সিলভেস্টার স্ট্যালন ভক্তদের কাছে পরিচিত ‘রকি’ এবং ‘র্যাম্বো’ নামে। হলিউড কাঁপানো ‘র্যাম্বো’র ব্যবহৃত ‘১৯৬৫ ফোর্ড মাস্টাং’ গাড়িটি বিক্রি হতে চলেছে।
ক্যাটাউইকি নামের একটি অনলাইন নিলাম সংস্থা সিলভেস্টার স্ট্যালনের ফোর্ড গাড়িটি নিলামের তোলার উদ্যোগ নিয়েছে। গাড়িটি পুরোনো নম্বর প্লেটসহ বিক্রি করা হবে। ক্রেতা পাবেন স্ট্যালনের সই করা একটি প্রশংসাপত্র দেওয়া হবে। গাড়িটি ১৯৮০ সাল থেকে স্টালন ব্যবহার করা শুরু করেন।
এএফপির বরাত দিয়ে জাকার্তা পোস্টের খবরে বলা হয়েছে, ‘ক্যাটাউইকি’ আশা করছে, নিলামে গাড়িটির দাম উঠতে পারে ৫৫ থেকে ৮৫ হাজার ইউরো পর্যন্ত। তবে ওই গাড়িটিতে যে সাদা রঙের টায়ার ব্যবহার করা হতো সেটা পাল্টে আধুনিক টায়ার লাগানো হচ্ছে। যদিও গাড়ির ইঞ্জিনে কোনোও পরিবর্তন আনা হয়নি। গাড়িটি ১ লাখ ৪ হাজার ৫৮ কিলোমিটার পর্যন্ত চলেছে।
লাল রঙে পেট্রলে চালিত এই গাড়িটির নিলাম হবে আজ রোববার পর্যন্ত। এরপরই সর্বোচ্চ দর দিয়ে কেউ একজন কিনে নেবেন র্যম্বোর গাড়িটি। এদিকে সিলভেস্টার স্ট্যালন নতুন করে আবার আসছেন বড় পর্দায়। অনেকেই বলছেন এটাই তাঁর শেষ ছবি। ছবির নাম ‘র্যাম্বো: লাস্ট ব্লাড’। ভিয়েতনাম ফেরত সাবেক সেনা কর্মকর্তা আমেরিকায় যুদ্ধে নেমেছে নারী পাচারকারী দলের বিরুদ্ধে। ম্যাট সারলুনিকের সঙ্গে স্ট্যালন নিজেই ছবির চিত্রনাট্য লিখেছেন। ছবিটি পরিচালনা করেছেন আদ্রিয়ান গ্রুনবার্গ। ধারণা করা হচ্ছে, ছবিটি মুক্তি পাবে আগামী ২০ সেপ্টেম্বর।
ছবির কাহিনি হিসেবে জানা গেছে, র্যাম্বোকে অবশ্যই তার অতীতের মোকাবিলা করতে হবে। ফিরে পেতে হবে দুর্ধর্ষ যোদ্ধার দক্ষতা। এটা তার প্রতিশোধের লড়াই। এরপরই শেষ মিশন। সিনেমা বিশ্লেষকেরা বলছেন, র্যাম্বোর সিরিজ শেষ হবে এ ছবি দিয়েই।
ফিচার বিজ্ঞাপন
Canada Visa for Businessman
মিনি সিঙ্গাপুর ময়নামতি প্রাইভেট ডে লং ট্যুর
কোরিয়া ভিসা প্রসেসিং (চাকুরীজীবি)
ছবির ট্রেলারে দেখা গেছে, ৭২ বছর বয়সেও স্ট্যালন ঠিক আগের মতো শক্তসমর্থ ও পেশিবহুল। র্যাম্বো সিরিজ শুরু হয়েছিল ১৯৮২ সালে ‘ফাস্ট ব্লাড’ ছবি দিয়ে। এরপর কয়েকটি সিক্যুয়েল নির্মিত হয় র্যাম্বোর। এর কোনোটিতে র্যাম্বো যুদ্ধ করেছে রাশিয়ার সৈনিকদের বিরুদ্ধে, কোনোটায় আবার মিয়ানমারের সেনাদের বিপক্ষে। শুধু ‘র্যাম্বো’ নামে ছবি মুক্তি পায় ২০০৮ সালে।
Source: prothomalo
প্রাসঙ্গিক কথাঃ “ঢাকা বৃত্তান্ত”প্রচলিত অর্থে কোন সংবাদ মাধ্যম বা অনলাইন নিউজ সাইট নয়। এখানে প্রকাশিত কোন ফিচারের সাথে সংবাদ মাধ্যমের মিল খুঁজে পেলে সেটি শুধুই কাকতাল মাত্র। এখানে থাকা সকল তথ্য ফিচার কেন্দ্রীক ও ইন্টারনেট থেকে সংগ্রহীত। “ঢাকায় থাকি”কর্তৃপক্ষ বিশ্বাস করে এসব তথ্য একত্রিত করার ফলে তা ঢাকাবাসীকে সাহায্য করছে ও করবে। আসুন সবাই আমাদের এই প্রিয় ঢাকা শহরকে সুন্দর ও বাসযোগ্য করে গড়ে তুলি। আমরা সবাই সচেতন, দায়িত্বশীল ও সুনাগরিক হিসাবে নিজেকে প্রতিষ্ঠিত করি।
কুইক সেল অফার
Online Shopping BD (Facebook Live)২৩৬ বার পড়া হয়েছে