হজ ফ্লাইটের শেষ ৪০ যাত্রীসহ ১ লাখ ২৬ হাজার ৭০১ হজযাত্রী সৌদি আরব পৌঁছেছেন। মঙ্গলবার অপরাহ্ণে সৌদি এয়ারলাইন্সের শেষ হজ ফ্লাইটে ৪০ হজযাত্রী নিয়ে ঢাকা ত্যাগ করেছে। এ সময় বিমানে অনেক সিট ফাঁকা ছিল বলে ধর্ম মন্ত্রণালয়ের সিনিয়র তথ্য কর্মকর্তা জানান। খবর বাসসর।
তিনি বলেন, বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ও সৌদি এয়ারলাইন্সের ৩৬৪ হজ ফ্লাইটে সরকারী ও বেসরকারী ব্যবস্থাপনায় ১ লাখ ২৬ হাজার ৭০১ জন হজযাত্রী সৌদি আরব গিয়েছেন। ভিসা থাকা সত্ত্বেও এবার ২২২ জন হজ পালন করতে যাননি। ধর্ম বিষয়ক সচিব মোঃ আনিছুর রহমান এবং যুগ্ম সচিব (হজ) আবুল বারকাত মোহাম্মদ আমিন উল্লাহ নুরী গত ৫ আগস্ট বিমানের শেষ হজ ফ্লাইটে সৌদি আরব পৌঁছেছেন। এ বছর বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের হজ যাত্রীদের সুবিধার্থে চট্টগ্রাম থেকে জেদ্দা ১২ ফ্লাইট, সিলেট থেকে জেদ্দা দুটি ফ্লাইট, ঢাকা থেকে মদিনা নয়টি ফ্লাইট, চট্টগ্রাম থেকে মদিনা সাতটি ফ্লাইট এবং সিলেট থেকে মদিনায় একটি ফ্লাইট পরিচালনা করেছে। এ বছর ৬৬ হাজার ৩০৩ হজযাত্রী বিমান বাংলাদেশ এয়ারলাইন্স বহন করেছে। আগামী ১৭ আগস্ট থেকে শুরু হবে বিমানের পোস্ট হজ ফ্লাইট কার্যক্রম এবং চলবে ১৫ সেপ্টেম্বর পর্যন্ত। পোস্ট হজে ১৪৭ ডেডিকেটেড এবং ২৯ সিডিউল ফ্লাইটসহ মোট ১৭৬টি ফ্লাইট পরিচালনা করবে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স। এ বছর প্রথমবারের মতো সৌদি আরবের প্রি-এ্যারাইভাল ইমিগ্রেশন ঢাকায় বাংলাদেশ বিমানবন্দর থেকে চালু করা হয়েছে। যার ফলে সৌদি আরবের বিমানবন্দরে পৌঁছে হজযাত্রীরা ইমিগ্রেশনের জন্য অপেক্ষা না করে সরাসরি বের হয়ে সহজেই গন্তব্যে পৌঁছান।
ফিচার বিজ্ঞাপন
Maldives (Paradise Island-Beach Vila & Hulhumale) 3D/2N
Paradise island, Maldives, 4D/3N
বাংকক-পাতাইয়া-কোরাল আইল্যান্ড-ফুকেট-সাফারি ওয়ার্ল্ড ৬দিন ৫ রাত
প্রাসঙ্গিক কথাঃ “ঢাকা বৃত্তান্ত”প্রচলিত অর্থে কোন সংবাদ মাধ্যম বা অনলাইন নিউজ সাইট নয়। এখানে প্রকাশিত কোন ফিচারের সাথে সংবাদ মাধ্যমের মিল খুঁজে পেলে সেটি শুধুই কাকতাল মাত্র। এখানে থাকা সকল তথ্য ফিচার কেন্দ্রীক ও ইন্টারনেট থেকে সংগ্রহীত। “ঢাকায় থাকি”কর্তৃপক্ষ বিশ্বাস করে এসব তথ্য একত্রিত করার ফলে তা ঢাকাবাসীকে সাহায্য করছে ও করবে। আসুন সবাই আমাদের এই প্রিয় ঢাকা শহরকে সুন্দর ও বাসযোগ্য করে গড়ে তুলি। আমরা সবাই সচেতন, দায়িত্বশীল ও সুনাগরিক হিসাবে নিজেকে প্রতিষ্ঠিত করি।
কুইক সেল অফার
১২৩০ বর্গফুটের দক্ষিণমুখি ফ্ল্যাট মাত্র ৩৭ লক্ষ টাকায়!১২৩০ বর্গফুটের দক্ষিণমুখি ফ্ল্যাট মা...
৭১৮ বার পড়া হয়েছে





