SUV কেনার পরিকল্পনা করছেন? সেক্ষেত্রে স্করপিও আপনার চয়েজের তালিকায় থাকতেই পারে। আপনি বলবেন, এত SUV থাকতে স্করপিও কেন? সেক্ষেত্রে বলতে হয়, ১৪০ bhp ও ৬ গিয়ার ট্রান্সমিশনের নতুন স্করপিওটিকে স্বচ্ছন্দে অল পাওয়ারফুল স্করপিও-র তকমা দেওয়াই যায়। হ্যাঁ, মহিন্দ্রা বাজারে আনল আরও শক্তিশালী Scorpio। শুধু শক্তিশালীই নয়, আরও বেশি আরাম, লাক্সারি ও উন্নত প্রযুক্তির মেলবন্ধন।

SUV-র বাজারে মহিন্দ্রা বরাবরই স্টার প্লেয়ার। বিশেষ করে তাদের Scorpio গাড়িটি প্রথম থেকেই জনপ্রিয়তার প্রথম সারিতে। এহেন Scorpio-এ এবার আরও শক্তিশালী ও লাক্সারিয়াস। সংস্থার ভাইস প্রেসিডেন্ট (সেলস) অমিত সাগর জানালেন, নতুন Scorpio এমন ভাবে তৈরি করা হয়েছে, যাতে লং ড্রাইভে হাইওয়েতেও চালিয়ে আরাম। আবার শহর বা গ্রামের মধ্যেও একই রকম সুখকর। বিশেষ করে যাঁরা চারচাকায় অ্যাডভেঞ্চার পছন্দ করেন, তাঁদের জন্য নতুন স্করপিও প্রথম চয়েজ হতেই পারে।

অল পাওয়ারফুল স্করপিও-এ থাকছে, মাসকিউলার অ্যালয় হুইলস, অটোমেটিক টেম্পারেচার কন্ট্রোল, টাচ স্ক্রিন ইনফোটেনমেন্ট সিস্টেম, ১০টি ভাষায় GPS নেভিগেশন, গিয়ার শিফট ইন্ডিকেটর, ডুয়াল এয়ারব্যাগ, রিভার্স পার্কিং ক্যামেরা, নিউ অটো উইন্ডো রোল-আপ, mHawk ইঞ্জিন। ক্রেতারা চাহিদা মতো সিটার বেছে নিতে পারেন। ৭ থেকে ৯ সিটার পর্যন্ত এই গাড়িটি S3 থেকে S11 পর্যন্ত ৬টি ভ্যারিয়েন্টে পাওয়া যাচ্ছে। ৫টি রঙ থাকছে, পার্ল হোয়াইট (শুধুমাত্র S11), ডায়মন্ড হোয়াইট (S11 বাদে), নাপোলি ব্ল্যাক, ডি স্যাট সিলভার ও মল্টেন রেড।

ফিচার বিজ্ঞাপন

Kandy- Negombo & Colombo 5D/4N

মূল্য: 27,900 Taka

সুরক্ষার জন্য ডুয়ার এয়ারব্যাগের পাশাপাশি থাকছে, ABS, প্যানিক ব্রেক ইন্ডিকেশন, অ্যান্টি-থেপ্ট ওয়ার্নিং, সিট বেল্ট রিমাইন্ডার ল্যাম্প, স্পিড অ্যালার্ট ও ড্রাইভিংয়ের সময় অটো ডোর লক সিস্টেম।

প্রাসঙ্গিক কথাঃ “ঢাকা বৃত্তান্ত”প্রচলিত অর্থে কোন সংবাদ মাধ্যম বা অনলাইন নিউজ সাইট নয়। এখানে প্রকাশিত কোন ফিচারের সাথে সংবাদ মাধ্যমের মিল খুঁজে পেলে সেটি শুধুই কাকতাল মাত্র। এখানে থাকা সকল তথ্য ফিচার কেন্দ্রীক ও ইন্টারনেট থেকে সংগ্রহীত। “ঢাকায় থাকি”কর্তৃপক্ষ বিশ্বাস করে এসব তথ্য একত্রিত করার ফলে তা ঢাকাবাসীকে সাহায্য করছে ও করবে। আসুন সবাই আমাদের এই প্রিয় ঢাকা শহরকে সুন্দর ও বাসযোগ্য করে গড়ে তুলি। আমরা সবাই সচেতন, দায়িত্বশীল ও সুনাগরিক হিসাবে নিজেকে প্রতিষ্ঠিত করি।



৩৩৮ বার পড়া হয়েছে