করোনা সংকটে শিক্ষার্থীদের স্বল্প খরচে ইন্টারনেট ডাটা দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে জগন্নাথ বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। অনলাইন ক্লাসে শিক্ষার্থীদের অংশগ্রহণ নিশ্চিত করতে এ উদ্যোগ নেওয়া হয়েছে।
বিশ্ববিদ্যালয়ের উপাচার্য মীজানুর রহমান বলেন, ‘করোনা সংকটে আমাদের অনেক শিক্ষার্থী প্রত্যন্ত অঞ্চলে অবস্থান করছে। তাঁরা ইন্টারনেট ডাটা ও নেটওয়ার্ক সমস্যায় অনলাইন ক্লাসে অংশ নিতে ভোগান্তি পোহাচ্ছে। তাই শিক্ষার্থীদের অংশগ্রহণ নিশ্চিত করতে দেশের শীর্ষ মুঠোফোন সেবাদাতা প্রতিষ্ঠানের সঙ্গে চুক্তির উদ্যোগ নিয়েছি। আশা করি ২০ অক্টোবর বিশ্ববিদ্যালয় দিবসের আগেই শিক্ষার্থীরা এ সুবিধা পাবে।’
উপাচার্য বলেন, ‘ইতিমধ্যে একটি মুঠোফোন সেবাদাতা প্রতিষ্ঠান আমাদের কাছে প্রস্তাব পাঠিয়েছে। বিষয়টি বিশ্ববিদ্যালয়ের আইন বিশেষজ্ঞরা দেখছে। দেশের যে কোনো প্রান্ত থেকে মুঠোফোন সেবাদাতা প্রতিষ্ঠানটির সেবাকেন্দ্র থেকে শিক্ষার্থীরা বিশ্ববিদ্যালয়ের পরিচয়পত্র দেখিয়ে বিনা মূল্যে একটি সিম কার্ড পাবে। মাসব্যাপী ব্যবহারের জন্য নামমাত্র মূল্যে ডাটা প্যাকেজ কিনতে পারবে। যা দিয়ে তারা অনায়াসে অনলাইন ক্লাস চালিয়ে নিতে পারবে।’
ফিচার বিজ্ঞাপন
Dubai (City tour- Dhow Cruise- Desert safari- Abu Dhabi tour) 5D/4N
Email Marketing
Manila & Cebu 5D/4N
প্রাসঙ্গিক কথাঃ “ঢাকা বৃত্তান্ত”প্রচলিত অর্থে কোন সংবাদ মাধ্যম বা অনলাইন নিউজ সাইট নয়। এখানে প্রকাশিত কোন ফিচারের সাথে সংবাদ মাধ্যমের মিল খুঁজে পেলে সেটি শুধুই কাকতাল মাত্র। এখানে থাকা সকল তথ্য ফিচার কেন্দ্রীক ও ইন্টারনেট থেকে সংগ্রহীত। “ঢাকায় থাকি”কর্তৃপক্ষ বিশ্বাস করে এসব তথ্য একত্রিত করার ফলে তা ঢাকাবাসীকে সাহায্য করছে ও করবে। আসুন সবাই আমাদের এই প্রিয় ঢাকা শহরকে সুন্দর ও বাসযোগ্য করে গড়ে তুলি। আমরা সবাই সচেতন, দায়িত্বশীল ও সুনাগরিক হিসাবে নিজেকে প্রতিষ্ঠিত করি।
৩২৩ বার পড়া হয়েছে





