বেড়াতে যাওয়ার সময় ব্যাগপত্র গোছানো বেশ ঝকমারি ব্যাপার – কী নেব, কী নেবনা…। সবচেয়ে ভালো প্যাকিং-এর একটা রাফ লিস্ট বানিয়ে হাতের কাছে রেখে দেওয়া। প্রয়োজন অনুযায়ী বাড়তি জিনিস যোগবিয়োগ করে নিলেই চলবে।
– জরুরি –
- ট্রেন বা ফ্লাইটের টিকিট হাতে পাওয়ামাত্র দু’কপি জেরক্স করে রাখুন। অরিজিনালটা কোনওভাবে হারিয়ে গেলে কাজে লাগবে। অনলাইনে টিকিট বুক করলে টিকিটের প্রিন্টআউট সঙ্গে রাখুন। এক্ষেত্রে নিজের একটি সচিত্র আইডেনটিটি কার্ড (ভোটার কার্ড, ড্রাইভিং লাইসেন্স ইত্যাদি) নিয়ে নেবেন।
- যদি কোন বড় শহর বা নামজাদা ট্যুরিস্ট স্পটে বেড়াতে যান, তাহলে বেশি ক্যাশ নেওয়ার দরকার নেই। ট্র্যাভেলার্স চেক বা এটিএম কার্ডের সাহায্যে সহজেই টাকা তুলতে পারবেন। কিন্তু একটু রিমোট বা অফবিট জায়গায় গেলে ক্যাশ নিয়ে যাওয়াই ভালো। টাকা একজায়গায় না রেখে সবাই মিলে ভাগ করে নিন। বাচ্চাদের পার্সেও অল্প করে দিয়ে দিন। ক্রেডিট কার্ডের নম্বর টুকে রাখুন।
- কমফোর্ট ফিট জামাকাপড় ও জুতো নিন। বেশি ক্যারি না করেও যাতে নানারকম পরা যায় তারজন্যে মিক্স অ্যান্ড ম্যাচ করে পোষাক নিন।
- বাড়ি থেকে জল বয়ে না নিয়ে স্টেশন বা এয়ারপোর্ট থেকে ভাল কোম্পানির মিনারেল ওয়াটারের বোতল কিনে নিন। খুব ছোট বাচ্চা থাকলে অবশ্য ওদের জন্য ফুটানো জল নিন। জিওলিনও নিয়ে নেবেন।
- জ্বর, পেটের গন্ডগোল ইত্যাদির ওষুধ এবং ও আর এস সঙ্গে রাখবেন।
- খবরের কাগজ, প্লাস্টিকের প্যাকেট সঙ্গে রাখুন। অপ্রয়োজনীয় জিনিস ফেলতে কাজে লাগবে। তবে যেখানে সেখানে প্লাস্টিকের প্যাকেট ফেলবেননা। নির্দিষ্ট ডাস্টবিনে ফেলুন। অনেক জায়গায় প্লাস্টিকের ব্যাবহারের ওপর নিষেধাজ্ঞা আছে তা খেয়াল রাখবেন।
- ক্যমেরার ব্যাগে ব্যাটারি আর চার্জারটা নিতে ভুলবেননা। মোবাইল আর মোবাইল চার্জার সঙ্গে নিন।
– লাগেজ –
- যেকোনও বেড়ানোতেই যতটাসম্ভব কম লাগেজ করার চেষ্টা করুন। সবাই মিলে শেয়ার করে নিন বা যে যার নিজেরটা, তাহলে কারোর ওপরেই চাপ পড়বেনা। ৬-৭ বছর বয়স থেকেই বাচ্চাদের টুকটাক জিনিসপত্র বইতে দিন যাতে আরেকটু বড় হলে নিজেরটা নিজেই নিতে পারে।
- মানিবেল্ট নিন।কোমরে জড়ানো এই পাউচের মধ্যে কিছু টাকা,ডেবিট/ক্রেডিট কার্ড, ট্রেন/প্লেনের টিকিট, আই কার্ড, লাগেজের চাবি ইত্যাদি জরুরি জিনিসগুলো রাখতে পারেন।
- বড় ব্যাগ বা সুটকেসের ওপরে আপনার কার্ড ভাল করে আটকে দিন। কার্ডে আপনার নাম-ঠিকানা, মোবাইল নম্বর, ই-মেল লিখে রাখুন।
- মাঝারি সাইজের হ্যান্ডলাগেজ সঙ্গে রাখুন। প্লেনে মাথাপিছু একটা হ্যান্ডলাগেজই রাখতে পারবেন। হ্যান্ডলাগেজে কিছুটা টাকাপয়সা,জরুরি কাগজপত্র, টিকিট, বেড়ানোর গাইডবুক-ব্রোশিওর, দরকারি ওষুধ, চিরুনি, সোপ স্ট্রিপস, লজেন্স, গল্পের বই এসব নিতে পারেন। প্লেনে গেলে হ্যান্ডলাগেজে জল বা অন্য লিক্যুইড কিছু, লিপস্টিক, ছুরি-কাঁচি জাতীয় জিনিস নেওয়া যাবেনা।
- টুথব্রাশ, টুথপেস্ট, ডিওডোরেন্ট, লিক্যুইড হ্যান্ড ওয়াশ, টাওয়েল, সাবান, শ্যাম্পু, কন্ডিশনার, নেল কাটার, ছুঁচ-সুতো, ছোট ছুরি-কাঁচি, মশামারার ধুপ বা লিক্যুইড রেগুলার লিস্টে রাখুন।
