দেশে গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে আক্রান্ত রোগী শনাক্তের সংখ্যা আগের দিনের তুলনায় কমেছে। তবে এই সময়ে মৃত্যুর সংখ্যা বেড়েছে। গত ২৪ ঘণ্টায় ৯ জন করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন। একই সময় দেশে করোনায় আক্রান্ত ব্যক্তি শনাক্ত হয়েছেন ৩০৯ জন। এর মধ্য দিয়ে দেশে প্রায় ৫ হাজার লোকের করোনা শনাক্ত হয়েছে।
দেশের ৬০টি জেলায় আক্রান্ত পাওয়া গেছে। সাতক্ষীরা, ঝিনাইদহ, খাগড়াছড়ি, রাঙামাটি জেলায় এখন পর্যন্ত কোনো করোনা রোগী শনাক্ত হয়নি।
দেশের করোনা পরিস্থিতি নিয়ে আজ শনিবার স্বাস্থ্য অধিদপ্তরের নিয়মিত অনলাইন ব্রিফিং দৈনিক সংবাদ বুলেটিনে এসব তথ্য জানানো হয়। গতকাল শুক্রবার থাকায় বেসরকারি হাসপাতালের পরীক্ষার হিসাব পাওয়া যায়নি বলে জানান সংস্থাটির অতিরিক্ত মহাপরিচালক নাসিমা সুলতানা। তিনি বলেন, দেশে অক্সিজেন সরবরাহের কোনো ঘাটতি নেই। উপজেলা পর্যায় পর্যন্ত প্রতিটি কোভিড–১৯ হাসপাতালে অক্সিজেন সরবরাহ আছে।
এর আগে শুক্রবার ৫০৩ জন নতুন শনাক্তের কথা জানানো হয়। ওই দিন মারা যান ৪ জন। ব্রিফিংয়ে বলা হয়, গত ২৪ ঘণ্টায় ৩ হাজার ৩৩৭টি নমুনা পরীক্ষা করা হয়। আগের দিন ৩ হাজার ৬৮৬টি নমুনা পরীক্ষা করা হয়েছিল। অর্থাৎ গত ২৪ ঘণ্টায় আগের দিনের তুলনায় কম নমুনা পরীক্ষা করা হয়েছে।
ফিচার বিজ্ঞাপন
বালি ৫দিন ৪ রাত
Dubai (City tour- Abu Dhabi- Burj Khalifa) 6D/5N
Ho chi minh -Hanoi – Halong Cruise 5D/4N
আজকের ব্রিফ্রিংয়ের তথ্য অনুযায়ী, দেশে করোনায় আক্রান্ত হয়ে মোট মারা গেছেন ১৪০ জন। আর মোট শনাক্তের সংখ্যা ৪ হাজার ৯৯৮। গত ৮ মার্চ দেশে প্রথম করোনায় আক্রান্ত ব্যক্তি শনাক্তের ঘোষণা আসে। আর ১৮ মার্চ করোনাভাইরাসে আক্রান্ত হয়ে প্রথম মৃত্যুর ঘটনা ঘটে।
যুক্তরাষ্ট্রের জনস হপকিন্স ইউনিভার্সিটি বলছে, শুক্রবার বেলা দুইটা পর্যন্ত বিশ্বজুড়ে ১৮৫টি দেশ ও অঞ্চলে ছড়িয়ে পড়া করোনাভাইরাসে আক্রান্ত শনাক্ত হয়েছে ২৮ লাখের বেশি মানুষ। আর এ ভাইরাসে আক্রান্ত হয়ে ১ লাখ ৯৭ হাজারের বেশি মানুষ মারা গেছেন।
প্রাসঙ্গিক কথাঃ “ঢাকা বৃত্তান্ত”প্রচলিত অর্থে কোন সংবাদ মাধ্যম বা অনলাইন নিউজ সাইট নয়। এখানে প্রকাশিত কোন ফিচারের সাথে সংবাদ মাধ্যমের মিল খুঁজে পেলে সেটি শুধুই কাকতাল মাত্র। এখানে থাকা সকল তথ্য ফিচার কেন্দ্রীক ও ইন্টারনেট থেকে সংগ্রহীত। “ঢাকায় থাকি”কর্তৃপক্ষ বিশ্বাস করে এসব তথ্য একত্রিত করার ফলে তা ঢাকাবাসীকে সাহায্য করছে ও করবে। আসুন সবাই আমাদের এই প্রিয় ঢাকা শহরকে সুন্দর ও বাসযোগ্য করে গড়ে তুলি। আমরা সবাই সচেতন, দায়িত্বশীল ও সুনাগরিক হিসাবে নিজেকে প্রতিষ্ঠিত করি।
কুইক সেল অফার
Online Shopping BD (Facebook Live)৩২১ বার পড়া হয়েছে