Uttara Motors Ltd বাংলাদেশের অন্যতম সবচেয়ে বড় মোটরসাইকেল ব্র্যান্ড । প্রতি বছর সেলস এর দিক থেকে তারা অনেকের চেয়ে এগিয়ে রয়েছে । উত্তরা মোটরস লিমিটেড দিচ্ছে Bajaj Discover 110 মোটরসাইকেলে ৮০০০/- টাকা পর্যন্ত ডিস্কাউন্ট । ডিস্কাউন্ট দেয়ার পর বাজাজ ডিস্কভার ১১০ এর বর্তমান দাম ১১১,৫০০/- টাকা । এই অফারটি পুরো বাংলাদেশ জুড়ে বাজাজের সকল শোরুমে পাওয়া যাবে, আর এই অফারটি খুব সীমিত সময়ের জন্য চলবে ।
২০০৩ সালে প্রথম বারের মত বাজাজ ডিস্কভার বাইকটি বাজারে নিয়ে আসে । বাইকটি নিয়ে আসার অন্যতম কারন হচ্ছে সেই সমস্ত কাস্টোমারদের টার্গেট করে নিয়ে আসা হয়েছে যারা একটী স্টাইলিশ কমিউটার বাইক রাইড করতে চান । এই ডিস্কভার সিরিজটি ১০০ থেকে ১৫০সিসি সেগমেন্টকে টার্গেট করে তৈরি করা হয়েছে ।
বাজাজ এখন পর্যন্ত ডিস্কভারের কোর ডিজাইন একই রকম রেখেছে । তারা বাইকটিতে দিয়েছে ১১৫সিসি এয়ার কুল্ড ইঞ্জিন । এর ইঞ্জিন থেকে 8.4 BHP @ 7000 RPM এবং 9.81 NM @ 5000 RPM টর্ক পর্যন্ত ক্ষমতা উৎপন্ন করে থাকে । এছাড়া ইঞ্জিনটি হচ্ছে SOHC এবং DTS-i টেকনোলজি যুক্ত । বাইকটিতে সেলস এবং কিক দুই ধরনের স্টার্ট দেয়া হয়েছে । ইঞ্জিনের সাথে ৪ স্পিড গিয়ার বক্স যুক্ত করা হয়েছে ।
তাহলে Bajaj Discover 110 বাইকটিতে নতুন কি রয়েছে? বাজাজ স্পিডোমিটারটি আপডেট করেছে । যাতে দেয়া হয়েছে একটি ডিজিটাল ওডো এবং তার সাথে একটি এনালগ রেভ কাউন্টার । এছাড়া হেড লাইটের সাথে দুপাশে ৬টি এলইডি DRL দেয়া হয়েছে । বাইকের রিম গুলো এলয় রিম । বাইকটির ওজন হচ্ছে ১২০কেজি এবং ফুয়েল ট্যাঙ্কে ৮ লিটার ফুয়েল নেয়া যায় ।
ফিচার বিজ্ঞাপন
Day Long Package
USA Visa (for Businessman)
US Visa for Retired Person
ব্রেকিং এর জন্য এই বাইকে দেয়া হয়েছে ১৩০মিমি ফ্রন্ট ডিস্ক ব্রেক ও ১১০মিমি রেয়ার ড্রাম ব্রেক । বাংলাদেশের ডিস্কভারের জনপ্রিয়তার অন্যতম কারন হচ্ছে এর বাইকটির সাসপেনশন । সামনের দিকে দেয়া হয়েছে ১৪০মিমি ট্রাভেল টেলিস্কোপিক সাসপেনশন এবং রেয়ার সাসপেনশন হচ্ছে নাইট্রোক্স(গ্যাস ফিল্ড) ১২০মিমি ট্রাভেল সাসপেনশন ।
উত্তরা মোটরস লিমিটেড গত বছর কয়েকটি নতুন বাইক লঞ্চ করেছে, তাদের মধ্যে অন্যতম হচ্ছে Bajaj Pulsar NS160 Fi with ABS । এছাড়া তারা গতবার প্রথম বারের মত বাংলাদেশে আয়োজন করেছিল Pulsar Stunt Mania । বর্তমানে মোটরসাইকেল মার্কেট অনেক বেশি প্রতিযোগীতাপূর্ন ৮০০০/- টাকার ডিস্কাউন্ট বাজাজ কে তাদের প্রতিধন্ধিদের থেকে কিছুটা হলেও এগিয়ে রাখবে । ধন্যবাদ ।
প্রাসঙ্গিক কথাঃ “ঢাকা বৃত্তান্ত”প্রচলিত অর্থে কোন সংবাদ মাধ্যম বা অনলাইন নিউজ সাইট নয়। এখানে প্রকাশিত কোন ফিচারের সাথে সংবাদ মাধ্যমের মিল খুঁজে পেলে সেটি শুধুই কাকতাল মাত্র। এখানে থাকা সকল তথ্য ফিচার কেন্দ্রীক ও ইন্টারনেট থেকে সংগ্রহীত। “ঢাকায় থাকি”কর্তৃপক্ষ বিশ্বাস করে এসব তথ্য একত্রিত করার ফলে তা ঢাকাবাসীকে সাহায্য করছে ও করবে। আসুন সবাই আমাদের এই প্রিয় ঢাকা শহরকে সুন্দর ও বাসযোগ্য করে গড়ে তুলি। আমরা সবাই সচেতন, দায়িত্বশীল ও সুনাগরিক হিসাবে নিজেকে প্রতিষ্ঠিত করি।
কুইক সেল অফার
Online Shopping BD (Facebook Live)৬২৬ বার পড়া হয়েছে