এসিআই মোটরস – ইয়ামাহা মোটরসাইকেল বাংলাদেশ নিয়ে আসতে যাচ্ছে নতুন এক অফার, এই অফারটি হচ্ছে ইয়ামাহা “Yamaha Exchange Festival” । এই ফেস্টিভ্যালে আপনি আপনার মোটরসাইকেল দিয়ে কিছু শর্ত পূরনের মাধ্যমে হয়ে যেতে পারেন আপনার পছন্দের ইয়ামাহা মোটরসাইকেলের গর্বিত মালিক ।

আগামী ২৫ এবং ২৬ অক্টোবর দুইদিন জুড়ে তেজগাঁও বিজি প্রেস মাঠে ইয়ামাহা নিয়ে এলো আপনার বর্তমান বাইকটির বদলে স্বপ্নের ইয়ামাহা বাইক লুফে নেয়ার এক্সচেঞ্জ ফেস্টিভ্যাল।

আপনার বর্তমান বাইকটি এক্সচেঞ্জ করে Yamaha R15 V3 কিংবা MT15 নিলে পাচ্ছেন বর্তমান মূল্যের উপরে ৫,০০০ টাকা ছাড় । এছাড়া Yamaha FZ কিংবা FZS FI V3 নিলে পাচ্ছেন ৩,০০০ টাকা ছাড় । অন্য দিকে ইয়ামাহা এর কমিউটার মোটরসাইকেল Saluto 125cc নিলে পাচ্ছেন ২,০০০ টাকা ছাড়, এর সাথে স্কুটার সেগমেন্টে Ray ZR Street Rally নিলে পাচ্ছেন ২,০০০ টাকা ছাড়!

আপনার বর্তমান বাইকটি যদি ইয়ামাহাই হয়ে থাকে তবে সেক্ষেত্রে আপনি পাবেন আরো অতিরিক্ত ১,০০০ টাকা ছাড় । এছাড়াও সকল ক্রেতার জন্য এক্সচেঞ্জ অফারের সাথে চলতি মাসের রেগুলার অফার প্রযোজ্য হবে।

এক্সচেঞ্জ অফার এর শর্ত প্রক্রিয়া ও নিয়মাবলীঃ

  • এক্সচেঞ্জ ফেস্টিভ্যালে অনলাইনে রেজিস্ট্রেশন করে আসলে বুথে আপনার মোবাইল নাম্বারটি ভেরিফিকেশনের মাধ্যমে সরাসরি টোকেন সংগ্রহ করতে পারবেন।

রেজিস্ট্রেশন লিংকঃ রেজিস্ট্রেশন করার জন্য এখানে ক্লিক করুন>>

অন্যথায় এক্সচেঞ্জ ফেস্টিভ্যাল স্পটে আপনার বিস্তারিত তথ্য দিয়ে রেজিস্ট্রেশন করে টোকেন নিতে হবে।

  • ইভেন্টের দিন যে বাইকটি এক্সচেঞ্জ করতে চান সেই বাইকটি নিজে নিয়ে আসতে হবে, বাইকের সকল কাগজপত্রসহ। শুধুমাত্র ঢাকা মেট্রোর রেজিস্ট্রিকৃত বাইক এক্সচেঞ্জ অফারের আওতায় পড়বে।
  • রেজিস্ট্রেশন বুথ থেকে টোকেন সংগ্রহের পর, ইভেন্টের বাইক ইন্সপেকশন টিম আপনার বাইকটি সঠিকভাবে পরীক্ষার পর তা নিলাম সেকশনে পাঠাবে।
  • ইয়ামাহা এক্সচেঞ্জ ফেস্টিভ্যালে ঢাকার স্বনামধন্য বাইক রিসেলারগণ অংশগ্রহণ করবেন এবং নিলাম সেকশনে যেকোনো একজন রিসেলার আপনার বাইকটি নিলামের মাধ্যমে সেরা দামে ক্রয় করবেন এবং ক্রয়কৃত মূল্য বাইকের বুকিং হিসেবে রাখা হবে।
  • আপনার পছন্দের ইয়ামাহা বাইকটি ক্রয় করতে বাকি যত টাকা প্রয়োজন, তা ডিলার পয়েন্ট থেকে বাইক ডেলিভারির সময় পরিশোধ করতে হবে এবং আপনার জন্য আপনার পছন্দের বাইকের উল্লেখিত ছাড় প্রযোজ্য হবে।

ইয়ামাহা এর এই “Yamaha Exchange Festival” অফারটি শুধু মাত্র ২৫ ও ২৬ অক্টোবর তারিখের জন্য। আশা করা যাচ্ছে এবার বাইকাররা তাদের পছন্দের ইয়ামাহা বাইকটি নিজের করে নিতে পারবেন ।

প্রাসঙ্গিক কথাঃ “ঢাকা বৃত্তান্ত”প্রচলিত অর্থে কোন সংবাদ মাধ্যম বা অনলাইন নিউজ সাইট নয়। এখানে প্রকাশিত কোন ফিচারের সাথে সংবাদ মাধ্যমের মিল খুঁজে পেলে সেটি শুধুই কাকতাল মাত্র। এখানে থাকা সকল তথ্য ফিচার কেন্দ্রীক ও ইন্টারনেট থেকে সংগ্রহীত। “ঢাকায় থাকি”কর্তৃপক্ষ বিশ্বাস করে এসব তথ্য একত্রিত করার ফলে তা ঢাকাবাসীকে সাহায্য করছে ও করবে। আসুন সবাই আমাদের এই প্রিয় ঢাকা শহরকে সুন্দর ও বাসযোগ্য করে গড়ে তুলি। আমরা সবাই সচেতন, দায়িত্বশীল ও সুনাগরিক হিসাবে নিজেকে প্রতিষ্ঠিত করি।



৫৬২ বার পড়া হয়েছে