লবঙ্গ তেল:
দাঁতের ব্যথা কমানোর একটি সহজ ও কার্যকর উপায় হলো লবঙ্গ তেলের (ক্লোভ অয়েল) ব্যবহার। লবঙ্গ তেলের স্নায়ুকে অবশ করার ক্ষমতা রয়েছে। কিন্তু সতর্কতার সঙ্গে লবঙ্গ তেল ব্যবহার করতে হয়। মাড়ির টিস্যু সংবেদনশীল হলে অথবা জিহ্বাতে ব্যবহার করলে ব্যথা আরো বেড়ে যেতে পারে। তাই দাঁতের যেখানে ব্যথা হচ্ছে কেবলমাত্র সেই অংশে লবঙ্গ তেল ব্যবহার করতে হবে। একটি কটন বলে দুই ফোঁটা লবঙ্গ তেল লাগিয়ে দাঁতের ব্যথার স্থানে চেপে ধরুন ব্যথা না কমা পর্যন্ত। ব্যথার স্থানে লবঙ্গ গুঁড়াও প্রয়োগ করতে পারেন। অথবা একটি লবঙ্গকে এমনভাবে চাবাতে থাকুন যেন ওটা থেকে তেল বের হয়ে আক্রান্ত দাঁতের সংস্পর্শে এসে ব্যথা কমতে পারে। ব্যথা না কমা পর্যন্ত লবঙ্গটিকে রেখে দিন।
আদা ও মরিচ গুঁড়ার পেস্ট: দাঁতের ব্যথা কমাতে আরেকটি কার্যকর পদ্ধতি হলো আদা ও মরিচ গুঁড়ার পেস্ট। পর্যাপ্ত পানিতে সমান পরিমাণ আদার গুঁড়া ও মরিচ গুঁড়া মিশিয়ে পেস্ট তৈরি করুন। এরপর একটি কটন বলে কিছু পেস্ট লাগিয়ে আক্রান্ত দাঁতে চেপে ধরুন। ব্যথা না কমা পর্যন্ত অথবা যতক্ষণ সহ্য করতে পারেন রেখে দিন। খেয়াল রাখতে হবে এই পেস্ট যেন মাড়ি ও জিহ্বার সংস্পর্শে না আসে। আপনি চাইলে আদা ও মরিচ গুঁড়াকে আলাদাভাবে ব্যবহার করতে পারেন, কারণ উভয়েই শক্তিশালী ব্যথানাশক।
ফিচার বিজ্ঞাপন
তুরস্ক ভিসা (বিজনেসম্যান)
US Student Visa
Moscow, Novosibirsk ,Irkutsk & St.Petersburg 9D/8N
লবণ পানি: এক মগ (কফি মগ) কুসুম গরম পানিতে এক চা-চামচ লবণ মিশিয়ে কুলি করলে দাঁতের ব্যথা প্রশমিত হবে।লবণ পানি ব্যথানাশক মাউথওয়াশ হিসেবে কাজ করে, যা ব্যথার ইন্ধনকে দূর করে ও ফোলা কমায়। লবণ পানি মুখে কমপক্ষে ৩০ সেকেন্ড রেখে কুলি করতে হবে। দাঁতের ব্যথা কমাতে এটা বেশ কার্যকর পদ্ধতি।
প্রাসঙ্গিক কথাঃ “ঢাকা বৃত্তান্ত”প্রচলিত অর্থে কোন সংবাদ মাধ্যম বা অনলাইন নিউজ সাইট নয়। এখানে প্রকাশিত কোন ফিচারের সাথে সংবাদ মাধ্যমের মিল খুঁজে পেলে সেটি শুধুই কাকতাল মাত্র। এখানে থাকা সকল তথ্য ফিচার কেন্দ্রীক ও ইন্টারনেট থেকে সংগ্রহীত। “ঢাকায় থাকি”কর্তৃপক্ষ বিশ্বাস করে এসব তথ্য একত্রিত করার ফলে তা ঢাকাবাসীকে সাহায্য করছে ও করবে। আসুন সবাই আমাদের এই প্রিয় ঢাকা শহরকে সুন্দর ও বাসযোগ্য করে গড়ে তুলি। আমরা সবাই সচেতন, দায়িত্বশীল ও সুনাগরিক হিসাবে নিজেকে প্রতিষ্ঠিত করি।
কুইক সেল অফার
১২৩০ বর্গফুটের দক্ষিণমুখি ফ্ল্যাট মাত্র ৩৭ লক্ষ টাকায়!১২৩০ বর্গফুটের দক্ষিণমুখি ফ্ল্যাট মা...
২৩৬ বার পড়া হয়েছে