১৯৯৫ সালে পূর্বাচল নতুন শহর প্রকল্পের কাজ শুরু করে রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ (রাজউক)। ২৫ বছরে প্রকল্পটির অগ্রগতি হয়েছে ৬৭ শতাংশ। এখনো শেষ হয়নি ভূমি উন্নয়নের কাজ। প্রকল্পের ২৫ হাজার প্লটের মধ্যে এখন পর্যন্ত ১৯ হাজার ৫০০টি প্লট বুঝিয়ে দিতে পেরেছে রাজউক। যদিও নিশ্চিত হয়নি কোনো নাগরিক সুবিধা।
নানা দীর্ঘসূত্রতার ফলে একাধিকবার সময় বাড়িয়ে প্রকল্পের কাজ শেষ করতে সর্বশেষ লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয় ২০২১ সালের জুন। তবে যে গতিতে কাজ এগোচ্ছে তাতে প্রকল্পের মেয়াদ আবারো বাড়ানো হতে পারে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।
একাধিকবার মেয়াদ বাড়ানোর ফলে প্রকল্পটির প্রাক্কলিত ব্যয় দ্বিগুণেরও বেশি বেড়েছে। শুরুতে পূর্বাচল নতুন শহর (ইউসুফগঞ্জ) প্রকল্পের ব্যয় ধরা হয়েছিল প্রায় ৩ হাজার ৩১১ কোটি টাকা। পরবর্তী সময়ে ব্যয় বেড়ে দাঁড়ায় প্রায় ৭ হাজার ৭৮২ কোটি টাকা। বাড়তি ব্যয়ের পুরোটাই বহন করতে হচ্ছে প্লটগ্রহীতাদের।
এ প্রকল্পের আওতায় ২৫ হাজার ১৬টি আবাসিক প্লটের পাশাপাশি ৬০ হাজার আবাসিক ফ্ল্যাট নির্মাণ করা হবে। পরিবেশবান্ধব এ শহরে সবুজ চত্বর, বাগান, বনাঞ্চলসহ সব সুযোগ-সুবিধা থাকবে। প্রকল্পের অনুমোদিত সংশোধিত ডিপিপিতে সেতু নির্মাণ খাতে মোট ৬৫টি সেতুর জন্য ৫৫ কোটি টাকার সংস্থান রয়েছে। এর মধ্যে ৩৬টি সেতুর কাজ শেষ, চলমান রয়েছে ২৪টি সেতুর কাজ। পাঁচটি সেতুর মধ্যে দুটি বাইপাস রোডে অবস্থিত হওয়ায় ও তিনটি প্রকল্পের সীমানাসংলগ্ন হওয়ায় নির্মাণের প্রয়োজন নেই বলে বাদ দেয়া হয়েছে।
ফিচার বিজ্ঞাপন
Premium Villa
ট্যাক্স, ভ্যাট, BIDA, IRC & COMPANY REGISTRATION CONSULTANTS
USA Visa (Lawyer)
প্রকল্প অফিস সূত্রে জানা গেছে, এ প্রকল্পের ভূমি উন্নয়নের কাজ ৯৫ ভাগ শেষ হয়েছে। তবে এখনো বাকি রয়েছে পূর্বাচল সংযোগ সড়ক নির্মাণ, ৩২০ কিলোমিটার অভ্যন্তরীণ সড়ক নির্মাণ, সারফেস ড্রেন ও ক্রস ড্রেন, সেন্ট্রাল আইল্যান্ড নির্মাণ ও নদীর পাড় রক্ষার কাজ। চলমান রয়েছে ৪৭৭ দশমিক ২০ একর জমি নিয়ে ৪৩ কিলোমিটার লেক নির্মাণের কাজ।
১৯৯৫ সালে পূর্বাচল উপশহর প্রকল্প হাতে নেয়া হলেও প্রকল্পের কাগজপত্র ঠিক করতে লেগেছে সাত বছর। প্রাথমিকভাবে প্রকল্প কাজ শেষ করার কথা ছিল ২০০৫ সালে। তবে জমি অধিগ্রহণে দীর্ঘসূত্রতার কারণে প্রকল্পে জটিলতা দেখা দেয়। নারায়ণগঞ্জের রূপগঞ্জ অংশের জমি অধিগ্রহণই শেষ হয় ২০০৩ সালে। আর গাজীপুর অংশের জমি অধিগ্রহণ শেষ হয় ২০০৯ সালে।
প্রাসঙ্গিক কথাঃ “ঢাকা বৃত্তান্ত”প্রচলিত অর্থে কোন সংবাদ মাধ্যম বা অনলাইন নিউজ সাইট নয়। এখানে প্রকাশিত কোন ফিচারের সাথে সংবাদ মাধ্যমের মিল খুঁজে পেলে সেটি শুধুই কাকতাল মাত্র। এখানে থাকা সকল তথ্য ফিচার কেন্দ্রীক ও ইন্টারনেট থেকে সংগ্রহীত। “ঢাকায় থাকি”কর্তৃপক্ষ বিশ্বাস করে এসব তথ্য একত্রিত করার ফলে তা ঢাকাবাসীকে সাহায্য করছে ও করবে। আসুন সবাই আমাদের এই প্রিয় ঢাকা শহরকে সুন্দর ও বাসযোগ্য করে গড়ে তুলি। আমরা সবাই সচেতন, দায়িত্বশীল ও সুনাগরিক হিসাবে নিজেকে প্রতিষ্ঠিত করি।
কুইক সেল অফার
পূর্বাচল আমেরিকান সিটি | জীবনের সমস্ত আয়োজন এখানে অপেক্ষা করছেপূর্বাচল আমেরিকান সিটি | জীবনের সমস্ত ...
৪২৪ বার পড়া হয়েছে




