2012 সালে ভারতের বাজারে প্রবেশ করেছিল KTM। এতদিন ভারতে 400cc বা তার কম আয়তন ইঞ্জিনের মোটরসাইকেল লঞ্চ করেছে অস্ট্রেলিয়ার কোম্পানিটি। এই প্রথম ভারতের প্রিমিয়াম মোটরসাইকেল বাজারে প্রবেশ করতে চলেছে KTM। 11 সেপ্টেম্বর ভারতে আসছে KTM 790 Duke। ইতিমধ্যেই গোটা দেশের নির্বাচিত কিছু KTM ডিলারের কাছে এই মোটরসাইকেল বুকিং শুরু হয়েছে। সেপ্টেম্বর মাসের শেষের দিকে ভারতে 790 Duke ডেলিভারি শুরু হবে। ভারতে 8.5 লক্ষ টাকা (এক্স শো-রুম) দামে লঞ্চ হতে পারে এই মোটরসাইকেল।

মিডওয়েট স্ট্রিটফাইটার সেগমেন্টে Yamaha MT-09, Triumph Street Triple RS, Ducati Monster 821, Kawasaki Z900, Suzuki GSX-R750 এর মতো মোটরসাইকেলগুলি সামনে প্রতিযোগিতার সম্মুখীন হবে নতুন KTM 790 Duke।মহারাষ্ট্রের চাকান কারখানায় 790 Duke তৈরী করবে KTM।

এই প্রথম ভারতে এত বেশী ক্ষমতার ইঞ্জিনের মোটরসাইকেল লঞ্চ করছে অস্ট্রেলিয়ার কোম্পানিটি। নতুন এই মোটরসাইকেল 390 Duke এর থেকে অনেকটা বড় ও ভারি। যদিও 790 Duke মোটরসাইকেলেও থাকছে 390 Duke মোটরসাইকেলের ডিজাইন। নতুন KTM 790 Duke মোটরসাইকেলে থাকবে একটি পিচফর্ক এলইডি হেডল্যাম্প, শার্প স্টাইল মাসকিউলার ফুয়েল ট্যাঙ্ক স্প্লিট সিট আর এলইডি টেল লাইট।

KTM 790 Duke মোটরসাইকেলে থাকবে একটি 799 cc প্যারালাল টুইন লিকুইড কুলড ইঞ্জিন। এই ইঞ্জিনে সর্বোচ্চ 103 bhp শক্তি আর 86 Nm টর্ক পাওয়া যাবে। সাথে থাকছে একটি 6 স্পিড ম্যানুয়াল ট্রান্সমিশন। KTM 790 Duke এর ওজন 189 কিলোগ্রাম।

ফিচার বিজ্ঞাপন

Australia Visa (for Private Service Holder)

মূল্য: 20,000 Taka

বালি ৫দিন ৪ রাত

মূল্য: ২৪,০০০ টাকা

কালিজিরার তেল

মূল্য: ১৬০০ টাকা/কেজি

নতুন এই মোটরসাইকেলের সামনে থাকছে একটি 43 মিমি আপ সাইড ডাউন ফর্ক আর পিছনে থাকছে একটি মোনো শক। একাধিক ধাপে অ্যাডজাস্ট করা যাবে এই মোনোশক। 790 Duke এর সামনের চাকায় থাকছে 300 মিমি ডিস্ক ব্রেক আর পিছনের চাকায় থাকছে 240 মিমি ডিস্ক ব্রেক। মোটরসাইকেলের 17 ইঞ্চি অ্যালয় হুইলে থাকবে Maxxis Supermaxx ST টায়ার।

চারটি রাইডিং মোডে KTM 790 Duke চালানো যাবে। এই মোডগুলি হল স্পোর্ট, স্ট্রিট, রেইন আর ট্র্যাক। সুরক্ষার জন্য এই মোটরসাইকেলে ABS এর সাথে থাকছে সুপারমোট মোড, ইঞ্জিন ব্রেক কন্ট্রোল, হুইলি কন্ট্রোল কুইক শিফটার। এই সব ফিচার মোটরসাইকেলের TFT ডিসপ্লে থেকে নিয়ন্ত্রণ করা যাবে।

প্রাসঙ্গিক কথাঃ “ঢাকা বৃত্তান্ত”প্রচলিত অর্থে কোন সংবাদ মাধ্যম বা অনলাইন নিউজ সাইট নয়। এখানে প্রকাশিত কোন ফিচারের সাথে সংবাদ মাধ্যমের মিল খুঁজে পেলে সেটি শুধুই কাকতাল মাত্র। এখানে থাকা সকল তথ্য ফিচার কেন্দ্রীক ও ইন্টারনেট থেকে সংগ্রহীত। “ঢাকায় থাকি”কর্তৃপক্ষ বিশ্বাস করে এসব তথ্য একত্রিত করার ফলে তা ঢাকাবাসীকে সাহায্য করছে ও করবে। আসুন সবাই আমাদের এই প্রিয় ঢাকা শহরকে সুন্দর ও বাসযোগ্য করে গড়ে তুলি। আমরা সবাই সচেতন, দায়িত্বশীল ও সুনাগরিক হিসাবে নিজেকে প্রতিষ্ঠিত করি।

কুইক সেল অফার

Online Shopping BD (Facebook Live)



৬৯১ বার পড়া হয়েছে