বেসামরিক বিমান ও পর্যটন প্রতিমন্ত্রী মো. মাহবুব আলী বলেছেন, শিগগিরই মার্কিন যুক্তরাষ্ট্র, জাপানসহ বিশ্বের বিভিন্ন দেশে ফ্লাইট চালু করবে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স।
এ লক্ষ্যে সরকার প্রাথমিক প্রস্তুতি সম্পন্ন করেছে জানিয়ে তিনি বলেন, আরও কিছু আনুষ্ঠানিকতা শেষ করে নতুন নতুন আন্তর্জাতিক রুটে বাংলাদেশ বিমান তার যাত্রা শুরু করবে। মন্ত্রী গতকাল দুপুরে সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে নবনির্মিত আন্তর্জাতিক বহির্গমণ লাউঞ্জের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।
মাহবুব আলী বলেন, বিশ্বের যেকোন প্রান্তে পর্যাপ্ত যাত্রী থাকলে সেখান থেকে বিমানের ফ্লাইট যাবে এবং আসবে। মন্ত্রী বলেন, সিলেট থেকে শুধু লন্ডন সরাসরি ফ্লাইট নয় প্রয়োজনীয়তা বিবেচনা করে পর্যায়ক্রমে অন্যান্য আন্তর্জাতিক রুটে ও সরাসরি ফ্লাইট চালু করা হবে। শিগগিরই সিলেট-চট্রগ্রাম- কক্সবাজার রুটে ফ্লাইট চালু করবে বাংলাদেশ বিমান। বাংলাদেশ বিমান বহরে নতুন আরও ৩টি নতুন বিমান যোগ হওয়ার পরপরই সেটা চালু করা হবে বলে জানান তিনি।
ফিচার বিজ্ঞাপন
মালয়শিয়া-সিঙ্গাপুর-থাইল্যান্ড ৭দিন ৬ রাত
নির্ভেজাল ও নিস্কন্টক প্লটে বিনিয়োগের নিশ্চয়তা
Dubai (City tour- Abu Dhabi- Burj Khalifa) 6D/5N
প্রাসঙ্গিক কথাঃ “ঢাকা বৃত্তান্ত”প্রচলিত অর্থে কোন সংবাদ মাধ্যম বা অনলাইন নিউজ সাইট নয়। এখানে প্রকাশিত কোন ফিচারের সাথে সংবাদ মাধ্যমের মিল খুঁজে পেলে সেটি শুধুই কাকতাল মাত্র। এখানে থাকা সকল তথ্য ফিচার কেন্দ্রীক ও ইন্টারনেট থেকে সংগ্রহীত। “ঢাকায় থাকি”কর্তৃপক্ষ বিশ্বাস করে এসব তথ্য একত্রিত করার ফলে তা ঢাকাবাসীকে সাহায্য করছে ও করবে। আসুন সবাই আমাদের এই প্রিয় ঢাকা শহরকে সুন্দর ও বাসযোগ্য করে গড়ে তুলি। আমরা সবাই সচেতন, দায়িত্বশীল ও সুনাগরিক হিসাবে নিজেকে প্রতিষ্ঠিত করি।
৩৯৫ বার পড়া হয়েছে





