যখন কমিউটার মোটরসাইকেলের কথা আসে, তখন ই আসে হিরো মোটরসাইকেল এর নাম । কারন হিরো ১০০-১১০ সিসি কমিউটার লিডার । মাত্র কয়েক মাস আগে তারা বাংলাদেশে লঞ্চ করেছে নতুন একটি মোটরসাইকেল, Hero Splendor iSmart Plus । আজ আমরা আলোচনা করব বাইকটির ফিচার্স এবং বাইকটির বিস্তারিত সব নিয়ে ।

Hero Splendor iSmart Plus প্রথমবারের প্রদর্শন করে ইন্দো-বাংলা অটোমোটিভ শো ২০১৯ বাইকটির সাথে হিরো আরও দুটি বাইক প্রদর্শন করেছিল । এরপর এপ্রিলে হিরো মোটরসাইকেল বাংলাদেশে লঞ্চ করেছে Hero Splendor iSmart Plus । এটি স্পেলেন্ডার সিরিজিরের তৃতীয় বাইক যার নামের সাথে iSmart ট্যাগ যুক্ত করা হয়েছে । প্রথম  iSmart ছিল ১০০সিসি এবং দ্বিতীয় Hero Splendor iSmart 110 ছিল ১০০সিসি আপডেটেড ভার্সন ।

বাইকটি দেখতে এর আগের ভার্সনের বাইকটির মত অনেকটা একই রকম, তবে ডিজাইনের ক্ষেত্রে কিছুটা আপডেট করা হয়েছে । বাইকটিতে রয়েছে একটি স্লিক ফুয়েল ট্যাংক এবং এর সাথে দেয়া হয়েছে হেডলাইট ও এর সাথে রয়েছে ডুয়েল টোন গ্রাফিক্স । যদিও স্পিডোমিটারটি এনালগ, সেই সাথে ফুয়েল গজ, তবে ওডোমিটারটি ডিজিটাল । এর হ্যান্ডেলবারটি আপ-রাইট ও লম্বা বড় সিট দেয়া হয়েছে আরামদায়ক রাইডের জন্য, এছাড়া একটি সুন্দর স্প্লিট গ্রেইব-রেইল দেয়া হয়েছে পিলিয়ন সিটের জন্য । বাইকটিরে আরও দেয়া হয়েছে চেইন কভার, যাতে করে চেইনটি কাদা ও ধুলাবালি থেকে রক্ষা পায় ।

নতুন এই বাইকটিতে দেয়া হয়েছে i3s প্রযুক্তি । যার কারনে বাইকটির ফুয়েল ইকোনমি অনেক বেড়ে গিয়েছে । এর জন্য প্রতিদিনের কমিউটিং আরও সহজ ও কম ফুয়েল খরচ হবে ।

হিরো স্পেলেন্ডার আই স্মার্ট ১১০ আগের ভার্সনের ইঞ্জিন ছিল পাশাপাশি, কিন্তু নতুন ইঞ্জিনটি হচ্ছে লম্বালম্বি ভাবে বসানো । বাইকটিতে দেয়া হয়েছে ১১০সিসি, ফোর স্ট্রোক, OHC, এয়ার কুল্ড ইঞ্জিন । এর কম্প্রশন রেশিও হচ্ছে ১০ঃ১ । কম্প্রেশন রেশিও বেশি হওয়ার কারনে অনেক বেশি টর্ক উৎপন্ন করতে সক্ষম । ইঞ্জিন থেকে ৮.৯ BHP এবং ৯ নিউটন মিটার টর্ক ক্ষমতা উৎপন্ন করতে সক্ষম ।

