কয়েক দিন পরেই ভারতে লঞ্চ হবে Hyundai Grand i10 Nios। লঞ্চের আগে ডিলারদের কাছে এই গাড়ি পাঠাতে শুরু করল দক্ষিণ কোরিয়ার কোম্পানিটি। ইতিমধ্যেই এই গাড়ির বুকিং শুরু হয়েছে। 11,000 টাকার বিনিময়ে নতুন Hyundai Grand i10 Nios বুক করা যাচ্ছে। মঙ্গলবার ভারতে এই গাড়ি লঞ্চ হবে। আগামীকাল লঞ্চ ইভেন্টে এই গাড়ির দাম ও অন্যান্য ফিচার ঘোষনা করবে Hyundai। তবে লঞ্চের আগেই Grand i10 Nios গাড়ির বাইরে থেকে তোলা একাধিক ছবি শেয়ার কয়েছেন বিভিন্ন ডিলার। গোয়াট বিশ্বে ভারতে সর্বপ্রথম এই গাড়ি লঞ্চ হচ্ছে। সেপ্টেম্বরে ইউত্রোপের বাজারে লঞ্চ হবে নতুন Hyundai Grand i10 Nios।
ইন্টারনেটে প্রকশিত ছবিতে অ্যাস্ট্রা ভেরিয়েন্টে আলফা ব্লু রঙে এই গাড়ি দেখা গিয়েছে। গাড়ির সামনে থাকছে কালো ক্যাসকেডিং গ্রিল। এর সাথেই গাড়ির সামনে থাকছে এলইডি ডে টাইম রানিং লাইট আর প্রোজেক্টার হেডল্যাম্প। সামনের বাম্পারে ত্রিকোন ডিজাইনের মধ্যে এই আলো থাকছে। গাড়ির সামনের ছবির স্থেই পিছন থেকেই নতুন এই গাড়ি দেখা গিয়েছে। গাড়ির পিছনে Nios ব্র্যান্ডিং থাকছে। এছাড়াও ছবি থেকে জানা গিয়েছে এই গাড়ির হ্যান্ডেলে থাকছে ক্রোম ফিনিশ, থাকছে ফোল্ডিং ওআরভিএম।
আগেই নতুন Hyundai Grand i10 Nios গাড়ির কেবিনের ছবি ইন্টারনেটে ফাঁস হয়েছিল। সেখানে থাকছে একটি 8 ইঞ্চি টাচস্ক্রিন ইনফোটেনমেন্ট ডিসপ্লে। এই সিস্টেমে Android Auto আর Apple CarPlay সাপোর্ট থাকবে। থাকছে টুইন পড ইন্সট্রুমেন্ট ক্লাস্টার, মাল্টি ফাংশান স্টিয়ারিং হুইল, রিয়ার এসি ভেন্ট, ক্লাইমেট কন্ট্রোলার ওয়্যারলেস চার্জিং ফিচার। এই প্রথম এই দামের কোন গাড়িতে ওয়্যারলেস চার্জিং ফিচার দেখা গেল। নতুন Grand i10 Nios গাড়ির কেবিন আগের থেকে 40 মিমি বেশি লম্বা, 20 মিমি বেশি চওড়া।
ফিচার বিজ্ঞাপন
কানাডা ভিসা
Australia Visa for Lawyer
Day Long Package
ভারতে কোম্পানির চেন্নাই এর কারখানা থেকে Grand i10 Nios তৈরী শুরু করেছে Hyundai। ভারতে Grand i10 এর সাথেই নতুন এই গাড়ি বিক্রি শুরু করবে কোম্পানি। Grand i10 Nios গাড়িতে থাকতে পারে 1.2 লিটার বা তার বেশি ক্কখমতার ডিজেল ইঞ্জিন। 5 স্পিড ম্যানুয়াল ও অটোমেটিক ট্রান্সমিশন অপশানে পাওয়া যাবে নতুন এই গাড়ি।
প্রাসঙ্গিক কথাঃ “ঢাকা বৃত্তান্ত”প্রচলিত অর্থে কোন সংবাদ মাধ্যম বা অনলাইন নিউজ সাইট নয়। এখানে প্রকাশিত কোন ফিচারের সাথে সংবাদ মাধ্যমের মিল খুঁজে পেলে সেটি শুধুই কাকতাল মাত্র। এখানে থাকা সকল তথ্য ফিচার কেন্দ্রীক ও ইন্টারনেট থেকে সংগ্রহীত। “ঢাকায় থাকি”কর্তৃপক্ষ বিশ্বাস করে এসব তথ্য একত্রিত করার ফলে তা ঢাকাবাসীকে সাহায্য করছে ও করবে। আসুন সবাই আমাদের এই প্রিয় ঢাকা শহরকে সুন্দর ও বাসযোগ্য করে গড়ে তুলি। আমরা সবাই সচেতন, দায়িত্বশীল ও সুনাগরিক হিসাবে নিজেকে প্রতিষ্ঠিত করি।
কুইক সেল অফার
১২৩০ বর্গফুটের দক্ষিণমুখি ফ্ল্যাট মাত্র ৩৭ লক্ষ টাকায়!১২৩০ বর্গফুটের দক্ষিণমুখি ফ্ল্যাট মা...
৬০৬ বার পড়া হয়েছে





