নতুন TVS Apache RTR 200 Fi E100 মোটরসাইকেলের ইঞ্জিনে থাকছে 20.7 bhp শক্তি আর 18.1 Nm টর্ক। সর্বোচ্চ 129 কিমি প্রতি ঘন্টা গতিতে ছুটতে পারবে এই মোটরসাইকেল। ইতিমধ্যেই বিশ্বব্যাপী ইথানলে চলা মোটরসাইকেলের জনপ্রিয়তা বাড়ছে। এই ধরনের বায়ো জ্বালানী ব্যবহার অনেক বেশি পরিবেশ বান্ধব। ইথানল ব্যবহারে বাতাসে 35 শতাংশ কম কার্বোণ মোনো অক্সাইড তৈরী হবে।

ভারতে লঞ্চ হল নতুন TVS Apache RTR 200 Fi E100। পেট্রলের পরিবর্তে ইথানলে চলবে নতুন এই মোটরসাইকেল। 1.2 লক্ষ টাকা এক্স শো-রুম দামে ভারতে এই মোটরসাইকেল লঞ্চ হয়েছে। আপাতত মহারাষ্ট্র, উত্তর প্রদেশ আর কর্ণাটকে এই মোটরসাইকেল লঞ্চ করবে TVS। 2018 সালের অটো এক্সপো তে প্রথম সামনে এসেছিল নতুন এই মোটরসাইকেল। পেট্রল ভেরিয়েন্টের মতোই ইথালনে চলা নতুন TVS Apache RTR 200 Fi E100 মোটরসাইকেলেও থাকছে 200 cc ইঞ্জিন।

নতুন TVS Apache RTR 200 Fi E100 মোটরসাইকেলের ইঞ্জিনে থাকছে 20.7 bhp শক্তি আর 18.1 Nm টর্ক। সর্বোচ্চ 129 কিমি প্রতি ঘন্টা গতিতে ছুটতে পারবে এই মোটরসাইকেল। ইথানলে চলা এই মোটরসাইকেলে পেট্রল ভেরিয়েন্টের থেকে 50 শতাংশ কম বেঞ্জিন ও বিউটাডাইন গ্যাস নির্গত হবে। এছাড়াও বেশি শক্তির জন্য এই মোটরসাইকেলে থাকছে টুইন স্প্রে টুইন পোর্ট সিস্টেম।

ফিচার বিজ্ঞাপন

Water Lodge

মূল্য: ১২,৫০০ টাকা / রাত

ইতিমধ্যেই বিশ্বব্যাপী ইথানলে চলা মোটরসাইকেলের জনপ্রিয়তা বাড়ছে। এই ধরনের বায়ো জ্বালানী ব্যবহার অনেক বেশি পরিবেশ বান্ধব। ইথানল ব্যবহারে বাতাসে 35 শতাংশ কম কার্বোণ মোনো অক্সাইড তৈরী হবে। এছাড়াও এই জ্বালানিতে সালফার ডাই অক্সাইড নির্গমন কমবে।

প্রাসঙ্গিক কথাঃ “ঢাকা বৃত্তান্ত”প্রচলিত অর্থে কোন সংবাদ মাধ্যম বা অনলাইন নিউজ সাইট নয়। এখানে প্রকাশিত কোন ফিচারের সাথে সংবাদ মাধ্যমের মিল খুঁজে পেলে সেটি শুধুই কাকতাল মাত্র। এখানে থাকা সকল তথ্য ফিচার কেন্দ্রীক ও ইন্টারনেট থেকে সংগ্রহীত। “ঢাকায় থাকি”কর্তৃপক্ষ বিশ্বাস করে এসব তথ্য একত্রিত করার ফলে তা ঢাকাবাসীকে সাহায্য করছে ও করবে। আসুন সবাই আমাদের এই প্রিয় ঢাকা শহরকে সুন্দর ও বাসযোগ্য করে গড়ে তুলি। আমরা সবাই সচেতন, দায়িত্বশীল ও সুনাগরিক হিসাবে নিজেকে প্রতিষ্ঠিত করি।

কুইক সেল অফার

অবিশ্বাস্য দামে ব্রান্ডের ঘড়ির কিনুন

অবিশ্বাস্য দামে ব্রান্ডের ঘড়ির কিনু...



১,২৬৬ বার পড়া হয়েছে