এবার ইলেকট্রনিক প্রোডাক্টে ডিসকাউন্ট অফার নিয়ে এসেছে নগদ ও Rangs Electronics শুধু আপনাদের জন্যই। এখন Rangs Electronics Limited-এর যেকোন আউটলেট থেকে পছন্দের প্রোডাক্ট টি কিনে, নগদ-এ পেমেন্ট করলেই পাচ্ছেন ১,৫০০ টাকা পর্যন্ত ডিসকাউন্ট। অফারটি ১৫ জুলাই, ২০২১ তারিখ থেকে ২০শে জুলাই, ২০২১ পর্যন্ত চলবে।

অফারের বিস্তারিত:

১। Rangs Electronics Limited-এর যেকোন আউটলেট থেকে কেনাকাটা করে নগদ দিয়ে মার্চেন্ট পেমেন্ট করলেই, থাকছে ১,৫০০ টাকা পর্যন্ত ডিসকাউন্ট নিচের টেবিল অনুযায়ী:

ক্র নংমার্চেন্ট নামব্রাঞ্চক্যাম্পেইন মোডালিটি
ডিসকাউন্ট (%)লিমিটক্যাম্পেইন চলাকালীন ডিসকাউন্টের পরিমাণ
Rangs Electronics Limitedদেশের সমগ্র  অফিশিয়ালআউটলেট জুড়ে০২%১,৫০০আনলিমিটেড

২। Rangs Electronics Limited-এর আউটলেট থেকে সরাসরি কেনাকাটা করে, মার্চেন্ট কিউআর কোডের মাধ্যমে নগদ এপ অথবা ইউএসএসডি-এর মাধ্যমে পেমেন্ট করলেই ডিসকাউন্টটি পাবেন

৩। এই অফার চলা সময়ে অফারের সকল শর্ত সাপেক্ষে একাধিকবার ডিসকাউন্টটি উপভোগ করতে পারবে।

৪। অফারটি ১৫ জুলাই, ২০২১ থেকে ২০শে জুলাই, ২০২১ পর্যন্ত চলবে।

৫। অফারটি পেতে আপনার নগদ একাউন্ট অবশ্যই সচল থাকতে হবে।

৬। এই অফারটির আওতাভুক্ত ডিসকাউন্ট সম্পর্কিত সকল তথ্য এবং তার দায়ভার ‘Rangs Electronics Limited’-এর উপর। নগদ শুধু পেমেন্ট সার্ভিস প্রোভাইডার হিসেবে দায়বদ্ধ।

৭। নগদ এই শর্তাবলি পরিবর্তন/পরিবর্ধন/সংশোধন করার কিংবা কোন প্রকার পূর্ব ঘোষণা ছাড়াই পুরো অফারটি বাতিল করার অধিকার রাখে।

৮। এই অফার সম্পর্কিত যেকোন সিদ্ধান্ত নগদ কর্তৃক সংরক্ষিত এবং নগদ-এর সিদ্ধান্তই চূড়ান্ত বলে গণ্য হবে।

ফিচার বিজ্ঞাপন

Australia Visa (for Private Service Holder)

মূল্য: 20,000 Taka

৯। নগদ ঘোষণা করে যে,

ক) নগদ বা নগদ-এর কোন প্রতিনিধি, কখনোই আপনার কাছে নগদ একাউন্টের ওটিপি (OTP) বা পিন (PIN) চাইবেন না

খ) নগদ বা নগদ-এর কোন প্রতিনিধি আপনাকে কোন প্রকার লেনদেন করতে বলবেন না।

গ) 16167 বা 096 096 16167 নাম্বার থেকেই শুধু আপনার সাথে যোগাযোগ করা হবে। এই অফার চলা সময়ে নগদ-এর মাধ্যমে টাকা দেওয়ার ক্ষেত্রে যেকোন প্রকার বিভ্রান্তি দেখা দিলে তা নিশ্চিত হবার জন্য, 16167 অথবা 096 096 16167 নাম্বারে কল করতে পারবেন।

ঘ) উপরের ঘোষণাগুলোর পরও তৃতীয় কোন পক্ষ কর্তৃক আপনার কোন ক্ষতি হলে, নগদ কর্তৃপক্ষ দায়ী থাকবে না।

ঙ) এই অফার সম্পর্কে যেকোন প্রকার মতবিরোধ দেখা দিলে 16167 অথবা 096 096 16167 নাম্বারে কল করার অনুরোধ করা হচ্ছে।

চ) এই অফারের বিস্তারিত বাংলা ও ইংরেজি উভয় ভাষায় লেখা থাকবে। বাংলা ও ইংরেজির মধ্যে কোন বিষয়ে দ্বিমত দেখা দিলে তখন ইংরেজি ভাষা প্রাধান্য পাবে।

প্রাসঙ্গিক কথাঃ “ঢাকা বৃত্তান্ত”প্রচলিত অর্থে কোন সংবাদ মাধ্যম বা অনলাইন নিউজ সাইট নয়। এখানে প্রকাশিত কোন ফিচারের সাথে সংবাদ মাধ্যমের মিল খুঁজে পেলে সেটি শুধুই কাকতাল মাত্র। এখানে থাকা সকল তথ্য ফিচার কেন্দ্রীক ও ইন্টারনেট থেকে সংগ্রহীত। “ঢাকায় থাকি”কর্তৃপক্ষ বিশ্বাস করে এসব তথ্য একত্রিত করার ফলে তা ঢাকাবাসীকে সাহায্য করছে ও করবে। আসুন সবাই আমাদের এই প্রিয় ঢাকা শহরকে সুন্দর ও বাসযোগ্য করে গড়ে তুলি। আমরা সবাই সচেতন, দায়িত্বশীল ও সুনাগরিক হিসাবে নিজেকে প্রতিষ্ঠিত করি।

কুইক সেল অফার

অবিশ্বাস্য দামে ব্রান্ডের ঘড়ির কিনুন

অবিশ্বাস্য দামে ব্রান্ডের ঘড়ির কিনু...



২৬১ বার পড়া হয়েছে