ভারতে Kia Seltos গাড়ির বুকিং শুরু হল। ইতিমধ্যেই বেঙ্গালুরু ও গুরুগ্রামের Kia ডিলারদের কাছে 25,000 টাকার বিনিময়ে এই গাড়ি প্রি-বুক করা যাচ্ছে। জুলাই মাসের শেষে শো-রুমে পৌঁছে যাবে Kia Seltos। সম্প্রতি canandbike কে এই কথা জানিয়েছে দক্ষিণ কোরিয়ার কোম্পানিটি। আগামী সপ্তাহে এই গাড়ির অফিশিয়াল বুকিং শুরু হবে। 22 অগাস্ট ভারতে লঞ্চ হবে Kia Seltos।
ভারতে পাঁচটি ভেরিয়েন্টে লঞ্চ হবে Kia Seltos। এই ভেরিয়েন্টগুলি হল TE, TK, TK+, TX আর TX+। যদিও এইও গাড়ির বেস ভেরিয়েন্টেই থাকবে একাধিক আকর্ষনীয় ফিচার। এর মধ্যে থাকছে ভয়েস রিকগনিশান, ব্লুটুথ কানেক্টিভিটি, স্টিয়ারিং অ্যাডজাস্ট, LED DRL, ABD, EBD, দুটি এয়ারব্যাগ, ক্রুজ কন্ট্রোল, স্মার্ট পুশ ইঞ্জিন স্টার্ট-স্টপ বাটন।
এই গাড়িতে থাকছে একটি 10.25 ইঞ্চি টাচস্ক্রিন ডিসপ্লে থাকছে। সাথে থাকছে অ্যাম্বিয়েন্ট লাইটিং, টায়ার প্রেশার মনিটার, USB ফাস্ট চার্জিং, 17 ইঞ্চি অ্যালয় হুইল। টপ ভেরিয়েন্টে থাকছে সোলার ইউভি গ্লাস, 7 ইঞ্জি মিড শিসপ্লে, 8 টা Bose স্পিকার, 360 ডিগ্রি ক্যামেরা, ড্রাইভার রিয়ার ভিউ মনিটার সহ একগুচ্ছ আধুনিক ফিচার।
ফিচার বিজ্ঞাপন
থাইল্যান্ড ভিসা (বিজনেসম্যান)
Email Marketing
Dubai (City tour- Dhow cruise- Desert safari) 4D/3N
তিনটি আলাদা ইঞ্জিনে ভারতে আসছে Kia Seltos। পেট্রল ও ডিজেল ভেরিয়েন্টে এই গাড়ি পাওয়া যাবে। 1.4 লিটা টার্বো জিডিআই পেট্রল ইঞ্জিন, 1.5 লিটার পেট্রল ইঞ্জিন আর 1.5 লিটার ডিজেল ইঞ্জিনে পাওয়া যাবে Seltos। ম্যানুয়াল ও অটোমেটিক ট্রান্সমিশনে পাওয়া যাবে এই গাড়ি।
প্রাসঙ্গিক কথাঃ “ঢাকা বৃত্তান্ত”প্রচলিত অর্থে কোন সংবাদ মাধ্যম বা অনলাইন নিউজ সাইট নয়। এখানে প্রকাশিত কোন ফিচারের সাথে সংবাদ মাধ্যমের মিল খুঁজে পেলে সেটি শুধুই কাকতাল মাত্র। এখানে থাকা সকল তথ্য ফিচার কেন্দ্রীক ও ইন্টারনেট থেকে সংগ্রহীত। “ঢাকায় থাকি”কর্তৃপক্ষ বিশ্বাস করে এসব তথ্য একত্রিত করার ফলে তা ঢাকাবাসীকে সাহায্য করছে ও করবে। আসুন সবাই আমাদের এই প্রিয় ঢাকা শহরকে সুন্দর ও বাসযোগ্য করে গড়ে তুলি। আমরা সবাই সচেতন, দায়িত্বশীল ও সুনাগরিক হিসাবে নিজেকে প্রতিষ্ঠিত করি।
৯৯৩ বার পড়া হয়েছে





