ইয়ামাহা মোটরসাইকেল বাংলাদেশ – এসিআই মোটরস লিমিটেড Yamaha MT 15 এর প্রি-বুকিং নেয়া শুরু করেছে । এই প্রি-বুকিং নেয়া হবে আগামী ১৪ জুলাই ২০১৯ তারিখ পর্যন্ত ।

Yamaha MT – 15 এখনো বাংলাদেশের বাজারে অফিশিয়ালি লঞ্চ করা হয়নি, তবে এসিআই মোটরস বাইকটির প্র-বুকিং নেয়া শুরু করেছে । এই উপলক্ষ্যে বাইকের দামের উপর কিছু টাকা ডিস্কাউন্ট দেয়া হচ্ছে । বাইকাররা সর্বোনিম্ন ১,০০,০০০/- টাকা দিয়ে প্রি বুকিং দিতে পারবেন । এতে করে পাবেন ১০,০০০/- টাকার ডিস্কাউন্ট । এছাড়া বিশ্ববিদ্যালয়ের ছাত্রদের জন্য রয়েছে আরও ৫,০০০/- টাকার অতিরিক্ত ডিস্কাউন্ট ।

এসিআই মোটরস গত ৫ম ঢাকা বাইক শো ২০১৯ এ Yamaha MT – 15বাইকটি তাদের প্যাভিলিয়নে শো করে । বাইকাররা বাইকটির লুকস এবং ডিজাইন দেখে, বাইকটি পছন্দ করে । এছাড়া তারা MT – 15 এর সাথে আরও শো করে FZS Fi V3 বাইকটি । তারা FZS Fi V3 এর জন্য টেস্ট রাইডের আয়োজনও করেছিল । এসিআই মোটরস বাংলাদেশে ইয়ামাহা এমটি-১৫ ইন্ডিয়ান ভার্সন সিঙ্গেল চ্যানেল এবিএস সহ লঞ্চ করবে ।

ইয়ামাহা এমটি-১৫ বাইকটিতে দেয়া হয়েছে ইয়ামাহা আর১৫ বাইকের ইঞ্জিন এবং চেসিস । এছাড়া বাইকটির ফিচার হিসেবে দেয়া হয়েছে সিঙ্গেল চ্যানেল এবিএস, টেলিস্কোপিক ফ্রন্ট সাসপেনশন ও রেয়ার মনোশক সাসপেনশন ।

Yamaha MT15 বাইকটি অনেকটা Yamaha M-Slaz বাইকটির অনেক গুলো দিক ফলো করেছে, তবে তারপর ও বাইকটি একদম সম্পূর্ন নতুন ভাবে ডিজাইন করা ।

ফিচার বিজ্ঞাপন

Siliguri – Gangtok (Sikkim) 6D/5N

মূল্য: ২০,৫০০ টাকা

বাইকটিতে ১৫৫সিসির একটি ইঞ্জিন দেয়া হয়েছে যে ইঞ্জিনটি Yamaha R15 V3 তেও ব্যবহার করা হয়েছে, ইঞ্জিন একই রকম শক্তি ও ক্ষমতা উৎপাদনে সক্ষম । MT15 এর লুকস এর কথা বলতে হলে বাইকটির একটি এগ্রেসিভ ও রোবটিক লুকস রয়েছে, যা দেখতে অনেকটা ট্রান্সফর্মারের অপটিমাস প্রাইমের মত । তবে মুল ডিজাইনটি রাখা হয়েছে Yamaha MT10 বা MT09 এর মত ।

বাইকটিতে একটি সিঙ্গেল কার্ভ সিট রয়েছে এবং এর সিটিং পজিশন আপ-রাইট । এই সিটিং পজিশনের কারনে বাইকটিতে একটি স্ট্রিট ফাইটারের লুকস চলে এসেছে । আগামী ১৪ জুলাই ২০১৯ তারিখ পর্যন্ত বাইকটির প্রি-বুকিং নেয়া হবে এবং ১৫ জুলাই ২০১৯ তারিখ থেকে বাইকটির ডেলিভারি শুরু হবে । বাইকটির মুল্য ধরা হয়েছে ৪৬০,০০০/- টাকা  ।

প্রাসঙ্গিক কথাঃ “ঢাকা বৃত্তান্ত”প্রচলিত অর্থে কোন সংবাদ মাধ্যম বা অনলাইন নিউজ সাইট নয়। এখানে প্রকাশিত কোন ফিচারের সাথে সংবাদ মাধ্যমের মিল খুঁজে পেলে সেটি শুধুই কাকতাল মাত্র। এখানে থাকা সকল তথ্য ফিচার কেন্দ্রীক ও ইন্টারনেট থেকে সংগ্রহীত। “ঢাকায় থাকি”কর্তৃপক্ষ বিশ্বাস করে এসব তথ্য একত্রিত করার ফলে তা ঢাকাবাসীকে সাহায্য করছে ও করবে। আসুন সবাই আমাদের এই প্রিয় ঢাকা শহরকে সুন্দর ও বাসযোগ্য করে গড়ে তুলি। আমরা সবাই সচেতন, দায়িত্বশীল ও সুনাগরিক হিসাবে নিজেকে প্রতিষ্ঠিত করি।

কুইক সেল অফার

অবিশ্বাস্য দামে ব্রান্ডের ঘড়ির কিনুন

অবিশ্বাস্য দামে ব্রান্ডের ঘড়ির কিনু...



১,১২১ বার পড়া হয়েছে