ভুল হ্যাঙ্গার নির্বাচন: সব হ্যাঙ্গার সমান হয় না। আকার, আকৃতি বা নির্মাণের উপাদানে ভিন্নতা থাকে। ভিন্নতা থাকে পোশাকের ধরনেও। সুতরাং সব পোশাকের জন্য একই আকার, আকৃতির হ্যাঙ্গার উপযুক্ত নয়। তাই, বিভিন্ন আকৃতির হ্যাঙ্গার সংগ্রহে রাখুন। স্টিলের হ্যাঙ্গার এড়িয়ে যেতে পারেন। কারণ এসব হ্যাঙ্গার পিচ্ছিল হওয়ায় কাপড়ের আকৃতি বিকৃত করতে পারে। এর পরিবর্তে কাঠের হ্যাঙ্গার ব্যবহার করতে পারেন। খুব ছোট হ্যাঙ্গার পোশাকে ভাঁজ তৈরি করে ফেলে আবার হ্যাঙ্গারের আকৃতি বড় হলে কলারযুক্ত পোশাকগুলো নষ্ট হয়।  

সোয়েটার ঝুলিয়ে রাখা: সোয়েটার বা উলের পোশাক কিংবা জার্সি সারাবছর ব্যবহারের প্রয়োজন হয় না। দীর্ঘ দিন এগুলো অব্যবহৃত থাকে। এগুলো ঝুলিয়ে রাখার ফলে কাপড়ের ক্ষতি হতে পারে। এর পরিবর্তে ওয়ারড্রোবের ড্রয়ারে ভাঁজ করে রাখতে পারেন। কিন্তু ওয়ারড্রোবের ড্রয়ার যদি ছোট হয়, তাহলে সেখানেও গাদাগাদি করে রাখবেন না।

প্যান্ট অর্ধেক ভাঁজ করে হ্যাঙ্গারে রাখা: প্যান্ট অর্ধেক ভাঁজ করে হ্যাঙ্গারে রাখবেন না। এতে প্যান্টে ভাঁজ পড়ে যায়, খাঁজ তৈরি হয় আর ছোট-বড় দাগ পড়ে। এসব ঝুঁকি থেকে রক্ষা করতে হ্যাঙ্গারে সোজাসুজি প্যান্টগুলো ঝুলিয়ে দিতে পারেন।

ফিচার বিজ্ঞাপন

Australia Visa (for Govt Service Holder)

মূল্য: 20,000 Taka

Maldives (Paradise Island-Beach Vila & Hulhumale) 3D/2N

মূল্য: ৩২,৯০০ টাকা

এক শার্টের ওপর আরেক শার্ট রাখা: অর্গানাইজিং এক্সপার্ট ম্যারি কন্ডো তার সর্বাধিক বিক্রিত বই ‘দ্য লাইফ চেঞ্জিং ম্যাজিক অব টাইডায়িং আপ’-এ উল্লেখ করেছেন, জামাকাপড় একটির ওপর আরেকটি রাখার পরিবর্তে ফাইল ক্যাবিনেটের ফাইলগুলোর মতো সারি করে উলম্ব বা খাড়াভাবে ভাঁজ করে রাখা উচিত।

প্রাসঙ্গিক কথাঃ “ঢাকা বৃত্তান্ত”প্রচলিত অর্থে কোন সংবাদ মাধ্যম বা অনলাইন নিউজ সাইট নয়। এখানে প্রকাশিত কোন ফিচারের সাথে সংবাদ মাধ্যমের মিল খুঁজে পেলে সেটি শুধুই কাকতাল মাত্র। এখানে থাকা সকল তথ্য ফিচার কেন্দ্রীক ও ইন্টারনেট থেকে সংগ্রহীত। “ঢাকায় থাকি”কর্তৃপক্ষ বিশ্বাস করে এসব তথ্য একত্রিত করার ফলে তা ঢাকাবাসীকে সাহায্য করছে ও করবে। আসুন সবাই আমাদের এই প্রিয় ঢাকা শহরকে সুন্দর ও বাসযোগ্য করে গড়ে তুলি। আমরা সবাই সচেতন, দায়িত্বশীল ও সুনাগরিক হিসাবে নিজেকে প্রতিষ্ঠিত করি।

কুইক সেল অফার

পূর্বাচল আমেরিকান সিটি | জীবনের সমস্ত আয়োজন এখানে অপেক্ষা করছে

পূর্বাচল আমেরিকান সিটি | জীবনের সমস্ত ...



৩৬১ বার পড়া হয়েছে