিচারের সাথে সংবাদ মাধ্যমের মিল খুঁজে পেলে সেটি শুধুই কাকতাল মাত্র। এখানে থাকা সকল তথ্য ফিচার কেন্দ্রীক ও ইন্টারনেট থেকে সংগ্রহীত। “ঢাকায় থাকি”কর্তৃপক্ষ বিশ্বাস করে এসব তথ্য একত্রিত করার ফলে তা ঢাকাবাসীকে সাহায্য করছে ও করবে। আসুন সবাই আমাদের এই প্রিয় ঢাকা শহরকে সুন্দর ও বাসযোগ্য করে গড়ে তুলি। আমরা সবাই সচেতন, দায়িত্বশীল ও সুনাগরিক হিসাবে নিজেকে প্রতিষ্ঠিত করি।



১,০৭২ বার পড়া হয়েছে