মহামারি করোনাভাইরাসের প্রাদুর্ভাব ঠেকাতে হেলিকপ্টার চলাচলে চারটি নির্দেশনা জারি করা হয়েছে। নির্দেশনা অনুযায়ী প্রতিবার উড্ডয়নের আগে বিশ্ব স্বাস্থ্য সংস্থা ও আন্তর্জাতিক বিমান পরিবহন সংস্থার (আইএটিএ) স্বাস্থ্যবিধি অনুযায়ী হেলিকপ্টার জীবাণুমুক্ত করা, হেলিকপ্টারে পাইলটের পর্যাপ্ত নিরাপত্তা নিশ্চিত করা, রোগী বহনের ক্ষেত্রে সঙ্গে অন্তত একজন মেডিকেল ক্রু রাখা, মেডিক্যার ক্রু ও ফ্লাইট ক্রুর যতটুকু সম্ভব শারীরিক দূরত্ব নিশ্চিত করা। এছাড়া ফ্লাইট ক্রুর সব ধরনের পার্সোনাল প্রোটেকটিভ ইক্যুইপমেন্ট (পিপিই) পরিধানসহ মহামারিতে আক্রান্ত (কোভিড-১৯) রোগী বহনের ক্ষেত্রে রিস্ক অ্যাসেসমেন্ট করে প্রয়োজনীয় স্বাস্থ্য সুরক্ষা নিশ্চিত করতে হবে।’
বেবিচক সূত্র জানায়, হেলিকপ্টার যাত্রীদের সুরক্ষা নিশ্চিতে দেওয়া এ নির্দেশনায় বিমান চলাচলের চেক-ইন, ইনফ্লাইট সার্ভিস, ত্রুদের নিরাপত্তা, এয়ারলাইন্স প্রতিষ্ঠানকে নির্দেশনা, ক্রুদের কোয়ারেন্টিন ম্যানেজমেন্ট,এয়ারক্রাফট মেইনটেনেন্স, কেবিন এয়ার ফিল্টারেশন, অক্সিজেন মাস্ক সংক্রান্ত নির্দেশনা, ফ্লাইটে সন্দেহজনক রোগী পেলে করণীয় সম্পর্কেও বলা হয়েছে।
ফিচার বিজ্ঞাপন
ফিলিপাইন ভিসা প্রসেসিং (চাকুরীজীবী)
US Visa (Spouse)
Singapore Tour with Universal Studios & Sentosa 5D/4N
প্রাসঙ্গিক কথাঃ “ঢাকা বৃত্তান্ত”প্রচলিত অর্থে কোন সংবাদ মাধ্যম বা অনলাইন নিউজ সাইট নয়। এখানে প্রকাশিত কোন ফিচারের সাথে সংবাদ মাধ্যমের মিল খুঁজে পেলে সেটি শুধুই কাকতাল মাত্র। এখানে থাকা সকল তথ্য ফিচার কেন্দ্রীক ও ইন্টারনেট থেকে সংগ্রহীত। “ঢাকায় থাকি”কর্তৃপক্ষ বিশ্বাস করে এসব তথ্য একত্রিত করার ফলে তা ঢাকাবাসীকে সাহায্য করছে ও করবে। আসুন সবাই আমাদের এই প্রিয় ঢাকা শহরকে সুন্দর ও বাসযোগ্য করে গড়ে তুলি। আমরা সবাই সচেতন, দায়িত্বশীল ও সুনাগরিক হিসাবে নিজেকে প্রতিষ্ঠিত করি।
৩৭১ বার পড়া হয়েছে





