গুজব নাকি সত্যি? Kawasaki Ninja 125 & Z125 বাংলাদেশে লঞ্চ হতে যাচ্ছে ২০১৯ এর অগাস্টের শুরুতেই । কাওয়াসাকি বাংলাদেশে নিয়ে আসতে যাচ্ছে কাওয়াসাকির অন্যতম প্রতীক্ষিত মোটরসাইকেল, Kawasaki Ninja 125 & Z125 । এই দুটি মোটরসাইকেল এই বছরের অন্যতম বহুল প্রতীক্ষিত মোটরসাইকেল ।

কাওয়াসাকি বাংলাদেশের চতুর্থ জাপানিজ ব্র্যান্ড যারা গত বছর বাংলাদেশে অফিশিয়ালি তাদের যাত্রা শুরু করে । এছাড়া তারা গতবছর ঢাকা বাইক শোতেও অংশগ্রহন করেছিল । গত বছর তারা চারটি মোটরসাইকেল একত্রে লঞ্চ করেছিল, যাদের মধ্যে Kawasaki D-trackerKawasaki KLX150BFKawasaki KSR Pro এবং Kawasaki Z125 Pro বাইক গুলো ছিল । এই লঞ্চিং এর পর তারা বাংলাদেশে নিয়ে এসেছে Kawasaki KLX150L ।

Kawasaki Ninja125 & Z125 লঞ্চিং অগাস্ট ২০১৯ 

পৃথিবী জুড়ে কাওয়াসাকি বিখ্যাত তাদের উচ্চ সিসি, গতি এবং স্টাইল সম্পন্ন মোটরসাইকেলের জন্য । বর্তমানে বিশ্বের অন্যতম দ্রুত গতি সম্পন্ন মোটরসাইকেলটি হচ্ছে Kawasaki Ninja H2R । নিনজা সিরিজ হচ্ছে কাওয়াসাকির ফ্ল্যাগশীপ সিরিজ মোটরসাইকেল । বাংলাদেশে সিসি লিমিটেশন থাকার কারনে উচ্চ সিসির মোটরসাইকেল বাংলাদেশে আমদানী করা সম্ভব নয় । তবে বাংলাদেশী বাইকাররা একটা নিনজা রাইড করতে ইচ্ছুক, তাই তাদের ইচ্ছে পূরনের লক্ষ্যে কাওয়াসাকি বাংলাদেশে নিয়ে আসতে যাচ্ছে Kawasaki Ninja 125 & Z125 ।

যদি বাংলাদেশে নিয়ে আসা বাইক গুলো হবে ১২৫সিসি । Kawasaki Ninja 125 বাইকটি হচ্ছে স্পোর্টস টাইপ কিট সহ এবং Z125 হচ্ছে নেকেড স্পোর্টস বাইক, যেটি নিনজা ১২৫ এর নেকেড ভার্সন ও বলা যায় । উভয় বাইক ই রয়েছে আইকনিক ডিজাইন, গ্রাফিক্স ও ইলেক্ট্রনিক ফিচার সমৃদ্ধ ।

Kawasaki Ninja 125 বাইকটি স্পোর্টি করে ডিজাইন করার কারন হচ্ছে বাইকটি রাস্তায় রাজ্যত্ব করবে বলে । আর এই বাইকটির ডিজাইন করা হয়েছে Ninja 250SL মোটরসাইকেলটির ডিজাইন অনুযায়ী । তাই আমরা বলতেই পারি বাইকটিতে নিনজার ডিএনএ এর সকল গুনাগুন পাওয়া যাবে বলে আশা করা যায় ।

ফিচার বিজ্ঞাপন

কুনমিং ৪ দিন ৩ রাত

মূল্য: ৪২,৯০০ টাকা

বাইক দুটির ফিচারের মধ্যে উভয় বাইক ই প্রায় সকল ফিচার এক রকম । উভয় বাইক ই ব্যবহার করেছে Tubular Trellis Type frame টাইপ ফ্রেম । উভয় বাইকের একই রকম ইঞ্জিন ব্যবহার করা হয়েছে । ইঞ্জিন হচ্ছে সিঙ্গেল সিলিন্ডার ফোর স্ট্রোক, ওয়াটার কুল্ড ইঞ্জিন ।

এছাড়া অন্যান্য ফিচারের মধ্যে আরও রয়েছে সম্পূর্ন ডিজিটাল স্পিডোমিটার, এতে স্পিড, আরপিএম, ঘড়ি, ট্রিপ মিটার ও এবিএস সিগনাল শো-করে । উভয় বাইকেই যুক্ত করা হয়েছে একই রকম ইঞ্জিন, ফ্রেম, চাকা, ব্রেকিং এবং সাসপেনশন ।

প্রাসঙ্গিক কথাঃ “ঢাকা বৃত্তান্ত”প্রচলিত অর্থে কোন সংবাদ মাধ্যম বা অনলাইন নিউজ সাইট নয়। এখানে প্রকাশিত কোন ফিচারের সাথে সংবাদ মাধ্যমের মিল খুঁজে পেলে সেটি শুধুই কাকতাল মাত্র। এখানে থাকা সকল তথ্য ফিচার কেন্দ্রীক ও ইন্টারনেট থেকে সংগ্রহীত। “ঢাকায় থাকি”কর্তৃপক্ষ বিশ্বাস করে এসব তথ্য একত্রিত করার ফলে তা ঢাকাবাসীকে সাহায্য করছে ও করবে। আসুন সবাই আমাদের এই প্রিয় ঢাকা শহরকে সুন্দর ও বাসযোগ্য করে গড়ে তুলি। আমরা সবাই সচেতন, দায়িত্বশীল ও সুনাগরিক হিসাবে নিজেকে প্রতিষ্ঠিত করি।

কুইক সেল অফার

১২৩০ বর্গফুটের দক্ষিণমুখি ফ্ল্যাট মাত্র ৩৭ লক্ষ টাকায়!

১২৩০ বর্গফুটের দক্ষিণমুখি ফ্ল্যাট মা...



১,২৯২ বার পড়া হয়েছে