ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি অব বিজনেস এগ্রিকালচার এন্ড টেকনোলজির (আইইউবিএটি) সামার-২০২০ সেমিস্টারের ভর্তি প্রক্রিয়া অনলানেই সম্পন্ন করা যাবে।

সোমবার বিশ্ববিদ্যালয়ের এক সংবাদ বিজ্ঞপিএত জানানো হয়েছে, সারা বিশ্বের মতো বাংলাদেশেও মহামারী আকারে ছড়িয়ে পড়ছে নভেল করোনাভাইরাস।এই পরিস্থিতিতে সামার সেমিস্টারে ভর্তিচ্ছুক শিক্ষার্থীরা নিজ নিজ ঘরে থেকেই অনলাইনের মাধ্যমে সম্পন্ন করতে পারবেন ভর্তি প্রক্রিয়া। আইইউবিএটির  ভর্তির বিষয়ে যাবতীয় তথ্য ওয়েবসাইট  দেওয়া আছে।

আইইউবিএটিতে স্নাতক পর্যায়ে বিবিএ, সিভিল ইঞ্জিনিয়ারিং, কম্পিউটার সায়েন্স ইঞ্জিনিয়ারিং, ইলেকট্রিক্যাল এন্ড ইলেকট্রনিকস ইঞ্জিনিয়ারিং,মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং, ইকোনমিকস, ইংলিশ, এগ্রিকালচার, ট্যুরিজম অ্যান্ড হসপিটালিটি ম্যানেজমেন্ট এবং মাষ্টার পর্যায়ে এমবিএ বিষয়ে পড়ানো হয়।

এসএসসি এবং এইচএসসি বা সমমানের পরীক্ষার ফলাফলের ওপর ভিত্তি করে ১০০ শতাংশ পর্যন্ত রয়েছে মেধা বৃত্তি। মেয়েদের উচ্চ শিক্ষায় উৎসাহিত করতে ১৫ শতাংশ স্পেশাল বৃত্তিসহ রয়েছে বিভিন্ন ক্যাটাগরিতে আরো ৬৪টি বৃত্তি।

এখানে সকল শিক্ষার্থীদের জন্য রয়েছে স্বাস্থ্যবীমা। প্রায় শতভাগ পুর্নকালীন শিক্ষক দ্বারা পরিচালিত আইইউবিএটির রয়েছে বিশ্বের ২৯ টি দেশের ১০৫টি বিশ্ববিদ্যালয়ের সাথে সমঝোতা চুক্তি। এছারাও বিনা খরচে শিক্ষক-শিক্ষার্থীদের আনা-নেওয়ার জন্য রয়েছে নিজস্ব বাস সার্ভিস।

ফিচার বিজ্ঞাপন

Manila 5D/4N

মূল্য: 49,900 Taka

Hanoi, Halong, Halong Bay Cruise 5D/4N

মূল্য: 32,900 Taka

আইইউবিএটি ঢাকার মধ্যে একমাত্র গ্রিন ক্যাম্পাস; যার ইউআই গ্রিন মেট্রিক ওয়ার্ল্ড

র‌্যাংকিং-২০১৯  অনুযায়ী বিশ্বের ৮৫টি দেশের ৭৮০টি বিশ্ববিদ্যালয়ের মধ্যে অবস্থান ২৪১তম।

প্রাসঙ্গিক কথাঃ “ঢাকা বৃত্তান্ত”প্রচলিত অর্থে কোন সংবাদ মাধ্যম বা অনলাইন নিউজ সাইট নয়। এখানে প্রকাশিত কোন ফিচারের সাথে সংবাদ মাধ্যমের মিল খুঁজে পেলে সেটি শুধুই কাকতাল মাত্র। এখানে থাকা সকল তথ্য ফিচার কেন্দ্রীক ও ইন্টারনেট থেকে সংগ্রহীত। “ঢাকায় থাকি”কর্তৃপক্ষ বিশ্বাস করে এসব তথ্য একত্রিত করার ফলে তা ঢাকাবাসীকে সাহায্য করছে ও করবে। আসুন সবাই আমাদের এই প্রিয় ঢাকা শহরকে সুন্দর ও বাসযোগ্য করে গড়ে তুলি। আমরা সবাই সচেতন, দায়িত্বশীল ও সুনাগরিক হিসাবে নিজেকে প্রতিষ্ঠিত করি।



৩৯৫ বার পড়া হয়েছে