নারায়ণগঞ্জে ২৩ শর্তে নতুন করে আরও একটি বেসরকারি বিশ্ববিদ্যালয়ের অনুমোদন দেয়া হয়েছে। বিশ্ববিদ্যালয়টির নাম হচ্ছে- ‘ইউনিভার্সিটি অব স্কিল এনরিচমেন্ট অ্যান্ড টেকনোলজি ট্রাস্ট’।

গত ২৯ আগস্ট শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের যুগ্মসচিব সৈয়দ আলী রেজা স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এটি অনুমোদন দেয়া হয়।

অনুমোদনে বলা হয়েছে, বেসরকারি বিশ্ববিদ্যালয় আইন এর ৬ ধারা অনুযায়ী ২৩ শর্তে পূরণ সাপেক্ষে ‘ইউনিভার্সিটি অব স্কিল এনরিটমেন্ট অ্যান্ড টেকনোলজি’ সাময়িক অনুমতি দেয়া হয়েছে।

বিশ্ববিদ্যালয়টির ঠিকানা হিসেবে ব্যবহার করা হয়েছে সামাদবানু টাওয়ার, প্লট ২৯৮-২৯৯, উপজেলা-সিদ্ধিরগঞ্জ, জেলা নারায়ণগঞ্জ। এ নিয়ে বেসরকারি বিশ্ববিদ্যালয়ের সংখ্যা দাঁড়ালো ১০৫-এ।

ফিচার বিজ্ঞাপন

সিঙ্গাপুর ভিসা (চাকুরীজীবী)

মূল্য: ১০,০০০ টাকা

Maldives (Centara Ras Fushi Resort & Spa) 3D/2N

মূল্য: ৫৯,৯০০ টাকা

২৩টি শর্তে এটি সাময়িক অনুমোদন দেয়া হয়। তার মধ্যে রয়েছে- বেসরকারি বিশ্ববিদ্যালয়ের সব আইন মেনে চলা, ২৫ হাজার বর্গফুট ভাড়া অথবা নিজস্ব ভবন, বিদ্যালয়ে ন্যূনতম তিনটি অনুষদ এবং তার অধীনে ছয়টি বিভাগ চালু থাকা, উল্লেখিত ঠিকানা ক্যাম্পাসের বাইরে কোনো কার্যক্রম পরিচালনা না করা, অন্য কোনো বিশ্ববিদ্যালয় অথবা প্রতিষ্ঠানের কর্মরত শিক্ষক নিয়োগের ক্ষেত্রে তার মূল নিয়োগকারী প্রতিষ্ঠানের ছাড়পত্র গ্রহণ করা, বিদেশি শিক্ষক অথবা বিশেষজ্ঞ ও কর্মকর্তা নিয়োগের ক্ষেত্রে সরকারি বিধান অনুসরণ করাসহ বিভিন্ন শর্ত জুড়ে দেয়া হয়েছে।

জানা গেছে, ব্যাঙ্গের ছাতার মতো গজিয়ে উঠার কারণে বর্তমান সরকার ঢাকা মহানগরে নতুন করে আর কোনো বেসরকারি বিশ্ববিদ্যালয়ের অনুমোদন না দেয়ার নীতিগত সিদ্ধান্ত নেয়। এরপরও রাজনৈতিক প্রভাবে ঢাকাসহ এর পাশবর্তী এলায় নতুন করে বিশ্ববিদ্যালয় গড়ে উঠছে।

প্রাসঙ্গিক কথাঃ “ঢাকা বৃত্তান্ত”প্রচলিত অর্থে কোন সংবাদ মাধ্যম বা অনলাইন নিউজ সাইট নয়। এখানে প্রকাশিত কোন ফিচারের সাথে সংবাদ মাধ্যমের মিল খুঁজে পেলে সেটি শুধুই কাকতাল মাত্র। এখানে থাকা সকল তথ্য ফিচার কেন্দ্রীক ও ইন্টারনেট থেকে সংগ্রহীত। “ঢাকায় থাকি”কর্তৃপক্ষ বিশ্বাস করে এসব তথ্য একত্রিত করার ফলে তা ঢাকাবাসীকে সাহায্য করছে ও করবে। আসুন সবাই আমাদের এই প্রিয় ঢাকা শহরকে সুন্দর ও বাসযোগ্য করে গড়ে তুলি। আমরা সবাই সচেতন, দায়িত্বশীল ও সুনাগরিক হিসাবে নিজেকে প্রতিষ্ঠিত করি।

কুইক সেল অফার

পূর্বাচল আমেরিকান সিটি | জীবনের সমস্ত আয়োজন এখানে অপেক্ষা করছে

পূর্বাচল আমেরিকান সিটি | জীবনের সমস্ত ...



৬৩৯ বার পড়া হয়েছে