বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের সম্প্রতি কেনা একটি বোয়িং ৭৮৭-৯ ড্রিমলাইনার ১৭ নভেম্বর থেকে ২১ শে নভেম্বর ২০১৯ পর্যন্ত অনুষ্ঠিতব্য দুবাই এয়ার শো-কে আলোকিত করবে।
আন্তর্জাতিক পর্যায়ে সক্ষমতা অর্জনের লক্ষ্যে, জাতীয় পতাকাবাহী সংস্থা বিমান বোয়িং-এর সাথে অক্টোবর ২০১৯-এ দুটি নতুন বোয়িং ৭৮৭-৯ ড্রিমলাইনার জন্য একটি চুক্তি স্বাক্ষর করেছে, যা ডিসেম্বর ২০১৯-এ বিমান বহরে সংযোজিত হবে। বিমানে ইতোমধ্যে চারটি বোয়িং৭৮৭-৮ ড্রিমলাইনার বহরে যুক্ত হয়েছে।
বিমানের ৭৮৭-৯ উড়োজাহাজ-এ তিন-শ্রেণীর স্ট্যান্ডার্ড কনফিগারেশনে ২৯৮ জন যাত্রী বহনসহ একটানা ৭,৫৩০ নটিক্যাল মাইল উড়তে পারে এবং পুরনো বিমানের তুলনায় ২৫ শতাংশ পর্যন্ত জ্বালানি খরচ এবং নির্গমন হ্রাস করতে পারে ।
ফিচার বিজ্ঞাপন
ফিলিপাইন ভিসা প্রসেসিং (চাকুরীজীবী)
ইস্তানবুল ও কাপাডোসিয়া ৫দিন ৪ রাত
Cairo-Alexandria-Aswan & Luxor 8D/7N
বিমান এই দুটি নতুন ড্রিমলাইনার উড়োজাহাজ দ্বারা আগামী ০৫ জানুয়ারী ২০১৯ থেকে দুটি ইউরোপীয় গন্তব্য ম্যানচেস্টার এবং হিথ্রোর রুটে পরিচালিত করবে।প্রতিযোগিতামূলক আর্ন্তজাতিক এভিয়েশন শিল্পে অংশীদারিত্ব বাড়ানোসহ সর্বোচ্চ গ্রাহকের সন্তুষ্টি ও স্বাচ্ছন্দ্য অর্জন করাই হচ্ছে বিমানের লক্ষ্য।
প্রাসঙ্গিক কথাঃ “ঢাকা বৃত্তান্ত”প্রচলিত অর্থে কোন সংবাদ মাধ্যম বা অনলাইন নিউজ সাইট নয়। এখানে প্রকাশিত কোন ফিচারের সাথে সংবাদ মাধ্যমের মিল খুঁজে পেলে সেটি শুধুই কাকতাল মাত্র। এখানে থাকা সকল তথ্য ফিচার কেন্দ্রীক ও ইন্টারনেট থেকে সংগ্রহীত। “ঢাকায় থাকি”কর্তৃপক্ষ বিশ্বাস করে এসব তথ্য একত্রিত করার ফলে তা ঢাকাবাসীকে সাহায্য করছে ও করবে। আসুন সবাই আমাদের এই প্রিয় ঢাকা শহরকে সুন্দর ও বাসযোগ্য করে গড়ে তুলি। আমরা সবাই সচেতন, দায়িত্বশীল ও সুনাগরিক হিসাবে নিজেকে প্রতিষ্ঠিত করি।
৪৭৬ বার পড়া হয়েছে