আবার শুরু হতে যাচ্ছে রাইডিং ফিয়েস্তা। Yamaha Riding Club (YRC) আয়োজন করতে যাচ্ছে ইয়ামাহা রাইডিং ফিয়েস্তা ২০২১। তবে এবার তারা এই রাইডিং ফিয়েস্তা আয়োজন করতে যাচ্ছে ধান নদী ও খাল এই তিনে বরিশাল। হ্যা, বরিশালে তারা আয়োজন করতে যাচ্ছে বরিশাল রাইডিং ফিয়েস্তা

বাংলাদেশের অন্যতম বিভাগের মধ্যে বরিশাল অন্যতম। সেই বরিশালে আয়োজিত হতে যাচ্ছে বরিশাল রাইডিং ফিয়েস্তা। ২০১৯ এর কক্স-বাজার রাইডিং ফিয়েস্তা এরপর এবার বরিশালে এই আয়োজন করা হচ্ছে। কোভিড-১৯ এর লকডাউন এরপর বাইকারদের জন্য অন্যতম বড় ইভেন্ট হতে যাচ্ছে এটি।

শেষ রাইডিং ফিয়েস্তা অনুষ্ঠিত হয়েছি ২০১৯ এ এবং এটি ঐ বছরের অন্যতম সবচেয়ে বড় ইভেন্ট ছিল। বাংলাদেশে বিভিন্ন অঞ্চল থেকে বাইকাররা এই ইভেন্টে অংশ গ্রহণ করেছি। বরিশাল রাইডিং ফিয়েস্তা ২০২১ অনুষ্ঠিত হবে আগামী ১২ মার্চ ২০২১ তারিখ। ইভেন্টটি অনুষ্ঠিত হবে বেলস পার্ক তবে এই জায়গাটি বঙ্গবন্ধু উদ্যান নামে সবচেয়ে বেশি পরিচিত।

এই ইভেন্টটে বাইকারদের জন্য অনেক গুলো প্রোগ্রাম রয়েছে। তাদের মধ্যে সবচেয়ে বড় আকৃষণ হচ্ছে Yamaha XSR এবং MT15 এর টেস্ট রাইড, জিমখানাসহ অনেক ধরনের আয়োজন। টেস্ট রাইড এবং জিম খানার জন্য আপনার অবশ্যই বৈধ ড্রাইভিং লাইসেন্স থাকতে হবে। জিমখানায় যারা বিজয়ী হবে তাদের জন্য রয়েছে পুরস্কার।

ফিচার বিজ্ঞাপন

মৈনট ঘাট প্রাইভেট ডে লং ট্যুর

মূল্য: ৯০০ টাকা জন প্রতি

Paradise island, Maldives, 4D/3N

মূল্য: ৯১,৯০০ টাকা জনপ্রতি

ব্রুনাই ভিসা

মূল্য: ৫,০০০ টাকা

এছাড়া আমরা টিম বাইকবিডি এই ইভেন্টে কভার করব এবং বাইকারদের সাথে থাকব। এর সাথে আমরা আমাদের কুইজ বিজয়ীদের জন্য থাকছে বাইকবিডির “Proud To Be Bangladeshi Biker” টি-শার্ট। তো, এই ছিল বরিশাল রাইডিং ফিয়েস্তা, আশা করছি আপনাদের সবার সাথে দেখা হবে খুব দ্রুত। অংশ গ্রহণ করতে এখনই রেজিস্ট্রশন করুন। দেখা হচ্ছে বরিশাল রাইডিং ফিয়েস্তা ২০২১ । সবাই ভাল থাকুন, ধন্যবাদ।

প্রাসঙ্গিক কথাঃ “ঢাকা বৃত্তান্ত”প্রচলিত অর্থে কোন সংবাদ মাধ্যম বা অনলাইন নিউজ সাইট নয়। এখানে প্রকাশিত কোন ফিচারের সাথে সংবাদ মাধ্যমের মিল খুঁজে পেলে সেটি শুধুই কাকতাল মাত্র। এখানে থাকা সকল তথ্য ফিচার কেন্দ্রীক ও ইন্টারনেট থেকে সংগ্রহীত। “ঢাকায় থাকি”কর্তৃপক্ষ বিশ্বাস করে এসব তথ্য একত্রিত করার ফলে তা ঢাকাবাসীকে সাহায্য করছে ও করবে। আসুন সবাই আমাদের এই প্রিয় ঢাকা শহরকে সুন্দর ও বাসযোগ্য করে গড়ে তুলি। আমরা সবাই সচেতন, দায়িত্বশীল ও সুনাগরিক হিসাবে নিজেকে প্রতিষ্ঠিত করি।



১৯৮ বার পড়া হয়েছে