- সঙ্গে বিস্কুট, চানাচুর, ড্রাই ফ্রুট, শুকনো মিস্টি, লজেন্স, চকলেট, চিপস এসব টুকটাক খাবার রেখে দেবেন। জ্যাম, সসের পাউচ, নুন, চিনি রেখে দিতে পারেন। বাচ্চা থাকলে গুঁড়ো দুধ বা হট ড্রিঙ্কসের ছোট প্যাকেট ও জল গরম করবার জন্য হ্যান্ডি গিজার নিয়ে নিন। আর নন ব্রেকেবেল প্লেট-চামচ, কাপ। বাড়ি থেকে বেরনোর সময় খাবার বানিয়ে নিতে চাইলে অ্যালুমিনিয়াম ফয়েলে জড়িয়ে নেবেন, ভাল থাকবে।
- সঙ্গে ছোট্ট বাচ্চা থাকলে তার জামাকাপড় একটু বেশি করে নিন। এছাড়া বেবিফুড, বাটি-চামচ, ফিডিং বটল, ফিডিং কাপ, ডিসপোজেবেল ডায়াপার, বেবি পাউডার-লোশন-ক্রিম,ওয়েট ওয়াইপার, প্রয়োজনীয় ওষুধপত্র(জ্বর, পেটের গন্ডগোল, পেট ব্যথা, সর্দি-কাশি ইত্যাদি), প্রেসক্রিপশন, স্নান করাবার জিনিসপত্র, বেবি কেরিয়ার নিতে যেন ভুল না হয়।
- সময় কাটানোর জন্য আইপড, এম পি থ্রি প্লেয়ার নিতে পারেন। তবে হেডফোন আর চার্জার নিতে ভুলবেননা। বাচ্চাদের জন্য ইনডোর গেমস, ফোলানো বল, ফ্রিসবি এসব নিয়ে নেবেন।
– পাহাড়ে –
- সোয়েটার, উলেন জ্যাকেট, উইন্ডচিটার,উলের টুপি, গ্লাভস, স্টোল, স্কার্ফ, মাফলার।
- মজবুত জুতো।
- রুকস্যাক।
- যাঁরা ট্রেকিং করবেন তাঁরা প্রয়োজনীয় সরঞ্জাম ও স্লিপিং ব্যাগ সঙ্গে রাখবেন।
- সানগ্লাস, সানস্ক্রিন, লিপ বাম।
- বমি বন্ধ হওয়ার ওষুধ।
– সমুদ্রে –
ফিচার বিজ্ঞাপন
Email Marketing
জাপান ভিসা প্রসেসিং (চাকুরীজীবী)
বালি ও লম্বক ৫দিন ৪ রাত
- হালকা সিন্থেটিক পোষাক, শর্টস।
- সাঁতার কাটতে চাইলে স্যুইমস্যুট নেবেন।
- তোয়ালে, স্যান্ডেল।
- সানগ্লাস, সানস্ক্রিন।
– অরণ্যে –
- হাল্কা রঙের পোষাক।
- ঢাকা জুতো।
- ইনসেক্ট রিপেলান্ট।
- বায়নোকুলার, টর্চ, ব্যাটারি।
– খেয়াল রাখুন –
- বেড়ানোর সময় অনেক অনিয়ম হয়। এর ফলে ডিহাইড্রেশন বা ইনডাইজেশনের মতো সমস্যা প্রায়ই দেখা যায়। খেয়াল করে যথেষ্ট পরিমানে জল খেতে হবে।
- মিনারেল ওয়াটার বা জলে জিওলিন মিশিয়ে খাওয়া উচিত।
- ভাল লাগল বলেই কোন খাবার খাওয়া ঠিক নয়, শরীর বুঝে খাবেন।
- সঙ্গে সোপ স্ট্রিপস বা হ্যান্ড ওয়াশ রাখুন। রাস্তায়ঘাটে খাওয়ার আগে নিজেও হাত ধোবেন, সঙ্গীদের দিকেও এগিয়ে দেবেন।
- পাহাড়ি জায়গায় বেড়াতে গিয়ে কখনো পেট খালি অবস্থায় জার্নি করবেননা।
প্রাসঙ্গিক কথাঃ “ঢাকা বৃত্তান্ত”প্রচলিত অর্থে কোন সংবাদ মাধ্যম বা অনলাইন নিউজ সাইট নয়। এখানে প্রকাশিত কোন ফিচারের সাথে সংবাদ মাধ্যমের মিল খুঁজে পেলে সেটি শুধুই কাকতাল মাত্র। এখানে থাকা সকল তথ্য ফিচার কেন্দ্রীক ও ইন্টারনেট থেকে সংগ্রহীত। “ঢাকায় থাকি”কর্তৃপক্ষ বিশ্বাস করে এসব তথ্য একত্রিত করার ফলে তা ঢাকাবাসীকে সাহায্য করছে ও করবে। আসুন সবাই আমাদের এই প্রিয় ঢাকা শহরকে সুন্দর ও বাসযোগ্য করে গড়ে তুলি। আমরা সবাই সচেতন, দায়িত্বশীল ও সুনাগরিক হিসাবে নিজেকে প্রতিষ্ঠিত করি।
কুইক সেল অফার
Online Shopping BD (Facebook Live)৮৮৪ বার পড়া হয়েছে