চলতি বছর হাজিগনদের যাত্রা সহজ করার জন্য ‘বিমান হজ ফ্লাইট’ নামে একটি মোবাইল অ্যাপ চালু করেছে বিমান বাংলাদেশ এয়ারলাইনস। এই অ্যাপের মাধ্যমে হজ গমনেচ্ছুরা ফ্লাইট সম্পর্কিত সব তথ্য জানতে পারবেন।বুধবার (১০ জুলাই) এক প্রেস বিজ্ঞপ্তিতেএ তথ্য জানিয়েছে বিমান ।
প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়, গুগল প্লে স্টোর থেকে ‘বিমান হজ ফ্লাইট’ নামে অ্যাপটি ডাউনলোড করা যাবে। এর মাধ্যমে হজ ফ্লাইট সংক্রান্ত্র প্রয়োজনীয় তথ্য পাওয়া যাবে। যেমন- ডিলে নোটিফিকেশনস, হজ ফ্লাইট স্ট্যাটাস, হজ ফ্লাইট শিডিউল এবং হজ ইনস্ট্রাকশনস জানা যাবে।
এ বিষয়ে বিমানের ব্যবস্থাপক তাসনিম আক্তার (জনসংযোগ) জানান, ‘ধর্মপ্রাণ মানুষের ধর্মীয় অনুভূতিকে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে সবার হজযাত্রা নিশ্চিত করার জন্য এই অ্যাপ চালু করা হয়েছে।’
ফিচার বিজ্ঞাপন
ভুঁড়ি কমান, সুস্থ থাকুন
ব্যাংকক-ফুকেট-ফিফি আইল্যান্ড-সাফারি ওয়ার্ল্ড
রাশিয়া ভিসা প্রসেসিং (চাকুরিজিবি)
প্রাসঙ্গিক কথাঃ “ঢাকা বৃত্তান্ত”প্রচলিত অর্থে কোন সংবাদ মাধ্যম বা অনলাইন নিউজ সাইট নয়। এখানে প্রকাশিত কোন ফিচারের সাথে সংবাদ মাধ্যমের মিল খুঁজে পেলে সেটি শুধুই কাকতাল মাত্র। এখানে থাকা সকল তথ্য ফিচার কেন্দ্রীক ও ইন্টারনেট থেকে সংগ্রহীত। “ঢাকায় থাকি”কর্তৃপক্ষ বিশ্বাস করে এসব তথ্য একত্রিত করার ফলে তা ঢাকাবাসীকে সাহায্য করছে ও করবে। আসুন সবাই আমাদের এই প্রিয় ঢাকা শহরকে সুন্দর ও বাসযোগ্য করে গড়ে তুলি। আমরা সবাই সচেতন, দায়িত্বশীল ও সুনাগরিক হিসাবে নিজেকে প্রতিষ্ঠিত করি।
৮৯৪ বার পড়া হয়েছে