এই বছর লিপ ইয়ার উপলক্ষে এসিআই মটরস আমাদের দেশের বাইকারদের জন্য Yamaha Leap Year Exclusive Offer 2020 দিচ্ছে। পুরো ফেব্রুয়ারি মাস জুড়ে এই অফারটি চলবে এবং বাইকাররা ইয়ামাহার বাইক কিনে ৩,০০০ টাকা থেকে শুরু করে সর্ব্বোচ্চ ১৪,০০০ টাকা পর্যন্ত ডিস্কাউন্ট পাবে।

ইয়ামাহা তাদের কমিউটার মোটরসাইকেল Yamaha Saluto তে ৩,০৬০ টাকা ক্যাশব্যাক অফার দিচ্ছে। বাইকটি ইয়ামাহার একমাত্র কমিউটার সেগমেন্টের বাইক। আমরা বাইকবিডি এই বাইকটি টেস্ট রাইড করেছি এবং সিটি এবং হাইওয়ে উভয়ই ক্ষেত্রে আমরা ভালো মাইলেজ পেয়েছি। বাইকটির সামনে একটি ডিস্ক ব্রেক যুক্ত রয়েছে।

অফারের পর Yamaha Saluto Standard ভার্শনের বর্তমান মূল্য ১,২৫,০০০ টাকা এবং Yamaha Saluto Special Edition এর মূল্য ১,২৬,০০০ টাকা।

ইয়ামাহা তাদের Yamaha R15 V3, R15 V3 MotoGP Edition, MT15, N Max & Fazer Fi V2 বাইকগুলোতে ১০,০০০ টাকা ক্যাশব্যাক অফার দিচ্ছে।

মডেলবর্তমান মূল্য
Yamaha R15 V3 MotoGP Edition৪,৯৫,০০০
Yamaha R15 V3৪,৮৫,০০০
Yamaha MT15৪,৩৫,০০০
Yamaha Fazer২,৭১,০০০
Yamaha N Max৪,২৫,০০০

ইয়ামাহা আর ১৫ ভি ৩ এই সেগমেন্টের সেরা এবং জনপ্রিয় একটি স্পোর্টস বাইক। বর্তমানে এই বাইকগুলোতে ব্যবহার করা হয়েছে ডুয়েল চ্যানেল এবিএস (Anti-lock Braking System), ভিভিএ (Variable Valve Actuation) এবং স্লিপার ক্লাচ প্রযুক্তি। জাপানি ৩ টি স্পোর্টস বাইকের মধ্যে এই বাইকটি বেশ পাওয়ারফুল।

গেলো বছরে ইয়ামাহা তাদের এফজেডএস বাইকের নতুন ভার্সনগুলো বাজারে এনেছে, কিন্তু ফেজারের কোন নতুন ভার্সন তারা বাজারে আনে নি। তারা এখনো তাদের ফেজার বাইকে FZS Fi V2 এর ইঞ্জিন ব্যবহার করছে। ফেজার এই সেগমেন্টের অন্যতম জনপ্রিয় একটি ট্যুরিং মোটরসাইকেল। এমন কিছু কাস্টমার আছেন যারা এখনো ফেজার বাইকটিকে খুব বেশি পছন্দ করে।

ইয়ামাহার এফজেডএস সিরিজ বাংলাদেশের বাজারে খুব বেশি জনপ্রিয়। তারা এই মডেলের ভার্সন ৩ টি বাজারে এনেছে এবং তারা এফজেডএস বাইকে ১৪,০০০ টাকা ডিস্কাউন্ট অফার দিচ্ছে।

আমাদের ইউটিউব চ্যানেলে Yamaha FZS FI V2 (Dual Disc) & Yamaha FZS FI V3 রিভিউ রয়েছে,যেটি আপনাকে দুটি বাইকের মধ্যে তুলনা করতে সাহায্য করবে এবং এর থেকে আপনি বুঝতে পারবেন কোনটি আপনার জন্য সেরা।

Yamaha FZS Seriesডিসকাউন্টের পরে বিক্রয়মূল্য
FZS Fi V2 (Duel Disc)২,৩১,০০০
FZ Fi V3২,৫১,০০০
FZS Fi V3২,৬৩,০০০

আশা করা যাচ্ছে Yamaha Leap Year Exclusive Offer 2020 এর মাধ্যমে অনেক ইয়ামাহা প্রেমী তাদের পছন্দের ইয়ামাহা বাইকগুলো খুব সহজেই কিনতে পারবেন।

প্রাসঙ্গিক কথাঃ “ঢাকা বৃত্তান্ত”প্রচলিত অর্থে কোন সংবাদ মাধ্যম বা অনলাইন নিউজ সাইট নয়। এখানে প্রকাশিত কোন ফিচারের সাথে সংবাদ মাধ্যমের মিল খুঁজে পেলে সেটি শুধুই কাকতাল মাত্র। এখানে থাকা সকল তথ্য ফিচার কেন্দ্রীক ও ইন্টারনেট থেকে সংগ্রহীত। “ঢাকায় থাকি”কর্তৃপক্ষ বিশ্বাস করে এসব তথ্য একত্রিত করার ফলে তা ঢাকাবাসীকে সাহায্য করছে ও করবে। আসুন সবাই আমাদের এই প্রিয় ঢাকা শহরকে সুন্দর ও বাসযোগ্য করে গড়ে তুলি। আমরা সবাই সচেতন, দায়িত্বশীল ও সুনাগরিক হিসাবে নিজেকে প্রতিষ্ঠিত করি।

কুইক সেল অফার

পূর্বাচল আমেরিকান সিটি | জীবনের সমস্ত আয়োজন এখানে অপেক্ষা করছে

পূর্বাচল আমেরিকান সিটি | জীবনের সমস্ত ...



৫৬২ বার পড়া হয়েছে