বেসরকারি বিমান পরিবহন ও পর্যটন প্রতিমন্ত্রী মো. মাহবুব আলী বলেছেন, বিমান বাংলাদেশকে মানসম্পন্ন ও যুগোপযোগী করতে সরকার নানা উদ্যোগ নিয়েছে। শিগগির সিলেট-লন্ডন সরাসরি ফ্লাইট চালু করা হবে বলেও জানান তিনি।
রোববার (২৬ জানুয়ারি) সিলেট জেলা আইনজীবী সমিতির নেতাদের সঙ্গে মতবিনিময় সভায় তিনি এ কথা বলেন।
প্রতিমন্ত্রী আরো বলেন, আমি একজন আইনজীবী পরিবারের সন্তান। সে হিসেবে আইনজীবীদের সঙ্গে দেখা-সাক্ষাৎ করতে এসেছি। সবার সঙ্গে পরিচিত হতে এসেছি। আমার অনেক নবীন-প্রবীণ বন্ধু রয়েছেন আইন পেশায়। এ কারণে সবার সঙ্গে দেখা করতেই এই আগমন।
প্রতিমন্ত্রী বলেন, দেশের সব বিমানবন্দর নেটওয়ার্কের আওতায় আনা হয়েছে। তাই বিমানবন্দরে কোনো ধরনের অনিয়ম ও যাত্রী হয়রানি বরদাশত করা হবে না। বিমানের উন্নয়নে সরকার কঠোর অবস্থানে আছে। তাই কেউ অনিয়ম করলে তার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।
ফিচার বিজ্ঞাপন
চায়না ভিসা (বিজনেসম্যান)
বেইজিং ও কুনমিং ৭ দিন ৬ রাত
বালি আটি জমিদার বাড়ি প্রাইভেট ডে লং ট্যুর
প্রাসঙ্গিক কথাঃ “ঢাকা বৃত্তান্ত”প্রচলিত অর্থে কোন সংবাদ মাধ্যম বা অনলাইন নিউজ সাইট নয়। এখানে প্রকাশিত কোন ফিচারের সাথে সংবাদ মাধ্যমের মিল খুঁজে পেলে সেটি শুধুই কাকতাল মাত্র। এখানে থাকা সকল তথ্য ফিচার কেন্দ্রীক ও ইন্টারনেট থেকে সংগ্রহীত। “ঢাকায় থাকি”কর্তৃপক্ষ বিশ্বাস করে এসব তথ্য একত্রিত করার ফলে তা ঢাকাবাসীকে সাহায্য করছে ও করবে। আসুন সবাই আমাদের এই প্রিয় ঢাকা শহরকে সুন্দর ও বাসযোগ্য করে গড়ে তুলি। আমরা সবাই সচেতন, দায়িত্বশীল ও সুনাগরিক হিসাবে নিজেকে প্রতিষ্ঠিত করি।
৬৪৫ বার পড়া হয়েছে





