নেপালের ত্রিভূবন আন্তর্জাতিক বিমানবন্দরে একটি ফ্লাইট রানওয়ে থেকে ছিটকে পড়ায় কিছু সময়ের জন্য ফ্লাইট উড্ডয়ন ও অবতরণ বন্ধ করে দেওয়া হয়। এতে ঢাকা থেকে ছেড়ে যাওয়া বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি ফ্লাইট সেখানে অবতরণ করতে না পেরে ঢাকায় ফেরত আসে।
বিমানের ফ্লাইটটি সকাল সাড়ে ৭টায় নেপালের উদ্দেশ্যে ছেড়ে যায়। সেখানে একটি বিমান রানওয়ে থেকে ছিটকে পড়ায় রানওয়ের কার্যক্রম কিছু সময়ের জন্য বন্ধ রাখা হয়। তখন বিমানের উড়োজাহাজটি নেপালের আকাশে উড়ছিল। বিমানের ফ্লাইটটি অবতরণের অনুমতি না পাওয়ায় পাইলট বিমানটি ঢাকায় ফিরিয়ে নিয়ে আসে।
নেপালের রাজধানী কাঠমান্ডুর ত্রিভুবন আন্তর্জাতিক বিমানবন্দরের রানওয়ে থেকে ছিটকে পড়েছে যাত্রীবাহী একটি উড়োজাহাজ। শুক্রবার স্থানীয় সময় বেলা ১১টা ৫ মিনিটে ইয়েতি এয়ারলাইনসের উড়োজাহাজটি দুর্ঘটনায় পতিত হয়। এ ঘটনায় দুই আরোহী আহত হয়েছেন।
বার্তা সংস্থা এএফপি জানায়, ইয়েতি এয়ারলাইনসের উড়োজাহাজটি অবতরণের সময় রানওয়ে থেকে ছিটকে পড়ে। দুর্ঘটনার পরপরই দেশটির একমাত্র আন্তর্জাতিক বিমানবন্দরটি বন্ধ ঘোষণা করে কর্তৃপক্ষ
ইয়েতি এয়ারলাইনস এক টুইট বার্তায় জানায়, দ্য ইয়েতি এয়ারলাইনসের এনওয়াইটি- ৪২২ ফ্লাইটটি নেপালের উত্তরাঞ্চল থেকে ৬৬ যাত্রী নিয়ে ত্রিভুবন আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণের সময় রানওয়ে থেকে ছিটকে পড়ে। এটি রানওয়ে থেকে ছিটকে পাশের মাঠের ১৫ মিটার ভেতরে চলে যায়।
ফিচার বিজ্ঞাপন
Hanoi, Halong, Halong Bay Cruise 5D/4N
বেইজিং ৪ দিন ৩ রাত
কুনমিং ৪ দিন ৩ রাত
গতকাল বৃহস্পতিবার সন্ধ্যা থেকে হিমালয়ের দেশটিতে টানা বৃষ্টিপাত চলছে। ফলে পিচ্ছিল রানওয়েতে অবতরণ করতে গিয়ে এ দুর্ঘটনা ঘটে থাকতে পারে বলে ধারণা করা হচ্ছে।
বিমানবন্দরের জেনারেল ম্যানেজার রাজ কুমার ছেত্রি বার্তা সংস্থা এএফপিকে বলেন, আমাদের উদ্ধারকারী দল উড়োজাহাজটি উদ্ধার এবং বিমানবন্দরটি পুনরায় চালু করতে কাজ করছে। ভারী বৃষ্টিপাতে পুরো এলাকা ছেয়ে থাকায় ফ্রাঙ্কো-ইতালিয়ানের তৈরি টার্বোপ্রপ উড়োজাহাজটি সরাতে দীর্ঘ সময় লাগছে।
বিমানের উপ-মহাব্যবস্থাপক তাহেরা খন্দকার বলেন, ফেরত আসা ফ্লাইটের যাত্রীরা আজ শনিবার অন্য একটি ফ্লাইটে নেপাল যাবে। ফেরত আসা ফ্লাইটের কিছু যাত্রী তাদের বাসায় চলে গেছেন। যারা যাননি বিমান কর্তৃপক্ষের উদ্যোগে তাদের হোটেলে রাখা হয়েছে।
প্রাসঙ্গিক কথাঃ “ঢাকা বৃত্তান্ত”প্রচলিত অর্থে কোন সংবাদ মাধ্যম বা অনলাইন নিউজ সাইট নয়। এখানে প্রকাশিত কোন ফিচারের সাথে সংবাদ মাধ্যমের মিল খুঁজে পেলে সেটি শুধুই কাকতাল মাত্র। এখানে থাকা সকল তথ্য ফিচার কেন্দ্রীক ও ইন্টারনেট থেকে সংগ্রহীত। “ঢাকায় থাকি”কর্তৃপক্ষ বিশ্বাস করে এসব তথ্য একত্রিত করার ফলে তা ঢাকাবাসীকে সাহায্য করছে ও করবে। আসুন সবাই আমাদের এই প্রিয় ঢাকা শহরকে সুন্দর ও বাসযোগ্য করে গড়ে তুলি। আমরা সবাই সচেতন, দায়িত্বশীল ও সুনাগরিক হিসাবে নিজেকে প্রতিষ্ঠিত করি।
৮২৬ বার পড়া হয়েছে