ঢাকা শহরের এই যানজট ও শব্দদূষণ থেকে নিজেকে মুক্ত করতে মুখ উঁচিয়ে বসে আছেন অনেকেই। সামান্য একটু প্রশান্তির জন্যে রাজধানীর অদূরে কোনও মনোরম পরিবেশ খুঁজছেন। যেখানে হবে ম। সবুজে ভরা নতুন বাড়িতে জমবে নতুন নতুন গল্প।

এবার এই সুখবর নিয়ে এলো ঢাকা সান সিটি। যে কেউ ২০ হাজার টাকা বুকিং দিয়েই স্বপ্ন দেখতে পারবেন। স্বপ্নের সঙ্গী হবে ঢাকা সান সিটি। পাঁচ লাখ টাকা কাঠা প্রতি দিয়ে আড়াই, তিন ও পাঁচ কাঠা সাইজের পরিকল্পিত প্লট কিনে পছন্দ মতো গড়ে তুলুন আপনার স্বপ্নের বাড়ি। কাঠা প্রতি ৬ হাজার টাকা দিয়ে ৬০ থেকে ৭২ টি সহজ কিস্তিতেও প্লট কেনার সুযোগ থাকছে সান সিটিতে।

এই প্রকল্পে থাকবে স্কুল, কলেজ, মসজিদ, মাদ্রাসা, বাজারসহ সব নাগরিক সুবিধা। প্রকল্পের ভিতরের রাস্তা ২৫ থেকে ৪০ ফুট প্রশস্ত। পানি, গ্যাস, বিদ্যুৎ কোম্পানির উদ্যোগে স্থাপন করা হবে।

আগেই ঘুরে দেখতে পারবেন সানসিটি আবাসন প্রকল্প। যারা আপনার স্বপ্ন বাস্তবায়নের সঙ্গী হতে চায়। সানসিটি হাসান হোমস এন্ড ডেভেলপার কোম্পানির একটি প্রকল্প।

ফিচার বিজ্ঞাপন

Maldives (Fun Islands) 3D/2N

মূল্য: ৩৯,৯০০ টাকা

US Student Visa

মূল্য: 5,000 Taka

মৈনট ঘাট প্রাইভেট ডে লং ট্যুর

মূল্য: ৯০০ টাকা জন প্রতি

সান সিটিতে যেসব সুবিধা থাকছে-

  • ঢাকা সান সিটিতে আছে আড়াই, তিন ও ৫ কাঠার সাইজের পরিকল্পিত প্লট প্রকল্পজুড়ে।
  • ২০ হাজার টাকা বুকিং দিয়ে ফ্লাট নয় প্লট কিনতে পারবেন।
  • রাজধানী থেকে ৫ মিনিটের পথে ঢাকা মাওয়া সড়কের পাশেই এ স্বপ্নের ঠিকানা।
  • ঢাকা সান সিটি রাজউক মেগাসিটির মাস্টার প্ল্যানের অন্তর্ভুক্ত।
  • ৫ লাখ টাকা কাঠা প্রতি দিয়ে প্লটের মালিক হওয়া যাবে।
  • কাঠা প্রতি ৬ হাজার টাকা দিয়ে ৬০ থেকে ৭২ টি সহজ কিস্তিতেও প্লট কেনার সুবিধা।
  • প্রকল্পে থাকবে স্কুল, কলেজ, মসজিদ, মাদ্রাসা, বাজারসহ সব নাগরিক সুবিধা।
  • প্রকল্পের ভিতরের থাকবে প্রশস্ত রাস্তা। 
  • পানি, গ্যাস, বিদ্যুৎ কোম্পানির উদ্যোগে স্থাপন করা হবে।

প্রাসঙ্গিক কথাঃ “ঢাকা বৃত্তান্ত”প্রচলিত অর্থে কোন সংবাদ মাধ্যম বা অনলাইন নিউজ সাইট নয়। এখানে প্রকাশিত কোন ফিচারের সাথে সংবাদ মাধ্যমের মিল খুঁজে পেলে সেটি শুধুই কাকতাল মাত্র। এখানে থাকা সকল তথ্য ফিচার কেন্দ্রীক ও ইন্টারনেট থেকে সংগ্রহীত। “ঢাকায় থাকি”কর্তৃপক্ষ বিশ্বাস করে এসব তথ্য একত্রিত করার ফলে তা ঢাকাবাসীকে সাহায্য করছে ও করবে। আসুন সবাই আমাদের এই প্রিয় ঢাকা শহরকে সুন্দর ও বাসযোগ্য করে গড়ে তুলি। আমরা সবাই সচেতন, দায়িত্বশীল ও সুনাগরিক হিসাবে নিজেকে প্রতিষ্ঠিত করি।

কুইক সেল অফার

Online Shopping BD (Facebook Live)



১,০৮৪ বার পড়া হয়েছে