বর্তমান ফ্ল্যাট বাড়িগুলোর বাথরুমগুলোতে এখন নানা রকমের বেসিন দেখা যায়। সিরামিক, এনামেল, গ্রানাইট, মার্বেল পাথর থেকে শুরু করে নান্দনিক পাথরের তৈরি বেসিন দেখা যায়।
স্থপতি তাসবীর শাতিল বলেন, ‘আধুনিক জীবনের দারুণ একটি অনুষঙ্গ বেসিন। বাথরুমের আকার ও আকৃতির ওপর নির্ভর করে পছন্দ করতে হবে বেসিন। পাশে প্রসাধনসামগ্রী রাখার জন্য তাক করে নিতে পারেন। আবার বেসিনের নিচের জায়গাটি ব্যবহার করতে সেখানেও ছোট আলমারির মতো কেবিনেট বানিয়ে নিতে পারেন। অল্প জায়গার জন্য অর্ধবৃত্তাকার ও কর্নার ধরনের বেসিন পাওয়া যায়।’
স্টেইনলেস স্টিলের বেসিনে মরিচা পড়ার ঝুঁকির কথা মাথায় রাখতে হবে। চলুন এক নজরে দেখে নিই বেসিন সম্পর্কে কিছু তথ্যঃ

নানা রঙের বেসিন
খুব সাধারণভাবে সাদা কিংবা ক্রিম রঙের বেসিন কেনার দিকেই আগ্রহ দেখা যায় ক্রেতাদের। বর্গাকার, গোল, ত্রিভুজাকৃতি, চতুর্ভুজাকৃতিসহ বিভিন্ন আকার ও ওজনের বেসিন বাজারে পাওয়া যায়। ঢাকার মিরপুর ১০ গোলচত্বরের বেসিন বিক্রেতা ইসমাইল হোসেন বলেন, ‘কেনার ক্ষেত্রে দামের দিকে বেশ খেয়াল রাখেন ক্রেতারা।’ আরএকে সিরামিকস, স্টার সিরামিকস, কোটো, লিফান, ব্র্যাভাটসহ দেশি-বিদেশি বিভিন্ন ব্র্যান্ডের নানান মডেলের বেসিন কিনতে পাওয়া যায়। কোনোটি শুধুই বেসিন, আবার কোনোটির সঙ্গে ক্যাবিনেটও পাওয়া যায়।

দাম যেমন
স্বাদ ও সাধ্যের মধ্যে দেশীয় বিভিন্ন বেসিনের দাম পড়বে ২ হাজার থেকে ১৭ হাজার টাকা। চীনের তৈরি সাধারণ বেসিনের দাম ২ হাজার থেকে ৫ হাজার টাকা। জার্মানি, থাইল্যান্ডসহ বিভিন্ন বিদেশি ব্র্যান্ডের বেসিনের দাম পড়ে ৪ হাজার থেকে ৩০ হাজার টাকা। কোনোটার দাম ৪০ হাজার থেকে ১ লাখ টাকা।

ফিচার বিজ্ঞাপন

Cambodia (Phnom Penh & Siem Reap) 6D/5N

মূল্য: 43,900 Taka

প্রাপ্তিস্থান
ঢাকার এলিফ্যান্ট রোড, গুলশান, সোনারগাঁও লিংক রোড (হাতিরপুল এলাকা), মিরপুর, প্রগতি সরণির বিভিন্ন দোকান ও ব্র্যান্ডশপ থেকে বেসিন কিনতে পারেন।

প্রাসঙ্গিক কথাঃ “ঢাকা বৃত্তান্ত”প্রচলিত অর্থে কোন সংবাদ মাধ্যম বা অনলাইন নিউজ সাইট নয়। এখানে প্রকাশিত কোন ফিচারের সাথে সংবাদ মাধ্যমের মিল খুঁজে পেলে সেটি শুধুই কাকতাল মাত্র। এখানে থাকা সকল তথ্য ফিচার কেন্দ্রীক ও ইন্টারনেট থেকে সংগ্রহীত। “ঢাকায় থাকি”কর্তৃপক্ষ বিশ্বাস করে এসব তথ্য একত্রিত করার ফলে তা ঢাকাবাসীকে সাহায্য করছে ও করবে। আসুন সবাই আমাদের এই প্রিয় ঢাকা শহরকে সুন্দর ও বাসযোগ্য করে গড়ে তুলি। আমরা সবাই সচেতন, দায়িত্বশীল ও সুনাগরিক হিসাবে নিজেকে প্রতিষ্ঠিত করি।

কুইক সেল অফার

অবিশ্বাস্য দামে ব্রান্ডের ঘড়ির কিনুন

অবিশ্বাস্য দামে ব্রান্ডের ঘড়ির কিনু...



১,৮৫৯ বার পড়া হয়েছে