মোটরসাইকেলটির গিয়ারবক্স এবং ক্লাচ দুটিই স্ট্যান্ডার্ড, অন্যান্য কমিউটিং মোটরসাইকেলের মত । বাইকের পাওয়ার ট্রান্সমিশন এর জন্য ফোর স্পিড সংযুক্ত করা করা হয়েছে এবং ক্লাচ হচ্ছে ওয়েট মাল্টিপল ক্লাচ টাইপ । পুরো মোটরসাইকেলটি টিউবলার ডাবল ক্রেডেল ফ্রেম টাইপ দিয়ে তৈরি করে আসছে ১০০-১১০সিসি সেগমেন্টে । বাইকটি সাধারন ভাবে সম্পূর্ন ফিচার দিয়ে পরিপূর্ন । বাইকটির সাসপেনশ স্ট্যান্ডার্ড টাইপ । সামনের দিকে রয়েছে টেলিস্কোপিক ফর্ক এবং রেয়ারে রয়েছে এডজাস্টেবল সুইং আর্ম সাসপেনশনন । হুইল গুলো হচ্ছে স্ট্যান্ডার্ড এলয় হুইল এবং উভয় টায়ার ই হচ্ছে ৮০ সেকশন টায়ার । ব্রেকের ক্ষেত্রে ব্যবহার করা হয়েছে ১৩০মিমি ড্রাম ব্রেক ।

ফিচার বিজ্ঞাপন

Maldives (Paradise Island-Beach Vila & Hulhumale) 3D/2N

মূল্য: ৩২,৯০০ টাকা

Hanoi, Halong, Halong Bay Cruise 5D/4N

মূল্য: 32,900 Taka

Hero Splendor iSmart Plus বাইকটিতে রয়েছে হেলোজেন হেডলাইড,  AHO দেয়া হয়েছে নিরাপত্তার কথা ভেবে । এছাড়া এতে যুক্ত করা হয়েছে  12V-3Ah মেইন্টেনেন্স ফ্রী ব্যাটারি ।

কমিউটার বাইক হিসেবে, বাইকটির ১৬৫মিমি অসাধারন গ্রাউন্ড ক্লিয়ারেন্স রয়েছে । যাতে করে খুব সহজে স্পিড ব্রেকার পার হয়ে যেতে পারবেন । ফুয়েল ট্যাংকে ৮.৫ লিটার ফুয়েল নেয়া যায়, এবং বাইকটির ওজন হচ্ছে ১১৬ কেজি । বাইকটি ওজনে হালকা হওয়াতে ভাল মাইলেজ এর সাথে ভাল এক্সেলারেশনও পাওয়া যায় ।

Hero Splendor iSmart Plus বাইকটির বর্তমান দাম হচ্ছে ১,০১,৯৯০ টাকা । ১১০সিসি সেগমেন্টে অন্যান্য মোটরসাইকেলের চেয়ে আকর্ষনীয় দাম । এই দামের মধ্যে বাইকটিতে অনেক বেশি ফিচার্স দেয়া হয়েছে এবং কমিউটার বাইক হিসেবে চমটকার একটি মোটরসাইকেল ।

প্রাসঙ্গিক কথাঃ “ঢাকা বৃত্তান্ত”প্রচলিত অর্থে কোন সংবাদ মাধ্যম বা অনলাইন নিউজ সাইট নয়। এখানে প্রকাশিত কোন ফিচারের সাথে সংবাদ মাধ্যমের মিল খুঁজে পেলে সেটি শুধুই কাকতাল মাত্র। এখানে থাকা সকল তথ্য ফিচার কেন্দ্রীক ও ইন্টারনেট থেকে সংগ্রহীত। “ঢাকায় থাকি”কর্তৃপক্ষ বিশ্বাস করে এসব তথ্য একত্রিত করার ফলে তা ঢাকাবাসীকে সাহায্য করছে ও করবে। আসুন সবাই আমাদের এই প্রিয় ঢাকা শহরকে সুন্দর ও বাসযোগ্য করে গড়ে তুলি। আমরা সবাই সচেতন, দায়িত্বশীল ও সুনাগরিক হিসাবে নিজেকে প্রতিষ্ঠিত করি।

কুইক সেল অফার

১২৩০ বর্গফুটের দক্ষিণমুখি ফ্ল্যাট মাত্র ৩৭ লক্ষ টাকায়!

১২৩০ বর্গফুটের দক্ষিণমুখি ফ্ল্যাট মা...



৮৬৩ বার পড়া হয়েছে