সাভারের গেন্ডা বাসস্ট্যান্ড এলাকায় ঢাকা-আরিচা মহাসড়কের আজ সোমবার সকাল থেকে উচ্ছেদ অভিযান চালাচ্ছে সড়ক ও জনপথ (সওজ) বিভাগ। সড়কের উভয় পাশে এ পর্যন্ত পাঁচ শতাধিক অবৈধ স্থাপনা গুঁড়িয়ে দেওয়া হয়েছে। অভিযান চলছে।

অভিযানে নেতৃত্ব দিচ্ছেন সওজের স্টেট ও আইন কর্মকর্তা মাহবুবুর রহমান ফারুকী।

এ ব্যাপারে মাহবুবুর রহমান ফারুকী প্রথম আলোকে বলেন, যোগাযোগ মন্ত্রণালয় ও উচ্চ আদালতের আদেশে মহাসড়কের উভয় পাশের সব অবৈধ স্থাপনা উচ্ছেদে অভিযান চলছে। অভিযানের অংশ হিসেবে সাভারের গেন্ডা বাসস্ট্যান্ড এলাকায় এই অভিযান চালানো হয়। মূলত আগামী ১৬ ডিসেম্বরকে সামনে রেখে এ অভিযান চালানো হচ্ছে। আজ ও কাল মঙ্গলবার এ অভিযান চলবে।

ফিচার বিজ্ঞাপন

পানাম সিটি প্রাইভেট ডে লং ট্যুর

মূল্য: ৯০০ টাকা জন প্রতি

প্রাসঙ্গিক কথাঃ “ঢাকা বৃত্তান্ত”প্রচলিত অর্থে কোন সংবাদ মাধ্যম বা অনলাইন নিউজ সাইট নয়। এখানে প্রকাশিত কোন ফিচারের সাথে সংবাদ মাধ্যমের মিল খুঁজে পেলে সেটি শুধুই কাকতাল মাত্র। এখানে থাকা সকল তথ্য ফিচার কেন্দ্রীক ও ইন্টারনেট থেকে সংগ্রহীত। “ঢাকায় থাকি”কর্তৃপক্ষ বিশ্বাস করে এসব তথ্য একত্রিত করার ফলে তা ঢাকাবাসীকে সাহায্য করছে ও করবে। আসুন সবাই আমাদের এই প্রিয় ঢাকা শহরকে সুন্দর ও বাসযোগ্য করে গড়ে তুলি। আমরা সবাই সচেতন, দায়িত্বশীল ও সুনাগরিক হিসাবে নিজেকে প্রতিষ্ঠিত করি।



৬৩৫ বার পড়া হয়েছে