করোনাভাইরাসের কারণে বিশ্ববিদ্যালয় বন্ধ থাকায় শিক্ষার্থীদের ক্ষতি ‘পুষিয়ে নিতে’ রোববার (৬ সেপ্টেম্বর) থেকে অনলাইন ক্লাস শুরু হচ্ছে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে (চবি)। তবে অধিকাংশ শিক্ষার্থী গ্রামের বাড়িতে অবস্থান করছেন। সেখানে দ্রুত গতির ইন্টারনেটের অভাবে অনলাইন ক্লাস থেকে বঞ্চিত হতে পারেন বলে শঙ্কা করছেন শিক্ষার্থীরা। এদিকে ইন্টারনেটের খরচের ব্যপারেও সিন্ধান্ত নেয়নি কর্তৃপক্ষ।

শিক্ষার্থীদের সঙ্গে কথা বলে জানা গেছে, বিশ্ববিদ্যালয় বন্ধ হওয়ার সঙ্গে সঙ্গে বাড়িতে ফিরে গেছেন শিক্ষার্থীরা। বিশ্ববিদ্যালয়ের অধিকাংশ শিক্ষার্থী মধ্যবিত্ত ও নিম্ন মধ্যবিত্ত পরিবারের সন্তান। অনেকের অনলাইনে ক্লাস করার ভালোমানের মোবাইল ডিভাইসও নেই। এছাড়া বিশ্ববিদ্যালয়ে পাহাড় ও সমতলে এমন দুর্গম অঞ্চলের শিক্ষার্থী আছেন যেসব এলাকায় মোবাইল নেটওয়ার্কই ঠিকমতো পৌঁছায়নি। যার ফলে তাদের অনলাইন ক্লাস করতে ব্যাঘাত ঘটতে পারে বলে জানিয়েছেন। অপরদিকে অনলাইন ক্লাসের জন্য দরকার মোবাইল ডিভাইস ও বিশাল ইন্টারনেট খরচ। তাই অসচ্ছল শিক্ষার্থীদের অনলাইন ক্লাসের জন্য এসব খরচ তাদের বহন করা সম্ভব হয়ে উঠবে না। ফলে একটা বৈষম্য তৈরি হবে বলে ধারণা শিক্ষার্থীদের।

এর আগে, বৃহস্পতিবার (২০ আগস্ট) করোনাভাইরাসের কারণে বিশ্ববিদ্যালয় বন্ধ থাকায় শিক্ষার্থীদের ক্ষতি ‘পুষিয়ে নিতে’ আগামী ৬ সেপ্টেম্বর থেকে অনলাইন ক্লাস শুরুর সিদ্ধান্ত নেয় চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (চবি)।

ফিচার বিজ্ঞাপন

Moscow & St.Petersburg 5D/4N

মূল্য: 114,000 Taka

Canada Visa for Businessman

মূল্য: 10,000 Taka

প্রাসঙ্গিক কথাঃ “ঢাকা বৃত্তান্ত”প্রচলিত অর্থে কোন সংবাদ মাধ্যম বা অনলাইন নিউজ সাইট নয়। এখানে প্রকাশিত কোন ফিচারের সাথে সংবাদ মাধ্যমের মিল খুঁজে পেলে সেটি শুধুই কাকতাল মাত্র। এখানে থাকা সকল তথ্য ফিচার কেন্দ্রীক ও ইন্টারনেট থেকে সংগ্রহীত। “ঢাকায় থাকি”কর্তৃপক্ষ বিশ্বাস করে এসব তথ্য একত্রিত করার ফলে তা ঢাকাবাসীকে সাহায্য করছে ও করবে। আসুন সবাই আমাদের এই প্রিয় ঢাকা শহরকে সুন্দর ও বাসযোগ্য করে গড়ে তুলি। আমরা সবাই সচেতন, দায়িত্বশীল ও সুনাগরিক হিসাবে নিজেকে প্রতিষ্ঠিত করি।

কুইক সেল অফার

১২৩০ বর্গফুটের দক্ষিণমুখি ফ্ল্যাট মাত্র ৩৭ লক্ষ টাকায়!

১২৩০ বর্গফুটের দক্ষিণমুখি ফ্ল্যাট মা...



৩৬২ বার পড়া হয়েছে