বাংলাদেশে সুজুকি মোটরসাইকেলের অফিশিয়াল ডিস্ট্রিবিউটর হচ্ছে র‍্যাংকন মোটরবাইকস লিমিটেড। সম্প্রতি ঘোষণা করেছে সুজুকি মোটরসাইকেল ক্যাশব্যাক অফার জুন ২০২০। এই অফারে সুজুকি তাদের Suzuki Gixxer (Duel Disc) বাইকে দিচ্ছে ২০,০০০/- টাকার ক্যাশব্যাক।

গত দু মাস মহামারীর কারণে বাংলাদেশ অনেক কঠিন সময় পার করেছে। দু মাস পর অনেক অফিস আদালত খুলেছে এবং সেই সাথে পাবলিক ট্রান্সপোর্ট চালু হয়েছে। সরকার ঘোষণা করেছে যে পাবলিক ট্রান্সপোর্টের ক্ষেত্রে ৬০% ভাড়া বাড়বে এবং বাসে সীমিত আকারে যাত্রী পরিবহন করার কথা বলা হয়েছে। তাই অফিস টাইমে বাসে চড়াটা একটু কঠিন হয়ে যাবে। তাই মোটরসাইকেল থাকলে আপনি বাসের অনেক ইস্যু থেকে মুক্তি পেয়ে যাবেন।

সুজুকি জিক্সার ১৫০ সুজুকি বাংলাদেশের সবচেয়ে জনপ্রিয় মোটরসাইকেল। সবাই বাইকটি রেডি পিকাপ বা এক্সেলারেশন এবং সেই সাথে এর ব্রেকিং স্ট্যাবিলিটির কারনে অনেক পছন্দ করে থাকে। বর্তমানে সুজুকি জিক্সার ডুয়েল ডিস্ক বাইকটির দাম হচ্ছে ১,৭৯,৯৫০/- টাকা, যা আগে ছিল ১,৯৯,৯৫০/- টাকা।

শুধু মাত্র ডুয়েল ডিস্কের ক্ষেত্রে নয় সুজুকি ১০,০০০/- টাকার ক্যাশব্যাক দিচ্ছে সুজুকি জিক্সার সিঙ্গেল ডিস্কে। বাইকটির নতুন দাম হচ্ছে ১,৬৪,৯৫০/- টাকা, যা আগে ছিল ১,৭৪,৯৫০/- টাকা।

যেসব বাইকার সুজুকি জিক্সারের কিট ভার্সন মানে স্পোর্টস ভার্সনটি পছন্দ করেন তাদের চিন্তার কোন কারণ নেই। সুজুকি জিক্সার এসএফ বাইকটিতেও রয়েছে ১০,০০০/- টাকার ক্যাশব্যাক অফার। Suzuki Gixxer SF (Carburator) ভার্সনের দাম হচ্ছে ২,০৯,৯৫০/- টাকা এবং Suzuki Gixxer SF (Fi) ভার্সনের দাম হচ্ছে ২,১৯,৯৫০/- টাকা।

ফিচার বিজ্ঞাপন

Dubai (City tour- Abu Dhabi tour) 4D/3N

মূল্য: 16,900 Taka

Moscow & St.Petersburg 6D/5N

মূল্য: 145,000 Taka

বর্তমানে অনেক বাইকার আছেন যারা একটু আরামদায়ক ভাবে রাইড করতে চান। তাই তারা স্কুটার ব্যবহার করে থাকেন। সুজুকির ১২৫সিসি সেগমেন্টে রয়েছে Suzuki Access স্কুটার। স্কুটারটিতে দেয়া হয়েছে ডিস্ক ব্রেক এবং বর্তমানে এর দাম হচ্ছে ১,৪০,০০০/- টাকা, যা আগের দাম থেকে প্রায় ৩০,০০০/- টাকা কম।

এখন আসা যাক কমিউটার সেগমেন্টে বাইকে। বর্তমানে এই সেগমেন্টে বাইক বাংলাদেশে মোটরসাইকেল মার্কেটের ৬০% দখল করে আছে। সুজুকির বর্তমানে একটি মাত্র কমিউটার মোটরসাইকেল রয়েছে। বাইকটি হচ্ছে Suzuki Hayate, বাইকটির দুটি ভার্সন বর্তমানে পাওয়া যাচ্ছে। নরমাল এডিশনের দাম হচ্ছে ৮৪,৯৫০/- টাকা এবং স্পেশাল এডিশনের দাম হচ্ছে ৮৯,৯৫০/- টাকা। ধন্যবাদ।

প্রাসঙ্গিক কথাঃ “ঢাকা বৃত্তান্ত”প্রচলিত অর্থে কোন সংবাদ মাধ্যম বা অনলাইন নিউজ সাইট নয়। এখানে প্রকাশিত কোন ফিচারের সাথে সংবাদ মাধ্যমের মিল খুঁজে পেলে সেটি শুধুই কাকতাল মাত্র। এখানে থাকা সকল তথ্য ফিচার কেন্দ্রীক ও ইন্টারনেট থেকে সংগ্রহীত। “ঢাকায় থাকি”কর্তৃপক্ষ বিশ্বাস করে এসব তথ্য একত্রিত করার ফলে তা ঢাকাবাসীকে সাহায্য করছে ও করবে। আসুন সবাই আমাদের এই প্রিয় ঢাকা শহরকে সুন্দর ও বাসযোগ্য করে গড়ে তুলি। আমরা সবাই সচেতন, দায়িত্বশীল ও সুনাগরিক হিসাবে নিজেকে প্রতিষ্ঠিত করি।



৪৮২ বার পড়া হয়েছে