১। ‘Priyoshop’ (priyoshop.com) থেকে কমপক্ষে ৫০০ টাকার কেনাকাটা করে ‘নগদ’ এর মাধ্যমে পেমেন্ট করলেই প্রতিটি লেনদেনে সর্বোচ্চ ১০% বা ৫০০ টাকা পর্যন্ত ডিসকাউন্ট উপভোগ করতে পারবেন।

২। এই ডিসকাউন্টি উপভোগ করতে পারবেন যদি Priyoshop থেকে কেনাকাটা করে মার্চেন্ট এর ওয়েবসাইট (www.priyoshop.com) এ “PSNAGAD কুপন কোডটি ব্যবহার করে ‘নগদ’ একাউন্ট দ্বারা পেমেন্ট করেন।

৩। আপনি Priyoshop থেকে কেনাকাটা করে নগদ অ্যাপ (App) বা ইউএসএসডি (USSD) এর মাধ্যমে পেমেন্ট করলে এই ক্যাম্পেইন এর অন্তর্ভুক্ত হবেন না।

৪।আপনি এই ক্যাম্পাইন চলাকালিন সময় সর্বমোট চারবার(৪) অংশগ্রহণ করতে পারবেন অর্থাৎ পুরো ক্যাম্পেইন চলাকালীন সময় সর্বোচ্চ ২০০০ টাকা পর্যন্ত  ডিসকাউন্ট উপভোগ করতে পারবেন।

৫। এই ক্যাম্পেইনটি ৯ই আগস্ট ২০২১ তারিখ থেকে ৩১শে আগস্ট ২০২১ পর্যন্ত চলবে।

৬। এই ক্যাম্পেইনটিতে অংশগ্রহণ করতে হলে আপনার নগদ অ্যাকাউন্টটি অবশ্যই সচল থাকতে হবে।

৭। এই ক্যাম্পেইনটির আওতাভুক্ত ডিস্কাউন্ট সংক্রান্ত সকল তথ্য এবং তার দায়ভার ‘Priyoshop’ এর উপর। ‘নগদ’ শুধুমাত্র পেমেন্ট সার্ভিস প্রোভাইডার হিসেবে দায়বদ্ধ।

৮। ‘নগদ’ এই শর্তাবলী পরিবর্তন/পরিবর্ধন/সংশোধন করার কিংবা কোন প্রকার পূর্ব ঘোষণা ছাড়াই পুরো ক্যাম্পেইনটি বাতিল করার অধিকার সংরক্ষণ করে।

৯। এই ক্যাম্পেইন সংক্রান্ত যে কোন সিদ্ধান্ত ‘নগদ’ কর্তৃক সংরক্ষিত এবং নগদ-এর সিদ্ধান্তই চূড়ান্ত বলে গণ্য হবে।

ফিচার বিজ্ঞাপন

Thimpu-Paro-Dochala Pass-Punakha 5D/4N

মূল্য: ২১,৯০০ টাকা

১০। নগদ ঘোষণা করে যে,

ক) নগদ বা নগদের কোন প্রতিনিধি, কোন সময়েই আপনার কাছে আপনার অ্যাকাউন্টের ওয়ান টাইম পাসওয়ার্ড (ওটিপি) কিংবা পার্সোনাল আইডেন্টিফিকেশন নাম্বার (পিন) নাম্বার চাইবে না।

খ) ইহা আপনাকে কোন প্রকার লেনদেন করতে বলবে না।

গ) ইহা গ্রাহককে শুধুমাত্র ১৬১৬৭ বা ০৯৬ ০৯৬ ১৬১৬৭ নাম্বার থেকেই যোগাযোগ করবে। এই ক্যাম্পেইন এর আওতায় নগদের মাধ্যমে টাকা প্রদানের ক্ষেত্রে যে কোন প্রকার বিভ্রান্তি বা দ্বিধা নিশ্চিত হবার জন্য আপনি ১৬১৬৭ অথবা ০৯৬ ০৯৬ ১৬১৬৭ নাম্বারে কল করতে পারেন ।উপরোক্ত ঘোষণাসমূহের পরও তৃতীয় কোন পক্ষের কোন কার্যের জন্য আপনার কোন ক্ষতি সাধিত হলে নগদ কর্তৃপক্ষ দায়ী থাকবে না।

ঘ) এই ক্যাম্পেইন সংক্রান্ত যে কোন প্রকার মতবিরোধ দেখা দিলে আপনি নগদের হটলাইন নাম্বারে (১৬১৬৭ অথবা ০৯৬ ০৯৬ ১৬১৬৭) অবহিত করবেন।

ঙ) উক্ত শর্তাবলী বাংলা এবং ইংরেজি উভয় ভাষায় উল্লেখিত হবে এবং বাংলা ও ইংরেজির মধ্যে কোন বিষয় সংঘর্ষ হলে তখন ইংরেজি ভাষা প্রাধান্য পাবে।

প্রাসঙ্গিক কথাঃ “ঢাকা বৃত্তান্ত”প্রচলিত অর্থে কোন সংবাদ মাধ্যম বা অনলাইন নিউজ সাইট নয়। এখানে প্রকাশিত কোন ফিচারের সাথে সংবাদ মাধ্যমের মিল খুঁজে পেলে সেটি শুধুই কাকতাল মাত্র। এখানে থাকা সকল তথ্য ফিচার কেন্দ্রীক ও ইন্টারনেট থেকে সংগ্রহীত। “ঢাকায় থাকি”কর্তৃপক্ষ বিশ্বাস করে এসব তথ্য একত্রিত করার ফলে তা ঢাকাবাসীকে সাহায্য করছে ও করবে। আসুন সবাই আমাদের এই প্রিয় ঢাকা শহরকে সুন্দর ও বাসযোগ্য করে গড়ে তুলি। আমরা সবাই সচেতন, দায়িত্বশীল ও সুনাগরিক হিসাবে নিজেকে প্রতিষ্ঠিত করি।



২৩৯ বার পড়া হয়েছে