সাইকোলজিস্ট হল তাঁরা, যাঁদের সাইকোলজির উপর ডিগ্রি রয়েছে এবং যারা মানুষের আচার আচরণ বুঝতে পারদর্শী। বৈজ্ঞানিক মাধ্যমে তাঁরা মানুষের চিন্তাভাবনা, কাজ, ধারণা ইত্যাদি পড়াশুনা করেন। প্রমাণ-জড়িত পদ্ধতির মাধ্যমে তাঁরা মানুষের জীবনের নানা রকম সমস্যা, যেমন সম্পর্কের সমস্যা, অভিভাবকত্বের সমস্যা, বয়ঃসন্ধিকালের সমস্যা, জীবনধারা ও সাস্থের সমস্যা, অসুস্থতা ইত্যাদি সমস্যার সামাধান করতে সাহায্য করেন। তাঁরা তাঁদের চিকিৎসার মাধ্যমে মানুষের দুশ্চিন্তা, হতাশা, খারাপ খাদ্যাভ্যাস, মাদকাসক্তি সারিয়ে তোলার চেষ্টা করেন। 

যদিও তাঁদের কাজের বিষয়বস্তুগুলি এক, একজন সাইকোলজিস্ট মানুষকে বিভিন্ন ক্ষেত্রে সাহায্য করেন।

১। ক্লিনিকাল সাইকোলজিস্টঃচেষ্টা করেন মানুষের মনোরোগের সমস্যার সমাধান বের করার এবং তাঁদেরকে মানসিক ভাবে সুস্থ করে তোলার। অস্বাভাবিক কিছু মনোরোগের জন্য রোগীরা দুশ্চিন্তা ও হতাশাগ্রস্থ এবং মাদকাসক্ত হয়ে পড়তে পারেন।

২। কাউন্সেলরঃসে সব মানুষদেরকে নিয়ে কাজ করেন যাঁদের মানসিক অসুস্থতা দেখা যায়নি, তবে দেখা গেছে মানসিক সমস্যায় ভুগছেন। তাঁরা সেই সমস্যাগুলির কারণগুলি খুঁজে বার করেন যেমন একাকীত্ব, পূর্ববর্তী বা বর্তমান সম্পর্কের সমস্যা, বা আচরণগত সমস্যা, ইত্যাদি। তাঁরা মানুষকে সাহায্য করেন তাঁদের জীবনধারাকে বদলাতে এবং একটি নির্দিষ্ট পথে জীবনকে চালিত করেন।

৩। স্কুলের সাইকোলজিস্টঃশিশুদের বা তরুণদের সঙ্গে কাজ করে তাদেরকে নানা জিনিসপত্র শেখানো বা তাদের বিকাশের জন্য কাজ করেন। তাঁরা শিক্ষা প্রতিষ্ঠান বা প্রতিষ্ঠানের অন্তর্গত কোনও সংস্থায় কাজ করেন।

৪। ফরেনসিক সাইকোলজিস্ট: আইন সম্পর্ক দিকগুলির সাইকোলজিকাল বিষয়গুলি দেখার চেষ্টা করেন, যার মধ্যে রয়েছে অপরাধীর তদন্ত, অপরাধীর আচরণের মানসিক সমস্যাগুলি, এবং তাদের চিকিৎসার কাজ। তাঁদেরকে অপরাধীদের সাইকোলজিস্ট, আইনি সাইকোলজিস্ট বা ক্রিমিনোলজিস্টও বলা হয়।

৫। স্নায়ুগত-সাইকোলজিস্টঃতাঁরা মস্তিষ্ক ও স্নায়ুগত-মানসিক সম্পর্কের উপর কাজ করেন, যেমন দৃষ্টিশক্তি, স্মৃতিশক্তি, ও ঘ্রাণ। তাঁরা মানুষের পুনর্বাসন বা অন্যান্য মস্তিষ্কের আঘাত বা স্নায়ুগত সমস্যা যেমন স্ট্রোক, ডেমেনসিয়া, টিউমার সারিয়ে তুলতে সাহায্য করেন। 

ফিচার বিজ্ঞাপন

Singapore Tour with Universal Studio 4D/3N

মূল্য: ২৬,৯০০ টাকা

বৃত্তিমূলক সাইকোলজিস্টঃতাঁরা কর্মসংস্থানের কাজকর্ম ও সেখানকার কর্মীদের একাগ্রতা বাড়াতে সাহায্য করেন। এই সব সাইকোলজিস্টরা সংস্থার লোকজনের মনোবল বাড়াতে সাহায্য করেন, ভাল কর্মী নিয়োগ করতে সাহায্য করেন, নতুন কর্মপদ্ধতি গড়তে সাহায্য করেন, ভবিষ্যতের পরিকল্পনা করতে সাহায্য করেন। তাঁরা কর্মীদের জন্য নতুন মানসিক পরীক্ষা তৈরি করেন এবং কোনও ব্যক্তি কোন কাজে ভাল, সেটি নির্ণয় করতে সাহায্য করেন। 

সাইকোলজিকাল মুল্যায়ন মানে কি?

সাইকোলজিকাল বা মানসিক মুল্যায়ন হল সাইকোলজিস্ট দ্বারা করা একটি পরীক্ষা, যার মাধ্যমে তাঁরা মানুষ কি ভাবে, কিরকম আচরণ করেন, এই সব পরীক্ষা করেন। এটি করার বিভিন্ন উপায় আছে, যেমন সাক্ষাৎকার, মুল্যায়ন করা, বিশেষজ্ঞদের মাধ্যমে অন্য তথ্য জোগাড় করা ইত্যাদি।

বিঃদ্রঃএর মাধ্যমে বিভিন্ন পরীক্ষা নেওয়া হয়, এবং সেগুলির ফলাফল নিয়ে পরবর্তী কালে বিভিন্ন গবেষণা করা হয়।

প্রাসঙ্গিক কথাঃ “ঢাকা বৃত্তান্ত”প্রচলিত অর্থে কোন সংবাদ মাধ্যম বা অনলাইন নিউজ সাইট নয়। এখানে প্রকাশিত কোন ফিচারের সাথে সংবাদ মাধ্যমের মিল খুঁজে পেলে সেটি শুধুই কাকতাল মাত্র। এখানে থাকা সকল তথ্য ফিচার কেন্দ্রীক ও ইন্টারনেট থেকে সংগ্রহীত। “ঢাকায় থাকি”কর্তৃপক্ষ বিশ্বাস করে এসব তথ্য একত্রিত করার ফলে তা ঢাকাবাসীকে সাহায্য করছে ও করবে। আসুন সবাই আমাদের এই প্রিয় ঢাকা শহরকে সুন্দর ও বাসযোগ্য করে গড়ে তুলি। আমরা সবাই সচেতন, দায়িত্বশীল ও সুনাগরিক হিসাবে নিজেকে প্রতিষ্ঠিত করি।

কুইক সেল অফার

অবিশ্বাস্য দামে ব্রান্ডের ঘড়ির কিনুন

অবিশ্বাস্য দামে ব্রান্ডের ঘড়ির কিনু...



৪২৬ বার পড়া হয়েছে