ভারতের কম্প্যাক্ট এসইউভি বাজারে অন্যতম জনপ্রিয় নাম Hyundai Creta। এবার ভারতে লঞ্চ হল Hyundai Creta Sports Edition। ভারতে পেট্রল ভেরিয়েন্টে Hyundai Creta Sports Edition এর দাম শুরু হচ্ছে 12.78 লক্ষ টাকা থেকে। অন্যদিকে ডিজেল ভেরিয়েন্টে এই গাড়ির দাম শুরু হচ্ছে 14.13 লক্ষ টাকা থেকে। SX চেরিয়েন্টের থেকে প্রায় 60,000 টাকা বেশি দামে লঞ্চ হয়েছে স্পোর্টস এডিশন।

ম্যানুয়াল ট্রান্সমিশনে পাওয়া যাবে Hyundai Creta Sports Edition। থাকছে 1.6 লিটার ইঞ্জিন। দুটি রঙে পাওয়া যাবে স্পোর্টস এডিশন। ফ্যান্টম ব্ল্যাক ও পোলার হোয়াইট রঙে পাওয়া যাবে Hyundai Creta Sports Edition। পোলার হোয়াইট রঙে থাকছে কালো রুফ। এর জন্য 11,000 টাকা বেশি খরচ হবে। এছাড়াও স্পোর্টস এডিশনে থাকছে স্মোকড প্রোজেক্টার হেডলুয়াম্প আর ক্রোম গ্রিল।0Comments

Hyundai Creta Sports Edition এর কেবিনে থাকছে অল ব্ল্যাক ফিনিশ। থাকছে লেদার সিট কভার আর লেদার স্টিয়ারিং হুইল কভার। গিয়ার লিভার বুট আর এসি ভেন্টে থাকছে ক্রোম ফিনিশ। এছাড়াও থাকছে ইলেকট্রিক সানরুফ। থাকছে ক্লাইমেট কন্ট্রোল, 7 ইঞ্চি টাচস্ক্রিন ডিসপ্লে। সেখানে রয়েছে Apple CarPlay আর Android Auto সাপোর্ট, ওয়্যারলেস চার্জিং, ক্রুজ কন্ট্রোল, ডুয়াল এয়ারব্যাগ আর এবিএস।

ফিচার বিজ্ঞাপন

Kathmandu-Nagarkot 4D/3N

মূল্য: ১২,৯০০ টাকা

প্রাসঙ্গিক কথাঃ “ঢাকা বৃত্তান্ত”প্রচলিত অর্থে কোন সংবাদ মাধ্যম বা অনলাইন নিউজ সাইট নয়। এখানে প্রকাশিত কোন ফিচারের সাথে সংবাদ মাধ্যমের মিল খুঁজে পেলে সেটি শুধুই কাকতাল মাত্র। এখানে থাকা সকল তথ্য ফিচার কেন্দ্রীক ও ইন্টারনেট থেকে সংগ্রহীত। “ঢাকায় থাকি”কর্তৃপক্ষ বিশ্বাস করে এসব তথ্য একত্রিত করার ফলে তা ঢাকাবাসীকে সাহায্য করছে ও করবে। আসুন সবাই আমাদের এই প্রিয় ঢাকা শহরকে সুন্দর ও বাসযোগ্য করে গড়ে তুলি। আমরা সবাই সচেতন, দায়িত্বশীল ও সুনাগরিক হিসাবে নিজেকে প্রতিষ্ঠিত করি।



৪৯১ বার পড়া হয়েছে