বাংলাদেশ পুলিশে বড় ধরনের রদবদল হয়েছে। ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি) কমিশনার হিসেবে নিয়োগ পেয়েছেন অতিরিক্ত পুলিশ মহাপরিদর্শক (অতিরিক্ত আইজিপি) মোহাম্মদ শফিকুল ইসলাম। পুলিশের অপরাধ তদন্ত বিভাগের (সিআইডি) প্রধান হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে অতিরিক্ত আইজিপি চৌধুরী আবদুল্লাহ আল মামুনকে। এ ছাড়া অতিরিক্ত আইজিপি হিসেবে পদোন্নতি দিয়ে পুলিশ সদর দফতরে পদায়ন করা হয়েছে মাহবুব হোসেন ও বিশ্বাস আফজাল হোসেনকে। রাষ্ট্রপতির আদেশক্রমে গতকাল স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগ পুলিশ-১ অধি-শাখার উপসচিব ধনঞ্জয় কুমার দাস স্বাক্ষরিত দুটি প্রজ্ঞাপনে জারি করা এ আদেশ অবিলম্বে কার্যকর হবে বলে জানানো হয়। অষ্টম বিসিএসের মাধ্যমে সহকারী পুলিশ সুপার হিসেবে চাকরিতে যোগদান করা শফিকুল ইসলাম ২০১৯ সালের ১৬ মে থেকে অপরাধ তদন্ত বিভাগের (সিআইডি) প্রধান হিসেবে দায়িত্ব পালন করছেন। আগামী ১৪ সেপ্টেম্বর থেকে বর্তমান ডিএমপি কমিশনার আছাদুজ্জামান মিয়ার স্থলাভিষিক্ত হবেন তিনি। এর আগে তিনি দক্ষতা এবং সুনামের সঙ্গে এন্টি টেররিজম ইউনিটের প্রধান, ঢাকা ও চট্টগ্রাম রেঞ্জের উপ-মহাপরিদর্শক (ডিআইজি), চট্টগ্রাম মহানগর পুলিশ কমিশনার হিসেবে দায়িত্ব পালন করেন। কর্মক্ষেত্রে অনন্য পেশাদারিত্ব, সততা ও সুনিপুণ দক্ষতার স্বীকৃতিস্বরূপ তিনি ২০১৪ সালে এবং ২০১৭ সালে পর পর দুবার বাংলাদেশ পুলিশের সর্বোচ্চ পুরস্কার বিপিএম পদক লাভ করেন। কর্মজীবনের শুরুতে তিনি এএসপি হিসেবে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ, খাগড়াছড়ি জেলা ও মৌলভীবাজার জেলায় সুনামের সঙ্গে দায়িত্ব পালন করেন। বর্তমানে পুলিশ সদর দফতরের অতিরিক্ত আইজিপি (এইচআরএম) হিসেবে দায়িত্ব পালন করছেন চৌধুরী আবদুল্লাহ আল মামুন। শিগগিরই তিনি সিআইডির প্রধান হিসেবে মোহাম্মদ শফিকুল ইসলামের স্থলাভিষিক্ত হবেন। সুনামগঞ্জের শাল্লা উপজেলার শ্রীহাইলের সন্তান চৌধুরী মামুন এর আগে ঢাকা ও ময়মনসিংহ রেঞ্জের ডিআইজি, ডিআইজি (গোপনীয়), এআইজি (গোপনীয়) ছাড়াও অনেক গুরুত্বপূর্ণ পদে দায়িত্ব পালন করেন চৌধুরী মামুন। পুলিশ বাহিনীতে বিশেষ অবদানের স্বীকৃতিস্বরূপ লাভ করেছেন বিপিএম এবং পিপিএম পদক। অতিরিক্ত আইজিপি মাহবুব হোসেন পুলিশের বিশেষ শাখায় (এসবি) ডিআইজি হিসেবে দায়িত্ব পালন করছেন। অষ্টম বিসিএসের এই কর্মকর্তা এর আগে পুলিশের বিশেষ শাখা-এসবিতেই বিভিন্ন গুরুত্বপূর্ণ শাখায় দক্ষতার সঙ্গে দায়িত্ব পালন করেন। স্বল্পভাষী এই কর্মকর্তা বিভিন্ন সময়ে অবদানের