দুটি নতুন ভেরিয়েন্টে লঞ্চ হল Tata Tigor। XZA ভেরিয়েন্ট ছাড়াও এবার মড রেঞ্জ XMA আর টপ রেঞ্জ XZA+ ভেরিয়েন্টে পাওয়া যাবে Tata Motors এর জনপ্রিয় সেডান। নতুন দুটি ভেরিয়েন্টেই থাকছে আটোমেটিক ট্রান্সমিশন। Tata Tigor XMA এর দাম 6.39 লক্ষ টাকা। অন্যদিকে Tata Tigor XZA+ এর দাম 7.24 লক্ষ টাকা।
শুধুমাত্র পেট্রল ভেরিয়েন্টে পাওয়া যাবে Tata Tigor XMA আর XZA+ ভেরিয়েন্ট। এই গাড়িতে থাকছে একটি 1.2 লিটার ইঞ্জিন। এই ইঞ্জিনে সর্বোচ্চ 84 bhp শক্তি আর 114 Nm টর্ক পাওয়া যাবে। তবে অন্য ভেরিয়েন্টগুলি ডিজেল ইঞ্জিনে পাওয়া যাবে। Tata Tigor ডিজেল ভেরিয়েন্টে রয়েছে একটি 1.05 লিটার ইঞ্জিন। এই ইঞ্জিনে সর্বোচ্চ 69 bhp শক্তি আর 140 Nm টর্ক পাওয়া যায়।
XMA আর XZA+ ভেরিয়েন্টের কেবিনে থাকছে 7 ইঞ্চি টাচস্ক্রিন ডিসপ্লে। সাথে থাকছে আটটি Harman স্পিকার। Tata Tigor এ রয়েছে 15 ইঞ্চি ডায়মন্ড কাট অ্যালয় হুইল। সুরক্ষার জন্য নতুন Tata Tigorএ রয়েছে ABS আর EBD। এর সাথেই গাড়ির সামনে থাকবে দুটি এয়ারব্যাগ। আর থাকছে ড্রাইভারের সিটবেল্ট রিমাইন্ডার, কর্নার স্টেবিলিটি কন্ট্রোলের মতো গুরুত্বপূর্ণ সুরক্ষা ফিচার।
ফিচার বিজ্ঞাপন
মালয়শিয়া ভিসা প্রসেসিং (বিজনেসম্যান)
Siem Reap Cambodia 4D/3N
ইস্তানবুল ৪দিন ৩ রাত
প্রাসঙ্গিক কথাঃ “ঢাকা বৃত্তান্ত”প্রচলিত অর্থে কোন সংবাদ মাধ্যম বা অনলাইন নিউজ সাইট নয়। এখানে প্রকাশিত কোন ফিচারের সাথে সংবাদ মাধ্যমের মিল খুঁজে পেলে সেটি শুধুই কাকতাল মাত্র। এখানে থাকা সকল তথ্য ফিচার কেন্দ্রীক ও ইন্টারনেট থেকে সংগ্রহীত। “ঢাকায় থাকি”কর্তৃপক্ষ বিশ্বাস করে এসব তথ্য একত্রিত করার ফলে তা ঢাকাবাসীকে সাহায্য করছে ও করবে। আসুন সবাই আমাদের এই প্রিয় ঢাকা শহরকে সুন্দর ও বাসযোগ্য করে গড়ে তুলি। আমরা সবাই সচেতন, দায়িত্বশীল ও সুনাগরিক হিসাবে নিজেকে প্রতিষ্ঠিত করি।
কুইক সেল অফার
Online Shopping BD (Facebook Live)৭৫৮ বার পড়া হয়েছে