করোনায় একাডেমিক কার্যক্রম বন্ধ থাকায় অন্যান্য বিশ্ববিদ্যালয়ের মতো রাজশাহী বিশ্ববিদ্যালয়ের বিভাগগুলোর রেজাল্টও আটকে ছিল। তবে এই মহামারির মধ্যেও মাস্টার্সের ফলাফল দিয়ে রেকর্ড গড়ল রাবির লোক প্রশাসন বিভাগ। আর এতেই আশাবাদী অন্য বিভাগের শিক্ষার্থীরা।
মঙ্গলবার বিভাগটির মাস্টার্স-২০১৯ এর নন থিসিস বিভাগের ফলাফল প্রকাশ করা হয়েছে।
ফলাফল প্রকাশের বিষয়ে বিভাগটির সভাপতি অধ্যাপক সাজেদা আক্তার বলেন, আমাদের প্রায় সব কাজ করা ছিল। প্রশাসনিক ভবনের কিছু কাজ বাকি ছিল। ক্যাম্পাসের প্রশাসনিক কাজ যখন শুরু হলো তখন পরীক্ষা কমিটির সভাপতিসহ অন্যদের সঙ্গে যোগাযোগ করলাম। পরীক্ষা নিয়ন্ত্রক দফতরের যিনি দায়িত্বে ছিলেন তাকে নিয়ে আমরা বসি। প্রয়োজনীয় স্বাস্থ্য বিধি মেনেই বসেছিলাম। টেবুলেশন শিট এবং অন্যান্য কাজ সহজেই করতে পেরেছি।
অন্য বিভাগগুলোরও ফলাফল প্রকাশ সহজ হবে কিনা জানতে চাইলে তিনি বলেন, একটা পরীক্ষা কমিটিতে তিন থেকে চার জন শিক্ষক থাকেন। সামাজিক দূরত্ব মেনে নিয়ে তারা বসতে পারেন। উদ্যোগ নিলে ফলাফল প্রকাশ সম্ভব বলে জানান তিনি।
ফিচার বিজ্ঞাপন
ব্যাংকক-ফুকেট-ফিফি আইল্যান্ড-সাফারি ওয়ার্ল্ড ৬দিন ৫ রাত
Australia Visa (for Private Service Holder)
Dubai City tour- Dhow cruise- Desert safari- Burj Khalifa 6D/5N
এ বিষয়ে লোক প্রশাসন বিভাগের মাস্টার্সের পরীক্ষা কমিটির সভাপতি অধ্যাপক পারভেজ আজহারুল হক বলেন, করোনার আগেই আমাদের প্রায় সব কিছু করা হয়েছিল। রেজাল্ট তৈরির প্রক্রিয়া একটা কনফিডেনসিয়াল ইস্যু। তবে অফিস খুলেছে আর রেজাল্ট তৈরির আমাদের বিশ্ববিদ্যালয়ের যে প্রক্রিয়া তাতে অনলাইনে যোগাযোগ করে বাসায় বসেও ফল প্রকাশ করা সম্ভব। শিক্ষকদের এই ছোট্ট উদ্যোগ জরুরি বলে জানান তিনি।
প্রাসঙ্গিক কথাঃ “ঢাকা বৃত্তান্ত”প্রচলিত অর্থে কোন সংবাদ মাধ্যম বা অনলাইন নিউজ সাইট নয়। এখানে প্রকাশিত কোন ফিচারের সাথে সংবাদ মাধ্যমের মিল খুঁজে পেলে সেটি শুধুই কাকতাল মাত্র। এখানে থাকা সকল তথ্য ফিচার কেন্দ্রীক ও ইন্টারনেট থেকে সংগ্রহীত। “ঢাকায় থাকি”কর্তৃপক্ষ বিশ্বাস করে এসব তথ্য একত্রিত করার ফলে তা ঢাকাবাসীকে সাহায্য করছে ও করবে। আসুন সবাই আমাদের এই প্রিয় ঢাকা শহরকে সুন্দর ও বাসযোগ্য করে গড়ে তুলি। আমরা সবাই সচেতন, দায়িত্বশীল ও সুনাগরিক হিসাবে নিজেকে প্রতিষ্ঠিত করি।
কুইক সেল অফার
পূর্বাচল আমেরিকান সিটি | জীবনের সমস্ত আয়োজন এখানে অপেক্ষা করছেপূর্বাচল আমেরিকান সিটি | জীবনের সমস্ত ...
৩৪৩ বার পড়া হয়েছে





