করোনাভাইরাসের কারণে বাংলা‌দে‌শে আট‌কে পড়া ৩৫০ জন কানাডিয়ান নাগরিক‌ ঢাকা ছেড়েছেন।

দেশটির দূতাবাস জানায়, সোমবার (১৮ মে) কাতার এয়ারওয়েজের একটি বিশেষ ফ্লাইটে তারা ঢাকা ত্যাগ করেন।

এ নিয়ে চারটি বিশেষ ফ্লাইটে দেশটির ১ হাজার ১৬১ জন নাগরিক ঢাকা ছেড়েছেন। করোনাভাইরাসের প্রাদুর্ভাবের মধ্যে বাংলাদেশ থেকে নিজ নিজ দেশে ফিরে যাওয়া বিদেশি নাগরিকদের মধ্যে তৃতীয় সর্বোচ্চ নাগরিক কানাডার।

ঢাকায় নিযুক্ত কানাডার হাইকমিশনার বেনোয়েট প্রিফন্টেইন এক বার্তায় জানিয়েছেন, কাতার এয়ারওয়েজের একটি বিশেষ ফ্লাইটে চতুর্থ দফায় ৩৫০ জন কানাডার নাগরিক হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর ছেড়ে যায়। ফ্লাইটটি টরেন্টো যাবে। কানাডার নাগরিকদের নিজ দেশে পৌঁছাতে সহায়তার জন্য তিনি বাংলাদেশ সরকার ও কাতার এয়ারওয়েজকে ধন্যবাদ জানান।

ফিচার বিজ্ঞাপন

Day Long Package

মূল্য: ৩,০০০ টাকা

কানাডার নাগরিকদের দেশে ফেরানোর জন্য প্রথম বিশেষ ফ্লাইট পরিচালিত হয় ১৪ এপ্রিল। কাতার এয়ারলাইন্সের বিশেষ ফ্লাইটে ফিরে যান ২১৪ কানাডিয়ান। এরপর ১৬ এপ্রিল দ্বিতীয় ফ্লাইটে ২৫৭ জন এবং ১০ মে তৃতীয় ফ্লাইটে ঢাকা ছাড়েন ৩৪০ জন।

প্রাসঙ্গিক কথাঃ “ঢাকা বৃত্তান্ত”প্রচলিত অর্থে কোন সংবাদ মাধ্যম বা অনলাইন নিউজ সাইট নয়। এখানে প্রকাশিত কোন ফিচারের সাথে সংবাদ মাধ্যমের মিল খুঁজে পেলে সেটি শুধুই কাকতাল মাত্র। এখানে থাকা সকল তথ্য ফিচার কেন্দ্রীক ও ইন্টারনেট থেকে সংগ্রহীত। “ঢাকায় থাকি”কর্তৃপক্ষ বিশ্বাস করে এসব তথ্য একত্রিত করার ফলে তা ঢাকাবাসীকে সাহায্য করছে ও করবে। আসুন সবাই আমাদের এই প্রিয় ঢাকা শহরকে সুন্দর ও বাসযোগ্য করে গড়ে তুলি। আমরা সবাই সচেতন, দায়িত্বশীল ও সুনাগরিক হিসাবে নিজেকে প্রতিষ্ঠিত করি।

কুইক সেল অফার

পূর্বাচল আমেরিকান সিটি | জীবনের সমস্ত আয়োজন এখানে অপেক্ষা করছে

পূর্বাচল আমেরিকান সিটি | জীবনের সমস্ত ...



৪১৪ বার পড়া হয়েছে