দাম কমলো Bajaj Pulsar 150 Twin Disc মোটরসাইকেলের । উত্তরা মোটরস লিমিটেড সম্প্রতি বাজাজ পালসার ১৫০ টুইন ডিস্ক মোটরসাইকেলের দাম কমিয়ে এনেছে । বাজাজ পালসার ১৫০ বাইকটি বাংলাদেশের সবচেয়ে বেশি বিক্রি হওয়া মোটরসাইকেলের মধ্যে অন্যতম । এর সাথে টুইন ডিস্ক ও আরও নতুন ফিচার যুক্ত হওয়াতে বাইকটি বাংলাদেশের পালসার লাভারদের কাছে আরও জনপ্রিয় হয়ে উঠেছে ।
বাজাজ পালসার ১৫০ টুইন ডিস্ক এর দাম ছিল ১৮৬,৯০০ টাকা, দাম কমানো হয়েছে ৪,০০০ টাকা । তাই দাম কমার পর বর্তমানে বাইকটির দাম হচ্ছে ১৮২,৯০০ টাকা । নতুন এই দামটি ১০ অক্টোবর থেকে ৩১ অক্টোবর ২০১৯ পর্যন্ত চলবে ।
বাজাজ নতুন এই পালসার ১৫০ টুইন ডিস্ক বাইকটি লঞ্চ করার সময় অনেক নতুন ফিচার যুক্ত করেছে এবং গ্রাফিক্স ডিজাইনেও অনেক পরিবর্তন করা হয়েছে ।
ফিচার বিজ্ঞাপন
Maldives (Paradise Island) 3D/2N
বেইজিং ও কুনমিং ৭ দিন ৬ রাত
বালি ও লম্বক ৫দিন ৪ রাত
Bajaj Pulsar 150 Twin Disc – ফিচার্স
- বাইকটিতে দেয়া হয়েছে মোট ৩৭মিমি এর ফ্রন্ট ফর্ক
- হ্যান্ডেলবারের পজিশন চেঞ্জ করা হয়েছে সামনের সাসপেনশন অনুযায়ী
- স্পিডোমিটারের ক্ষেত্রেও এসেছে পরিবর্তন । স্পিডোমিটারে দেয়া হয়েছে নতুন ব্লু কালারের ব্যাকলাইট অন্যদিকে ওডোমিটার আগের মতই রাখা হয়েছে ।
- পালসার ১৫০ টুইন ডিস্ক বাইকটিতে কোন কিক স্টার্ট সিস্টেম রাখা হয়নি । ইঞ্জিনের ক্র্যাঙ্ক কেসের ক্ষেত্রেও পরিবর্তন আনা হয়েছে ।
- এখন নতুন এই বাইকটিতে দেয়া হয়েছে ২৬০মিমি ফ্রন্ট ডিস্ক ব্রেক ।
- রেয়ার ডিস্ক ব্রেক হচ্ছে ২৩০মিমি ।
- সেমি রাউন্ড বার সুইং আর্ম । যা এর হুইলবেস কে অনেক বড় করে তুলেছে ।
- এই বাইকটির ফ্রেন্ট টায়ার হচ্ছে ৯০ সেকশন এবং রেয়ার টায়ার হচ্ছে ১২০ সেকশন ।
- সিটিং পজিশনেও পরিবর্তন আনা হয়েছে । ফুট পেগ কিছুটা পেছনের এর দিকে দেয়া হয়েছে ।
- সিঙ্গেল আর্ম গিয়ার লিভার ।
- নতুন এক্স-হস্ট মাফলার ।
- ফুল চেইন কভারও পরিবর্তন করা হয়েছে এবং সেখানে বড় চেইন স্পোকেট এর সাথে কাভার দেয়া হয়েছে ।
- স্প্লিট সিট এবং ডাবল হর্ন গ্রেইব রেইল ।
- ডিফারেন্ট কালার স্কিম ।
- ড্রাই ওয়েট অনুযায়ী বাইকটির ওজন ১৪৪ কেজি ।
- ১৫ লিটার ফুয়েল ট্যাঙ্ক ক্যাপাসিটি ।
সিঙ্গেল ডিস্ক ব্রেক ভার্সনের ইঞ্জিন ও নতুন টুইন ডিস্ক ব্রেক ভার্সনের ইঞ্জিনের তেমন কোন পার্থক্য নেই । এই সিঙ্গেল সিলিন্ডার, এয়ার কুল্ড, ২ ভাল্বস, DTSi ইঞ্জিন থেকে ১৩.৮ বিএইচপি ও ১৩.৪ এনএম টর্ক ক্ষমতা উৎপন্ন হয় । ইঞ্জিনের সাথে একটি ৫ স্পিড গিয়ার বক্স যুক্ত করা হয়েছে । তবে মানুষের সবচেয়ে বড় প্রশ্ন হচ্ছে যে কেন বাজাজ পালসার ১৫০ বাংলাদেশের সবচেয়ে বেশি বিক্রি হওয়া ১৫০সিসি মোটরসাইকেল । আমরা তার কিছু কারন খুজে পেয়েছি ।
- এর লুকস ও ডিজাইন বাইকারদের আকৃষ্ট করে ।
- স্পেয়ার পার্টস এভেইলেবল ।
- অন্যান্য ব্র্যান্ডের চেয়ে স্পেয়ার পার্টেসের দাম কম ।
- ৪০০+ ডিলারশপ থাকার কারনে বাইক সার্ভিসের ক্ষেত্রে তেমন কোন ঝামেলা হয় না ।
প্রাসঙ্গিক কথাঃ “ঢাকা বৃত্তান্ত”প্রচলিত অর্থে কোন সংবাদ মাধ্যম বা অনলাইন নিউজ সাইট নয়। এখানে প্রকাশিত কোন ফিচারের সাথে সংবাদ মাধ্যমের মিল খুঁজে পেলে সেটি শুধুই কাকতাল মাত্র। এখানে থাকা সকল তথ্য ফিচার কেন্দ্রীক ও ইন্টারনেট থেকে সংগ্রহীত। “ঢাকায় থাকি”কর্তৃপক্ষ বিশ্বাস করে এসব তথ্য একত্রিত করার ফলে তা ঢাকাবাসীকে সাহায্য করছে ও করবে। আসুন সবাই আমাদের এই প্রিয় ঢাকা শহরকে সুন্দর ও বাসযোগ্য করে গড়ে তুলি। আমরা সবাই সচেতন, দায়িত্বশীল ও সুনাগরিক হিসাবে নিজেকে প্রতিষ্ঠিত করি।
কুইক সেল অফার
পূর্বাচল আমেরিকান সিটি | জীবনের সমস্ত আয়োজন এখানে অপেক্ষা করছেপূর্বাচল আমেরিকান সিটি | জীবনের সমস্ত ...
৬৮১ বার পড়া হয়েছে