করোনাভাইরাসের সংক্রমণের মধ্যে বাংলাদেশ ছেড়েছেন কয়েক হাজার বিদেশি। এ পর্যন্ত ২০ দেশের নাগরিক বিশেষ চার্টার্ড ফ্লাইটে নিজ নিজ দেশে ফিরে গেছেন। এরমধ্যে রয়েছেন বাংলাদেশে দায়িত্ব পালনরত বিভিন্ন দেশের কূটনীতিক, শিক্ষার্থী, বাংলাদেশি বংশোদ্ভুত বিদেশি নাগরিক ও সংশ্লিষ্ট দেশগুলোর আবাসিক প্রতিনিধি ও তাদের পরিবারের সদস্য।

বাংলাদেশে করোনাভাইরাসের প্রকোপ শুরু হওয়ার পর গত ২৪ মার্চ থেকে বিদেশিদের দেশে ফিরে যাওয়ার আনুষ্ঠানিক প্রক্রিয়া শুরু হয়। ঢাকায় অবস্থিত বিভিন্ন দেশের দূতাবাসগুলো থেকে প্রাপ্ত তথ্যমতে, ২৪ মার্চ থেকে ১৪ মে পর্যন্ত ২০টি দেশের ৮ হাজার ৬২৪ জন বিদেশি ঢাকা ছেড়েছেন। করোনাভাইরাসের সংক্রমণ রোধে ২৫ মার্চ থেকে সরকার সাধারণ ছুটি ঘোষণা করে। এই সময়ে সব ধরনের আন্তর্জাতিক ফ্লাইট চলাচলের ওপর নিষেধাজ্ঞা আরোপ করা হয়। তাই সংশ্লিষ্ট দেশগুলোর দূতাবাসের উদ্যোগে বিশেষ চার্টার্ড ফ্লাইটের মাধ্যমে নিজ নিজ দেশের নাগরিকদের ফেরত নেওয়া হয়।

দূতাবাসগুলো জানায়, এই বিদেশি নাগরিকদের ফেরত পাঠানোর কাজে সর্বাত্মক সহযোগিতা করেছে বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয়, ইমিগ্রেশন ও বিমানবন্দর কর্তৃপক্ষ।

২৪ মার্চের আগেও করোনার প্রাদুর্ভাব জটিল হওয়ার আশঙ্কায় কয়েকটি দেশের কূটনীতিক নিজ ব্যবস্থায় পরিবারসহ দেশে ফিরে যান। তবে অনানুষ্ঠানিক প্রক্রিয়ায় সেসব যাত্রা হওয়ায় দূতাবাসগুলো এ বিষয়ে সঠিক তথ্য জানাতে পারেনি। সংশ্লিষ্টরা ধারণা করছেন, এই সংখ্যা শতাধিক।

বিদেশি কূটনীতিকদের ফেরত যাওয়ার বিষয়ে পররাষ্ট্রমন্ত্রী ড. একে আব্দুল মোমেন বলেন, ‘করোনার প্রকোপ এখন বিশ্বজুড়ে। পুরো বিশ্বকে স্থবির করে দিতে যাওয়া করোনাভাইরাসের কারণে সৃষ্ট পরিস্থিতি কাটিয়ে উঠতে সব দেশকে ঐক্যবদ্ধ হতে ও পরস্পরকে সাহায্য করতে আহ্বান জানায় বাংলাদেশ। তবে বিদেশের নাগরিকরা ফিরে যাচ্ছেন তাদের নিজ নিজ দেশের সরকারের আগ্রহের কারণে। আমাদের তারা আগ্রহের কথা জানায়, আমরা তাদের এ বিষয়ে সহযোগিতা করছি।’

ফিচার বিজ্ঞাপন

Maldives (Hulhumale Island) 3D/2N

মূল্য: ১৩,৯০০ টাকা

Email Marketing

মূল্য: ১৫,০০০ টাকা

মন্ত্রী বলেন, ‘পরিস্থিতি স্বাভাবিক হলে তারা সবাই আবার ফিরবেন। সংশ্লিষ্ট দেশ ও দূতাবাস আমাদের এই বিষয়ে জানিয়েছে। এমনকি অনেক দেশ থেকে বাংলাদেশিরাও ফেরত আসছেন। আমরা সেসব দেশের সঙ্গে কথা বলছি। পরিস্থিতি স্বাভাবিক হলে আমাদের অধিকাংশ নাগরিকও ফিরতে পারবেন।’

জানা গেছে, বিশেষ ফ্লাইটের মাধ্যমে এ পর্যন্ত সবচেয়ে বেশি দেশে ফিরেছেন ব্রিটিশ নাগরিকরা। মোট দশটি বিশেষ ফ্লাইটে দেশটির ২৬৪০ জন নাগরিক এ পর্যন্ত ঢাকা ছেড়েছেন। ব্রিটিশ নাগরিকদের দেশে ফেরানোর প্রথম ফ্লাইট ছিল গত ২১ এপ্রিল। এরমধ্যে একটি ফ্লাইটটি ছিল বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের। বাকি নয়টি ফ্লাইট পরিচালিত হয় ব্রিটিশ এয়ারলাইন্সের মাধ্যমে।

এদিকে, ঢাকায় অবস্থিত দেশটির দূতাবাস জানিয়েছে, আগামী ২০, ২৬ ও ৩১ মে আরও ৩টি বিশেষ ফ্লাইটে ৯০০ জন ব্রিটিশ নাগরিক ঢাকা ছাড়বেন।

প্রাসঙ্গিক কথাঃ “ঢাকা বৃত্তান্ত”প্রচলিত অর্থে কোন সংবাদ মাধ্যম বা অনলাইন নিউজ সাইট নয়। এখানে প্রকাশিত কোন ফিচারের সাথে সংবাদ মাধ্যমের মিল খুঁজে পেলে সেটি শুধুই কাকতাল মাত্র। এখানে থাকা সকল তথ্য ফিচার কেন্দ্রীক ও ইন্টারনেট থেকে সংগ্রহীত। “ঢাকায় থাকি”কর্তৃপক্ষ বিশ্বাস করে এসব তথ্য একত্রিত করার ফলে তা ঢাকাবাসীকে সাহায্য করছে ও করবে। আসুন সবাই আমাদের এই প্রিয় ঢাকা শহরকে সুন্দর ও বাসযোগ্য করে গড়ে তুলি। আমরা সবাই সচেতন, দায়িত্বশীল ও সুনাগরিক হিসাবে নিজেকে প্রতিষ্ঠিত করি।

কুইক সেল অফার

Online Shopping BD (Facebook Live)



২৭৭ বার পড়া হয়েছে