যারা নতুন বিজনেস করার কথা ভাবছেন তাদের জন্য আমার এই সামান্য প্রচেষ্টা। আসুন আমি কিছু নতুন বিজনেস আইডিয়া দেই। যা আপনাকে প্রচুর টাকা ইনকামের পাশাপাশি সময় ও কষ্টের হাত বাঁচাবে।

১. ই-কমার্স

একঘেয়েমী কাজ করতে না চাইলে, আপনি ভিন্ন কিছু ট্রাই করে দেখতে পারেন। যা আপনার কষ্ট কমিয়ে দিয়ে বেশি টাকা ইনকামের পথ দেখাবে। যার একটি উপায় হল ই-কমার্স। আপনি কোন প্রোডাক্ট অনলাইনে সেল করলে সেটা ই-কমার্সের কাজ বলা হয়। এখানে আপনার প্রোডাক্ট গুলো অনলাইনেই সরাসরি ক্রেতাদের কাছে পৌছে দিতে পারবেন।

যার জন্য আপনার কোন কষ্ট করতে হবে না বা বেশি সময় ব্যয় হবে না। নিউ বিজনেসের মধ্যে এটা এখন খুবই জনপ্রিয়।

২. ফ্রিল্যান্সিং

আমাদের অনেকেরই পৃথক কোন দক্ষতা বা মেধা থাকে। এই মেধা কাজে লাগাতে পারলেই আপনার এই নিউ বিজনেসের মাধ্যমে অফুরন্ত টাকা ইনকাম করতে পারবেন। ফ্রিল্যান্সিং একটা মার্কেট প্লেস। এখানে হরেক রকমের কাজ পাওয়া যায়। আপনাকে আপনার মেধা হিসাবে কাজ বেছে নিতে হবে।

ভাল ডিজাইন করতে পারলে বা ভাল সাইট বানাতে পারলে বা ভাল গেম মেক করতে পারলে এই মার্কেট প্লেসে প্রচুর টাকা ইনকাম করতে পারবেন আপনি। তবে শুধু এই কাজ নয়, আরো অসংখ্য কাজ পাবেন এখানে। তবে এখানে মেধাবী লোকদের অভাব নেই। তাই তাদের সাথে কম্পিটিশন করে কাজ লুফে নিতে হবে।

তাহলেই আপনি সফল হতে পারবেন। আর আপনি যদি আপনার বায়ারদের কাজ করে খুশি করতে পারেন, তাহলে তারা আপনাকে আগে থেকেই কাজ দিয়ে রাখবে। তখন আর কাজের জন্য খোঁজাখুজি করতে হবে না।

ফিচার বিজ্ঞাপন

Kandy- Nuwara Eliya- Galle & Colombo 6D/5N

মূল্য: 36,900 Taka

Maldives (Paradise Island-Water Vila & Hulhumale) 4D/3N

মূল্য: ৬৯,৯০০ টাকা

৩. ইউটিউবিং

আপনি যদি হন ভাল ভিডিও এডিটর। তাহলে ইউটিউব আপনার জন্য একটা মাইলফলক হিসেবে কাজ করবে। নিউ বিজনেসের মধ্যে এটা অন্তর্ভুক্ত করা যায়। কারণ হরেক রকমের ভিডিও মেক করে সেটা ইউটিউবে আপনার চ্যানেলে ছাড়লে সেটা থেকে ব্যপক টাকা ইনকাম হবে আপনার। তবে এর জন্য আপনার চ্যানলটি মিনিটাইজড করে নিতে হবে।

৪. ব্লগিং

নিউ বিজনেসের মধ্যে আরেকটি পন্থা এটি। আপনার লেখা লেখির হাত যদি ভাল হয়, তাহলে নিজের ব্লগে লিখে আপনি হতে পারেন অনেক টাকার মালিক। আশে পাশের ঘটে যাওয়া কিছু বিষয়ও তুলে আনতে পারেন আপনার ব্লগে। যার মাধ্যমে আপনার প্রতিভা বিকাশের পাশাপাশি সারাদেশের মানুষ ঘটনা গুলো জানতে পারবে।

আর যত বেশি লোকজন আপনার এই লেখা পড়বে, তত বেশি ইনকাম হবে। তবে ব্লগ থেকে টাকা ইনকামের জন্যও সাইটটাকে মনিটাইজড করে নিতে হবে।

৫. অ্যাফিলিয়েট মার্কেটিং

এই সময়ের তুমুল জনপ্রিয় একটি বিজিনেস হল অ্যাফিলিয়েট মার্কেটিং। অনেকটা ই-কমার্সের মত কাজ হলেও অ্যাফিলিয়েট মার্কেটিং এর মাধ্যমে অন্য জনের পণ্য সেল করতে হয়। আপনি অনলাইন প্লাটফর্মকে কাজে লাগিয়ে অন্যের প্রোডাক্ট সেল করে দিতে পারলে পূর্ব নির্ধারিত একটা দাম পাবেন। যত সেল তত আয় হিসাবে আপনি মোটা অংকের টাকা ইনকাম করতে পারবেন এর মাধ্যমে।

প্রাসঙ্গিক কথাঃ “ঢাকা বৃত্তান্ত”প্রচলিত অর্থে কোন সংবাদ মাধ্যম বা অনলাইন নিউজ সাইট নয়। এখানে প্রকাশিত কোন ফিচারের সাথে সংবাদ মাধ্যমের মিল খুঁজে পেলে সেটি শুধুই কাকতাল মাত্র। এখানে থাকা সকল তথ্য ফিচার কেন্দ্রীক ও ইন্টারনেট থেকে সংগ্রহীত। “ঢাকায় থাকি”কর্তৃপক্ষ বিশ্বাস করে এসব তথ্য একত্রিত করার ফলে তা ঢাকাবাসীকে সাহায্য করছে ও করবে। আসুন সবাই আমাদের এই প্রিয় ঢাকা শহরকে সুন্দর ও বাসযোগ্য করে গড়ে তুলি। আমরা সবাই সচেতন, দায়িত্বশীল ও সুনাগরিক হিসাবে নিজেকে প্রতিষ্ঠিত করি।

কুইক সেল অফার

Online Shopping BD (Facebook Live)



৮৫৮ বার পড়া হয়েছে