বাজাজ বাংলাদেশের অন্যতম জনপ্রিয় মোটরসাইকেল কোম্পানির মধ্যে একটি । বাজাজ বাংলাদেশে তাদের কমিউটার মোটরসাইকেল এর জন্য জনপ্রিয় । সম্প্রতি তারা তাদের অন্যতম কমিউটার মোটরসাইকেল Bajaj Discover 110 মোটরসাইকেল এ দিচ্ছে ৪,০০০/- টাকার ডিস্কাউন্ট অফার ।

বাজাজ বাংলাদেশে বর্তমানে তাদের ১০০ – ১২৫ সিসি সেগমেন্টের মোটরসাইকেলের জন্য জনপ্রিয় । বিশেষ করে গ্রাম্য এলাকাতে বাজাজ প্লাটিনা ও বাজাজ সিসি ১০০ বাইকটি বেশি জনপ্রিয় । অনেক জায়গাতে বাইক দুটি যোগাযোগের মাধ্যম হিসেবে বিবেচিত হয় ।

বাজাজ ডিস্কভার ১১০ বাইকটি তারা গত বছর ঢাকা বাইক শোতে প্রদর্শন করে । পরে তারা বাইকটি অফিশিয়ালি বাংলাদেশে লঞ্চ করা হয় । বাইকটি ১১০সিসি সেগমেন্টে অনেক ফিচার সমৃদ্ধ একটি মোটরসাইকেল ।

Bajaj Discover 110 বাইকটিতে দেয়া হয়েছে ১১০সিসি, এয়াকুল্ড, সিঙ্গেল সিলিন্ডার, SOHC, এবং DTS-i ইঞ্জিন । ইঞ্জিন থেকে সর্বোচ্চ ৮.৩ বিএইচপি @ ৭০০০ আরপিএম এবং ৯.৮ নিউটন মিটার টর্ক @ ৫০০০ আরপিএম পর্যন্ত ক্ষমতা উৎপাদন করতে পারে । ইঞ্জিনের সাথে যুক্ত করা হয়েছে ৪ স্পিড গিয়াবক্স ।

বাইকটির ফিচারের মধ্যে আরও যা রয়েছে তা হলো এর স্পিডোমিটার । এটি সেমি ডিজাটাল স্পিডোমিটার । যার মধ্যে রয়েছে একটি এনালগ রেভ কাউন্টার । এছাড়া এখানে ফুয়েল গজ, স্পিড এবং ওডো সব কিছুই পরিস্কার ভাবে দেখা যায় । বাজাজ ডিস্কভার ১১০ বাইকের সবচেয়ে আকর্ষনীয় দিক হচ্ছে এর হেডলাইট ।

ফিচার বিজ্ঞাপন

Kolkata – Gangtok (Sikkim) 5D/4N

মূল্য: ২২,৯০০ টাকা

বাজাজ ডিস্কভার ১১০ বাইকে দেয়া হয়েছে একটি হ্যালোজেন হেডলাইট । হেডলাইটের দুই পাশে এলইডি ডিআরএল লাইটস । যার কারনে বাইকের সামনের দিকের লুকস আরও আকর্ষনীয় হয়ে উঠেছে । এছাড়া ইন্ডিকেটর গুলো হচ্ছে বাল্ব । সিট হচ্ছে ইউনি সিট । বাইকটির গ্রাফিক্স স্টিকার বাইকটির সৌন্দর্য দারুন ভাবে ফুটিয়ে তুলেছে ।

সম্প্রতি বাজাজ তাদের ১৬০সিসি সেগমেন্টের অন্যতম স্ট্রিট ফাইটার বাজাজ পালসার এনএস ১৬০ মোটরসাইকেল এর এফআই এবং সাথে এবিএস ভার্সনটি লঞ্চ করেছে । বর্তমানে বাংলাদেশে ১৬০সিসি সেগমেন্টে অন্য কোন মোটরসাইকেলে এফআই বা এবিএস প্রযুক্তি যুক্ত করা হয়নি ।

বাজাজ তাদের কমিউটার সেগমেন্টের মোটরসাইকেল গুলো কাস্টোমারদের হাতের নাগালের মধ্যে নিয়ে আসছে । আশা করা যায় স্টাইল, ডিজাইন এবং লুকস এর ক্ষেত্রে ১১০সিসি সেগমেন্টে বাইক অনেক জনপ্রিয় হবে । আর এই Bajaj Discover 110 বাইকের ছাড় খুব সীমিত সময়ের জন্য দেয়া হয়েছে ।

প্রাসঙ্গিক কথাঃ “ঢাকা বৃত্তান্ত”প্রচলিত অর্থে কোন সংবাদ মাধ্যম বা অনলাইন নিউজ সাইট নয়। এখানে প্রকাশিত কোন ফিচারের সাথে সংবাদ মাধ্যমের মিল খুঁজে পেলে সেটি শুধুই কাকতাল মাত্র। এখানে থাকা সকল তথ্য ফিচার কেন্দ্রীক ও ইন্টারনেট থেকে সংগ্রহীত। “ঢাকায় থাকি”কর্তৃপক্ষ বিশ্বাস করে এসব তথ্য একত্রিত করার ফলে তা ঢাকাবাসীকে সাহায্য করছে ও করবে। আসুন সবাই আমাদের এই প্রিয় ঢাকা শহরকে সুন্দর ও বাসযোগ্য করে গড়ে তুলি। আমরা সবাই সচেতন, দায়িত্বশীল ও সুনাগরিক হিসাবে নিজেকে প্রতিষ্ঠিত করি।

কুইক সেল অফার

পূর্বাচল আমেরিকান সিটি | জীবনের সমস্ত আয়োজন এখানে অপেক্ষা করছে

পূর্বাচল আমেরিকান সিটি | জীবনের সমস্ত ...



৬৮০ বার পড়া হয়েছে