চলতি বছরের সেপ্টেম্বরে জার্মানিতে নতুন গাড়ি বিক্রি ঘুরে দাঁড়িয়েছে। নভেল করোনাভাইরাসের ধাক্কা সামলে অর্থনৈতিক কার্যক্রম প্রত্যাবর্তনের পরিপ্রেক্ষিতে মাসটিতে বছরওয়ারি নতুন গাড়ি বিক্রি বেড়েছে ৮ শতাংশেরও বেশি। স্থানীয় সময় সোমবার কর্তৃপক্ষ এ তথ্য জানালেও নতুন করে সংক্রমণ বৃদ্ধি দুশ্চিন্তায় ফেলেছে সংশ্লিষ্টদের। খবর AFP এর।
কেবিএ ফেডারেল ট্রান্সপোর্ট অথরিটি জানিয়েছে, গত মাসে জার্মানির রাস্তায় নতুন গাড়ি নেমেছে ২ লাখ ৬৫ হাজার, যা ২০১৯ সালের সেপ্টেম্বরের চেয়ে ৮ দশমিক ৪ শতাংশ বেশি। মূলত মহামারী শুরু হওয়ার পর মাসটিতে এই প্রথম নতুন গাড়ির রেজিস্ট্রেশন বেড়েছে। মার্চের দিকে অর্থনৈতিক কার্যক্রম বন্ধ হয়ে যাওয়ার পর ফের মে মাসে জার্মান অর্থনীতির কার্যক্রম শুরু হয়। কিন্তু তার পরও আগস্টে দেশটিতে বছরওয়ারি নতুন গাড়ি বিক্রি কম হয়েছে ২০ শতাংশ। তাছাড়া ২০২০ সালের প্রথম নয় মাসে বছরওয়ারি জার্মান গাড়ি বিক্রির পরিমাণ এখনো প্রায় ২৫ শতাংশ কম।
করোনা পরিস্থিতিতে অর্থনীতি রক্ষায় অভূতপূর্ব প্রণোদনা ঘোষণার পাশাপাশি বিভিন্ন সহায়ক কার্যক্রম হাতে নেয়। এসব কার্যক্রমের মধ্যে অন্যতম হলো বিক্রি শুল্ক সাময়িকভাবে কর্তন করা। সরকারের এ উদ্যোগের ফলে গাড়ির মতো দামি পণ্যের বিক্রি বেড়েছে। তাছাড়া পরিবেশবান্ধব গাড়িতে বিশেষ ভর্তুকি দেয়ার কারণে বৃদ্ধি পেয়েছে ইলেকট্রিক ও হাইব্রিড গাড়ির বিক্রি। তবে দেশটির গাড়িবাজারের ভবিষ্যৎ সম্পূর্ণভাবে নির্ভর করছে দেশটিতে মহামারী-পরবর্তী বিবর্তনের ওপর। জার্মানি তার ইউরোপীয় প্রতিবেশী অনেক দেশের থেকে কভিড-১৯ সংক্রমণ মোকাবেলায় ভালো করলেও সাম্প্রতিক সপ্তাহগুলোয় ফের সংক্রমণের হার বাড়ছে।
ফিচার বিজ্ঞাপন
মৈনট ঘাট প্রাইভেট ডে লং ট্যুর
রাশিয়া ভিসা প্রসেসিং (বিজনেসম্যান)
বাংকক-পাতাইয়া-কোরাল আইল্যান্ড-ফুকেট-সাফারি ওয়ার্ল্ড ৬দিন ৫ রাত
প্রাসঙ্গিক কথাঃ “ঢাকা বৃত্তান্ত”প্রচলিত অর্থে কোন সংবাদ মাধ্যম বা অনলাইন নিউজ সাইট নয়। এখানে প্রকাশিত কোন ফিচারের সাথে সংবাদ মাধ্যমের মিল খুঁজে পেলে সেটি শুধুই কাকতাল মাত্র। এখানে থাকা সকল তথ্য ফিচার কেন্দ্রীক ও ইন্টারনেট থেকে সংগ্রহীত। “ঢাকায় থাকি”কর্তৃপক্ষ বিশ্বাস করে এসব তথ্য একত্রিত করার ফলে তা ঢাকাবাসীকে সাহায্য করছে ও করবে। আসুন সবাই আমাদের এই প্রিয় ঢাকা শহরকে সুন্দর ও বাসযোগ্য করে গড়ে তুলি। আমরা সবাই সচেতন, দায়িত্বশীল ও সুনাগরিক হিসাবে নিজেকে প্রতিষ্ঠিত করি।
কুইক সেল অফার
Online Shopping BD (Facebook Live)৪৮০ বার পড়া হয়েছে





