করোনা ভাইরাসের কারণে উদ্ভূত পরিস্থিতিতে কলেজের গণ্ডি পেরোনো বিশ্ববিদ্যালয়ে ভর্তিচ্ছু শিক্ষার্থীদের ভর্তি করানোর পদ্ধতিতে পরিবর্তন এনেছে ঢাকা বিশ্ববিদ্যালয়। আজ সকালে বিশ্ববিদ্যালয়ের ডিনস কমিটির এক সভায় এ সিদ্ধান্ত নেয়া হয়।
সিদ্ধান্ত অনুযায়ী, এবার দুই শত নম্বরের পরিবর্তে এবার একশত নম্বরে পরীক্ষা নেয়া হবে। অন্যান্যবার শুধুমাত্র ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকা ও আশেপাশের কেন্দ্র পরীক্ষা নিলেও এবার বিভাগ ভিত্তিক পরীক্ষা নেয়া হবে। যে বিভাগের শিক্ষার্থী ওই বিভাগের বিশ্ববিদ্যালয় কিংবা বিশ্ববিদ্যালয় কলেজগুলোতে ভর্তি পরীক্ষা দিতে হবে।
এ বিষয়ে বিশ্বদ্যিালয়ের উপ-উপাচার্য (শিক্ষা) অধ্যাপক ড. এ এস এম মাকসুদ কামাল বলেন, এবারের পরীক্ষার তারিখের বিষয়ে উচ্চ মাধ্যমিক শিক্ষার্থীদের ফলাফল ঘোষণার পর সিদ্ধান্ত নেয়া হবে। তবে আমরা আজকে কিছু মেজর সিদ্ধান্ত নিয়েছি।
পরীক্ষার বিকেন্দ্রীকরণের কথা জানিয়ে তিনি বলেন, অন্যান্যবার ঢাকা কেন্দ্রিক পরীক্ষা হলেও এবার আমরা বিভাগভিত্তিক পরীক্ষা নেয়ার চিন্তা-ভাবনা করছি। ফলে ঢাকা কেন্দ্রিক না থেকে বিভাগভিত্তিক পরীক্ষা নেয়া সম্পন্ন করবো। বিভাগের বিশ্ববিদ্যালয় কিংবা বিশ্ববিদ্যালয় কলেজগুলোতে এ পরীক্ষা অনুষ্ঠিত হবে।
ফিচার বিজ্ঞাপন
Cambodia (Siem Reap & Angkor Wat) 3D/2N
Email Marketing
Siliguri – Gangtok (Sikkim) 6D/5N
পরীক্ষায় নির্ধারিত নম্বরের বিষয়ে তিনি বলেন, অন্যান্যবার ২০০ মার্কের পরীক্ষার হলেও এবার আমরা ১০০ নম্বরের পরীক্ষা সিদ্ধান্ত নিয়েছি। এর মধ্যে ২০ নম্বর মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক পরীক্ষার ফলাফলের উপর নির্ভর করবে। বাকী ৮০ নম্বরের মধ্যে ৩০ এমসিকিউ ও ৫০ নম্বর বর্ণনামূলক থাকবে। পরীক্ষার জন্য সময় নির্ধারণ এখনো হয়নি বলে তিনি জানান। পরবর্তী ডিনস মিটিংয়ে এ বিষয়ে সিদ্ধান্ত নেয়া হবে।
প্রাসঙ্গিক কথাঃ “ঢাকা বৃত্তান্ত”প্রচলিত অর্থে কোন সংবাদ মাধ্যম বা অনলাইন নিউজ সাইট নয়। এখানে প্রকাশিত কোন ফিচারের সাথে সংবাদ মাধ্যমের মিল খুঁজে পেলে সেটি শুধুই কাকতাল মাত্র। এখানে থাকা সকল তথ্য ফিচার কেন্দ্রীক ও ইন্টারনেট থেকে সংগ্রহীত। “ঢাকায় থাকি”কর্তৃপক্ষ বিশ্বাস করে এসব তথ্য একত্রিত করার ফলে তা ঢাকাবাসীকে সাহায্য করছে ও করবে। আসুন সবাই আমাদের এই প্রিয় ঢাকা শহরকে সুন্দর ও বাসযোগ্য করে গড়ে তুলি। আমরা সবাই সচেতন, দায়িত্বশীল ও সুনাগরিক হিসাবে নিজেকে প্রতিষ্ঠিত করি।
কুইক সেল অফার
Online Shopping BD (Facebook Live)২৭৫ বার পড়া হয়েছে