বাংলাদেশে অবস্থানরত চীনা ভিসা প্রাপ্তদের করোনাভাইরাসের কারণে চীনে প্রবেশের ব্যাপারে সাময়িক স্থগিতাদেশ দিয়েছে দেশটির সরকার। বাংলাদেশে অবস্থিত চীনা দূতাবাসের ভেরিফাইড ফেসবুক পেজে এক পোস্টের মাধ্যমে এই তথ্য জানানো হয়েছে। সেখানে বলা হয়েছে, বাংলাদেশে অবস্থানরত চীনা ভিসা প্রাপ্ত অথবা চীনে বসবাসের অনুমতি প্রাপ্ত ব্যক্তি কিন্তু চীনের নাগরিক নন তাদের দেশটিতে প্রবেশের ব্যাপারে সাময়িক নিষেধজ্ঞা আরোপ করা হলো। এখন থেকে চীনের বাংলাদেশ দূতাবাস এই ক্যাটাগরির কর্মীদের স্বাস্থ্য ঘোষণা পত্র আর সরবরাহ করবে না।
তবে, কূটনীতিকরা এবং দেশটির সি ভিসাধারীরা এই নোটিশের আওতাভুক্ত হবেন না। এছাড়াও জরুরি প্রয়োজনে চীন সফরকারী বিদেশী নাগরিকগণ চীনা দূতাবাসে ভিসার জন্য আবেদন করতে পারবেন।
নোটিশে আরও বলা হয়েছে, এই পদক্ষেপটি কোভিড-১৯ এর বর্তমান পরিস্থিতিতে গ্রহণ করা হয়েছে। আর এটা সাময়িক। পরবর্তীতে এই বিষয়টি নিয়ে যথাসময়ে আপডেট জানানো হবে।
ফিচার বিজ্ঞাপন
Maldives (Paradise Island) 3D/2N
Vietnam & Cambodia 9D/8N
ব্রুনাই ভিসা
প্রাসঙ্গিক কথাঃ “ঢাকা বৃত্তান্ত”প্রচলিত অর্থে কোন সংবাদ মাধ্যম বা অনলাইন নিউজ সাইট নয়। এখানে প্রকাশিত কোন ফিচারের সাথে সংবাদ মাধ্যমের মিল খুঁজে পেলে সেটি শুধুই কাকতাল মাত্র। এখানে থাকা সকল তথ্য ফিচার কেন্দ্রীক ও ইন্টারনেট থেকে সংগ্রহীত। “ঢাকায় থাকি”কর্তৃপক্ষ বিশ্বাস করে এসব তথ্য একত্রিত করার ফলে তা ঢাকাবাসীকে সাহায্য করছে ও করবে। আসুন সবাই আমাদের এই প্রিয় ঢাকা শহরকে সুন্দর ও বাসযোগ্য করে গড়ে তুলি। আমরা সবাই সচেতন, দায়িত্বশীল ও সুনাগরিক হিসাবে নিজেকে প্রতিষ্ঠিত করি।
৩০৮ বার পড়া হয়েছে