স্বীকৃতিস্বরূপ দুবার বাংলাদেশ পুলিশের সর্বোচ্চ পুরস্কার ‘বিপিএম’ এবং দুবার ‘প্রেসিডেন্ট পদক’ পিপিএম লাভ করেন। বিশ্বাস আফজাল হোসেন অতিরিক্ত আইজিপি হিসেবে পদোন্নতি পাওয়ার আগে ডিআইজি হিসেবে পুলিশের বিশেষ শাখায় এবং এসপিবিএন প্রধান হিসেবে দায়িত্ব পালন ছাড়াও পুলিশের বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে দায়িত্ব পালন করেন।
মন্ত্রিপরিষদ সচিব হচ্ছেন আনোয়ার, শফিউল যাচ্ছেন বিশ্বব্যাংকে : মন্ত্রিপরিষদের নতুন সচিব হচ্ছেন খন্দকার আনোয়ারুল ইসলাম। যিনি বর্তমানে সেতু বিভাগের সিনিয়র সচিব হিসেবে কর্মরত। আর মন্ত্রিপরিষদের বর্তমান সচিব মোহাম্মদ শফিউল আলম বিশ্বব্যাংকের বিকল্প নির্বাহী পরিচালক পদে নিয়োগ পেতে যাচ্ছেন। গতকাল সরকারি ক্রয়সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির বৈঠক শেষে এমন তথ্যই দিলেন অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল। এক বছরের চুক্তিতে থাকা মন্ত্রিপরিষদ সচিব মোহাম্মদ শফিউল আলমের চুক্তির মেয়াদ শেষ হবে আগামী ১৩ ডিসেম্বর। বর্তমানে বিশ্বব্যাংকে বাংলাদেশের বিকল্প নির্বাহী পরিচালক হিসেবে দায়িত্ব পালন করছেন সাবেক মন্ত্রিপরিষদ সচিব মোশাররফ হোসেন ভুঁইয়া। অর্থমন্ত্রী জানিয়েছেন, বিশ্বব্যাংকের ওয়াশিংটনের প্রধান কার্যালয়ে বিকল্প নির্বাহী পরিচালকের দায়িত্ব পাচ্ছেন মন্ত্রিপরিষদ সচিব মোহাম্মদ শফিউল আলম। আগামী তিন বছরের জন্য তিনি এ নিয়োগ পাচ্ছেন। আর সেতু বিভাগের সিনিয়র সচিব খন্দকার আনোয়ারুল ইসলাম ক্যাবিনেট সচিব (মন্ত্রিপরিষদ সচিব) হিসেবে নিয়োগ পেতে যাচ্ছেন। এ সময় উপস্থিত মন্ত্রিপরিষদ সচিব শফিউল আলম বলেন, তার (আনোয়ারুল ইসলামের নিয়োগ) সবকিছু চূড়ান্ত। তবে কিছু প্রক্রিয়া রয়েছে, প্রক্রিয়া শেষ হলেই তার নিয়োগ চূড়ান্ত হবে।
ফিচার বিজ্ঞাপন
চায়না ভিসা (বিজনেসম্যান)
Kolkata – Gangtok (Sikkim) 5D/4N
কুনমিং ৪ দিন ৩ রাত
প্রাসঙ্গিক কথাঃ “ঢাকা বৃত্তান্ত”প্রচলিত অর্থে কোন সংবাদ মাধ্যম বা অনলাইন নিউজ সাইট নয়। এখানে প্রকাশিত কোন ফিচারের সাথে সংবাদ মাধ্যমের মিল খুঁজে পেলে সেটি শুধুই কাকতাল মাত্র। এখানে থাকা সকল তথ্য ফিচার কেন্দ্রীক ও ইন্টারনেট থেকে সংগ্রহীত। “ঢাকায় থাকি”কর্তৃপক্ষ বিশ্বাস করে এসব তথ্য একত্রিত করার ফলে তা ঢাকাবাসীকে সাহায্য করছে ও করবে। আসুন সবাই আমাদের এই প্রিয় ঢাকা শহরকে সুন্দর ও বাসযোগ্য করে গড়ে তুলি। আমরা সবাই সচেতন, দায়িত্বশীল ও সুনাগরিক হিসাবে নিজেকে প্রতিষ্ঠিত করি।
কুইক সেল অফার
শক্তিশালী ইলেকট্রিক গ্রাইন্ডারের দাম জেনে নিন৯২১ বার পড়া হয়েছে





