শিক্ষামন্ত্রী দীপু মনি বলেছেন, বিনা মূল্যে নয়, স্বল্পমূল্যে শিক্ষার্থীদের জন্য ইন্টারনেট–সুবিধা নিশ্চিত করতে বিভিন্ন মোবাইল ফোন অপারেটরের সঙ্গে সরকার যোগাযোগ শুরু করেছে। আলোচনা ফলপ্রসূ হলে অচিরেই শিক্ষার্থীরা স্বল্পমূল্যে ইন্টারনেট–সুবিধা ভোগ করতে পারবে।
আজ সোমবার সন্ধ্যায় চাঁদপুর শহরের বেগম মসজিদসংলগ্ন একটি ভবনে আরটি–পিসিআর ল্যাব উদ্বোধন শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে দীপু মনি এ কথা বলেন। তিনি চাঁদপুর-৩ আসনের সাংসদ।
শিক্ষামন্ত্রী বলেন, করোনা পরিস্থিতির কারণে শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ থাকলেও শিক্ষার্থীরা ক্ষতির মুখে পড়বে না। তাদের যাতে কোনো ধরনের সমস্যা তৈরি না হয়, সেদিকে লক্ষ রেখেই সরকার নানাভাবে চিন্তাভাবনা করছে।
আরটি–পিসিআর ল্যাব উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন চট্টগ্রাম ভেটেরিনারি অ্যান্ড অ্যানিমেল সায়েন্স বিশ্ববিদ্যালয়ের উপাচার্য গৌতম বুদ্ধ দাশ। এ ছাড়া জেলা প্রশাসক মো. মাজেদুর রহমান খান, সিভিল সার্জন মো সাখাওয়াত উল্লাহ, শিক্ষামন্ত্রীর বড় ভাই চিকিৎসক জে আর ওয়াদুদসহ চিকিৎসক, রাজনৈতিক দলের নেতারা এতে উপস্থিত ছিলেন।
ফিচার বিজ্ঞাপন
Water Lodge
Maldives (Hulhumale Island) 3D/2N
Siliguri – Gangtok (Sikkim) 6D/5N
সিভিল সার্জন সাখাওয়াত উল্লাহ বলেন, সহযোগিতা নিয়ে শিক্ষামন্ত্রীর বাবা প্রয়াত ভাষাবীর এম ওয়াদুদ মেমোরিয়াল ট্রাস্ট ও চাঁদপুর মেডিকেল কলেজের যৌথ উদ্যোগে এবং চট্টগ্রাম ভেটেরিনারি অ্যান্ড অ্যানিমেল সায়েন্স বিশ্ববিদ্যালয়ের সহযোগিতায় ল্যাবটি স্থাপিত হয়। এতে আগামীকাল মঙ্গলবার থেকে করোনার নমুনা পরীক্ষা শুরু হবে। শুধু চাঁদপুর নয়, আশপাশের জেলার রোগীরাও এই সুবিধা পাবে। একই সঙ্গে প্রতিদিনের পরীক্ষার রিপোর্ট কয়েক ঘণ্টার মধ্যে পাওয়া যাবে বলে তিনি জানান।
Source: Prothomalo
প্রাসঙ্গিক কথাঃ “ঢাকা বৃত্তান্ত”প্রচলিত অর্থে কোন সংবাদ মাধ্যম বা অনলাইন নিউজ সাইট নয়। এখানে প্রকাশিত কোন ফিচারের সাথে সংবাদ মাধ্যমের মিল খুঁজে পেলে সেটি শুধুই কাকতাল মাত্র। এখানে থাকা সকল তথ্য ফিচার কেন্দ্রীক ও ইন্টারনেট থেকে সংগ্রহীত। “ঢাকায় থাকি”কর্তৃপক্ষ বিশ্বাস করে এসব তথ্য একত্রিত করার ফলে তা ঢাকাবাসীকে সাহায্য করছে ও করবে। আসুন সবাই আমাদের এই প্রিয় ঢাকা শহরকে সুন্দর ও বাসযোগ্য করে গড়ে তুলি। আমরা সবাই সচেতন, দায়িত্বশীল ও সুনাগরিক হিসাবে নিজেকে প্রতিষ্ঠিত করি।
কুইক সেল অফার
পূর্বাচল আমেরিকান সিটি | জীবনের সমস্ত আয়োজন এখানে অপেক্ষা করছেপূর্বাচল আমেরিকান সিটি | জীবনের সমস্ত ...
৩৪৯ বার পড়া হয়েছে





